image

দক্ষিণ সুদানে অপহৃত শান্তিরক্ষী পুলিশ সদস্য উদ্ধার

সংবাদ অনলাইন রিপোর্ট

দক্ষিণ সুদানে অপহৃত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বাংলাদেশ পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, উদ্ধার হওয়া এসআই আশেকুর রহমান সুস্থ রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শান্তিরক্ষী হিসাবে নিয়েজিত এসআই আশেকুর রহমান গত ৬ জুন সন্ধ্যায় স্থানীয় একটি গোষ্ঠী কর্তৃক অপহৃত হয়েছিলেন। সাউথ সুদানের মালাকাল টিম সাইটে নিয়োজিত পুলিশ কম্পোন্যান্টের সাথে নিয়মিত নিরাপত্তা টহলকালে তিনি অপহৃত হন।

পুলিশ সদস্যকে উদ্ধারের কথা বিজ্ঞপ্তিতে জানান হলেও কখন কোথায় কিভাবে তাকে উদ্ধার করা হয়েছে কিংবা কী কারণে তাকে অপহরণ করা হয়েছিল, সে বিষয়ে কিছু বলা হয়নি।

আশেকুর রহমান বর্তমানে সুস্থ আছেন জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ সুদান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ পুলিশের সব শান্তিরক্ষী সুস্থ ও নিরাপদে রয়েছেন।

আফ্রিকার এই দেশটিতে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ২৮ সদস্য বর্তমানে কর্মরত। সেখানে বাংলাদেশের দেড় হাজারের বেশি সেনাসদস্যও রয়েছেন।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি