image

আরও ১৩০ ইমিগ্রেশন পুলিশ চায় শাহজালাল বিমানবন্দর

রোববার, ০৪ জুন ২০২৩
নিজস্ব বার্তা পরিবেশক :

ইমিগ্রেশনের কাজ দ্রুত সম্পন্ন করতে আরও ১৩০ পুলিশ চেয়ে চিঠি দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

রোববার (৪ জুন) শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিমানবন্দরে প্রতিদিনই যাত্রীদের চাপ বাড়ছে। এ অবস্থায় যাত্রীসেবার মান বাড়াতে পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে ইমিগ্রেশন পুলিশ চেয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল (বেবিচক) কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে। ১৩০ জন যুক্ত হলে ইমিগ্রেশনের কাজও আরও দ্রুত সম্পন্ন করা যাবে।

বেবিচককে পাঠানো চিঠিতে বলা হয়, বর্তমানে শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটের সংখ্যা অনেক বেড়েছে। বর্তমানে প্রতিদিন তিন শিফটে ১৬০টির বেশি ফ্লাইটে যাতায়াত করেন ৩০ হাজারের বেশি যাত্রী। তাদের চাপ সামাল দিতে ইমিগ্রেশন পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। ৩ শিফটে ৮ ঘণ্টা করে সেবা দিয়ে যাচ্ছে ইমিগ্রেশন পুলিশ। এই সংখ্যা বাড়ানো হলে যাত্রীদের আরও দ্রুত সেবা দেওয়া সম্ভব হবে।

‘জাতীয়’ : আরও খবর

» দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ঘটনার ব্যাখ্যা দিলো ভারত

» ছায়ানটে হামলার ঘটনায় মামলা, আসামী অজ্ঞাত সাড়ে তিনশ

» স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

সম্প্রতি