alt

news » national

এক দশক পর আলোয় বর্জ্য থেকে বিদ্যুৎ

ফয়েজ আহমেদ তুষার : বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩

বর্জ্য দূষিত করছে নদীর পানি ও পরিবেশ। তবে এখন বর্জ্যকে বিকল্প ব্যবস্থায় ব্যবহারের উদ্যোগ নেয়া হয়েছে, তৈরি হবে বিদ্যুৎ। বুড়িগঙ্গার তীরের চিত্র -সোহরাব আলম

এক দশক ধরে আটকে থাকা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। এ ধরনের বিদ্যুৎ উৎপাদনে ঢাকার আমিন বাজারে দেশের প্রথম ইনসিনারেশন প্ল্যান্টের (ভস্মীকরণ কেন্দ্র) ভিত্তিপ্রস্তর স্থাপন হবে আগামী ২০ জুলাই। ২০২৫ সালের অক্টোবর নাগাদ এখান থেকে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ জুলাই এই প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

ঢাকাসহ সারাদেশে দৈনিক প্রায় ২০ হাজার মেট্রিক টনের বেশি বর্জ্য উৎপাদিত হয়। দেশের এই বিপুল বর্জ্যরে সঠিক ব্যবস্থাপনা চ্যালেঞ্জের পাশাপাশি পরিবেশে মারাত্মক হুমকি সৃষ্টি করছে। ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে এক দশক আগে ইতালিয়ান একটি কোম্পানির সঙ্গে চুক্তি হয়। শুরুতে ৪৮ মেগাওয়াট, পর্যায়ক্রমে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার আশা ছিল তখন। তবে নানা জটিলতায় প্রকল্প বাস্তবায়ন হয়নি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আমিন বাজার ল্যান্ডফিলে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ইনসিনারেশন প্ল্যান্ট’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সামনে রেখে বৃহস্পতিবার (১৫ জুন) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ে একটি প্রস্তুতিসভা হয়।

সভায় এলজিআরডিমন্ত্রী তাজুল ইসলাম বলেন, দেশে প্রচুর বর্জ্য হচ্ছে কিন্তু সেগুলো ব্যবহার হচ্ছে না। যে কারণে সরকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের নীতিতে গেছে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে ২০২১ সালে চায়না মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং করপোরেশনের সঙ্গে স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের চুক্তি হয়। ওই চুক্তির আওতায় চীনা ওই কোম্পানিকে আমিন বাজারে ৩০ একর জমি দেয়া হবে।

সেজন্য ৩৩৬ কোটি টাকা ব্যয়ে আমিন বাজারে ৩০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

তাজুল ইসলাম বলেন, চুক্তির আওতায় প্রতিদিন তিন হাজার টন বর্জ্য সরবরাহ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সরকারের এখানে কোন আর্থিক বিনিয়োগ থাকবে না। এই প্ল্যান্টে উৎপাদিত বিদ্যুৎ কিনে নেবে বিদ্যুৎ বিভাগ। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে আমিন বাজারের মতো একই ধরনের উদ্যোগ চট্টগ্রাম, গাজীপুর ও নারায়ণগঞ্জে নেয়া হয়েছে জানিয়ে এলজিআরডিমন্ত্রী বলেন, এগুলো প্রধানমন্ত্রী অনুমোদনও দিয়েছেন।

বর্জ্য থেকে উৎপাদিত বিদ্যুতের ক্রয়মূল্য তুলনামূলক বেশি হবে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সভায় বলেন, ‘আমরা বর্জ্য থেকে তৈরি বিদ্যুৎ নেব। সেই বিদ্যুতের দাম প্রায় ২১ টাকার ওপরে পড়বে। সরকার এখানে একটা সাবসিডি (ভর্তুকি) দেবে।’

দাম একটু বেশি হলেও এতে একদিকে যেমন বিদ্যুৎ উৎপাদন হবে, অন্যদিকে পরিবেশের জন্য হুমকিতে থাকা বর্জ্যরে সঠিক ব্যবস্থাপনা হবে মন্তব্য করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় দিনে সাড়ে তিন হাজার টন মিশ্র বর্জ্য তৈরি হচ্ছে। নির্মাণসামগ্রী, হিউম্যান ও অ্যানিম্যাল বডি বাদ দিয়ে অন্যান্য বর্জ্য প্ল্যান্টে সরবরাহ করা হবে।’

তিনি বলেন, ‘চীনের কোম্পানির সঙ্গে আমাদের চুক্তি হয়েছে, প্রতিদিন তাদের তিন হাজার টন বর্জ্য সরবরাহ করা হবে। সিটি করপোরেশন এই পরিমাণ বর্জ্য সরবরাহ করতে না পারলে প্রতিদিন তিন হাজার ডলার জরিমানা দিতে হবে। একই ভাবে চীনের কোম্পানি নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করতে না পারলে তারাও তিন হাজার ডলার জরিমানা দেবে।’

এক দশক আগে ইতালিয়ান কোম্পানির সঙ্গে চুক্তির বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা বৃহস্পতিবার সংবাদকে বলেন, ‘ইতালির কোম্পানি ম্যানেজমেন্ট এনভায়রনমেন্ট ফিন্যান্স এসআরএলের সঙ্গে চুক্তি করেছিল এলজিআরডি। এটা ২০১৩ সালে। ঢাকার বর্জ্য দিয়ে দৈনিক ৪৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার কথা ছিল কোম্পানিটির। পর্যায়ক্রমে তা বাড়িয়ে ১০০ মেগাওয়াট করার পরিকল্পনাও ছিল।’

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে গত এক দশকে এলজিআরডি আর বিদ্যুৎ মন্ত্রণালয়ের মধ্যে অনেক চিঠি চালাচালি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক বৈঠক হয়েছে, সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আবার পরে বাতিলও হয়েছে। তবে প্রকল্প গ্রহণ আটকেই ছিল।’

এদিকে এলজিআরডি মন্ত্রণালয় সূত্র জানায়, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে চুক্তি করা ইতালিয়ান কোম্পানিটি নিজেদের দেউলিয়া ঘোষণা করায় প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব হয়নি।

দেরিতে হলেও প্রকল্পটি শুরু হতে যাওয়ায় সন্তোষ প্রকাশ করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সভায় বলেন, ‘বিদ্যুৎ বিভাগ থেকে বহুবার, গত প্রায় ১০-১১ বছর যাবত চেষ্টা হচ্ছিল। স্থানীয় সরকারের উদ্যোগ ও সহযোগিতার কারণে আজকে এটা সম্ভব হচ্ছে।’

তিনি বলেন, ‘কেবলমাত্র ঢাকা শহরের উত্তর না, আমরা চেষ্টা করছি ঢাকার দক্ষিণ অঞ্চলে করার। ইতোমধ্যে ময়মনসিংহ, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জে প্রায় ৪ বছর আগে দেয়া হয়েছে; কোভিডের কারণে সেখানকার ঠিকাদার এখনও জায়গা বুঝে নিয়েছেন কিন্তু কাজ শুরু করতে পারেননি।’

নসরুল হামিদ বিপু বলেন, ‘আমরা চেষ্টা করছি, ঢাকার আশপাশে বিশেষ করে সাভার, কেরানীগঞ্জ, দোহার অঞ্চলগুলো প্রথম বর্জ্যরে ব্যবস্থা নেয়া। তার সঙ্গে সঙ্গে ঢাকার বাইরে খুলনা, যশোর, রাজশাহী, চট্টগ্রাম, রংপুরে ব্যবস্থা নেয়া হচ্ছে। স্থানীয় সরকার তার উদ্যোগ নিয়েছে।’

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘দেরিতে হলেও আমি মনে করি, শুরু হয়েছে এখন। ধীরে ধীরে সেগুলো সম্পন্ন করতে পারব। আগামী ১৮ মাস আমরা সময় রেখেছি। প্রায় ২৪ মাসের মধ্যে আমরা আশা করছি যে, এটা হলে আমরা অন্তত কিছুটা বিদ্যুৎ পাব। ঢাকা উত্তরের পরিবেশ সুন্দর হবে’।

শহরের বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব থাকে সিটি করপোরেশনের ওপর। তবে বিদ্যুৎ বিভাগ ও সিটি করপোরেশন চাইলেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে পারে না। কারণ, সিটি করপোরেশন, পৌরসভাগুলো এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে।

এলজিআরডি মন্ত্রণালয় সূত্র জানায়, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামসহ সব সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে অনেক বার বৈঠক করা হয়েছে। সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এসব বৈঠকে উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে সব সিটিতেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

ছবি

ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১২৭

ছবি

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের জামিন নাকচ

ছবি

এস আলম গ্রুপের কর্ণধারের দুই ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন

ছবি

সংসদ নির্বাচন: অক্টোবরের মধ্যে ১০ লাখ ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল প্রস্তুত করতে চায় ইসি

ছবি

ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন

ছবি

চিকিৎসার জন্য নুরকে বিদেশ পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

ছবি

‘নির্বাচন বানচালের সর্বোচ্চ চেষ্টা হবে’, সতর্ক করলেন ইউনূস

ছবি

তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ হাইকোর্টের

ছবি

অভ্যুত্থান দমনে মামলা দেড় হাজারের বেশি, অভিযোগপত্র জমা পড়েছে ৩৪টিতে

ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিবারের বিরুদ্ধে পূর্বাচল প্লট জালিয়াতির তিন মামলায় তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

ছবি

শিগগিরই পাবলিক বিশ্ববিদ্যালয়ের অস্থিরতা সমাধান হবে আশা শিক্ষা উপদেষ্টার

ছবি

বিচার বিভাগের নিয়ন্ত্রণ ফের সুপ্রিম কোর্টের হাতে

ছবি

ট্রাইব্যুনালে ‘দায় স্বীকার’ করে ‘ক্ষমা চাইলেন’ রাজসাক্ষী সাবেক আইজি মামুন

ছবি

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: রিটকারী ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকিদাতাকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

ছবি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নাজমুল করিম প্রত্যাহার

ছবি

জরুরি অবস্থা জারির আলোচনা ‘স্রেফ গুজব’: আসিফ নজরুল

ছবি

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

ছবি

মঙ্গলবার আরও সাত দলের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা

স্বাধীনতার ৫৪ বছরেও সংস্কারের গ্রহণযোগ্য পদ্ধতি নেই: রেহমান সোবহান

ছবি

জনগণের নিরাপত্তায় সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে: সেনাপ্রধান

জরুরি অবস্থা নিয়ে গুজব উড়িয়ে দিলেন আইন উপদেষ্টা

ছবি

ডাকসু নির্বাচন স্থগিত করলো হাই কোর্ট

ছবি

সাংবাদিক পরিচয় দিয়েও পুলিশ গুলি চালায়: ট্রাইব্যুনালে মোহিদ

ছবি

সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন শার্জ দ্য অ্যাফেয়ার্স

ছবি

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

ছবি

অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে, প্রশ্ন তুললেন দেবপ্রিয় ভট্টাচার্য

ছবি

নির্বাচনের বিকল্প জাতির জন্য গভীর বিপজ্জনক : প্রধান উপদেষ্টা

ছবি

হাইকোর্ট বিভাগের ৬৫ বেঞ্চ পুনর্গঠন

ছবি

জাতীয় পার্টি কার্যালয়ে হামলার আগে পদক্ষেপ নিতে হতো:  স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি

দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ছাড়িয়েছে

ছবি

তদন্তের মধ্যে হাই কোর্টের বিচারপতি আক্তারুজ্জামানের পদত্যাগ

ছবি

নূরকে রাষ্ট্রপতির ফোন, বিদেশে চিকিৎসার আশ্বাস

ছবি

নির্বাচন ও সমসাময়িক ইস্যু: ৩ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক রোববার

ছবি

আগামী সরকার মানবতাবিরোধী অপরাধের বিচার করবে কি না, সেই আশঙ্কায় তাড়াহুড়ো: চিফ প্রসিকিউটর

ছবি

কাকরাইলে রাজনৈতিক দলের সংঘর্ষে সহিংসতা, আইএসপিআরের ব্যাখ্যা

ছবি

ইসির রোডম্যাপ: রাজনৈতিক দলগুলোর মিশ্র প্রতিক্রিয়া

tab

news » national

এক দশক পর আলোয় বর্জ্য থেকে বিদ্যুৎ

ফয়েজ আহমেদ তুষার

বর্জ্য দূষিত করছে নদীর পানি ও পরিবেশ। তবে এখন বর্জ্যকে বিকল্প ব্যবস্থায় ব্যবহারের উদ্যোগ নেয়া হয়েছে, তৈরি হবে বিদ্যুৎ। বুড়িগঙ্গার তীরের চিত্র -সোহরাব আলম

বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩

এক দশক ধরে আটকে থাকা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। এ ধরনের বিদ্যুৎ উৎপাদনে ঢাকার আমিন বাজারে দেশের প্রথম ইনসিনারেশন প্ল্যান্টের (ভস্মীকরণ কেন্দ্র) ভিত্তিপ্রস্তর স্থাপন হবে আগামী ২০ জুলাই। ২০২৫ সালের অক্টোবর নাগাদ এখান থেকে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ জুলাই এই প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

ঢাকাসহ সারাদেশে দৈনিক প্রায় ২০ হাজার মেট্রিক টনের বেশি বর্জ্য উৎপাদিত হয়। দেশের এই বিপুল বর্জ্যরে সঠিক ব্যবস্থাপনা চ্যালেঞ্জের পাশাপাশি পরিবেশে মারাত্মক হুমকি সৃষ্টি করছে। ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে এক দশক আগে ইতালিয়ান একটি কোম্পানির সঙ্গে চুক্তি হয়। শুরুতে ৪৮ মেগাওয়াট, পর্যায়ক্রমে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার আশা ছিল তখন। তবে নানা জটিলতায় প্রকল্প বাস্তবায়ন হয়নি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আমিন বাজার ল্যান্ডফিলে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ইনসিনারেশন প্ল্যান্ট’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সামনে রেখে বৃহস্পতিবার (১৫ জুন) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ে একটি প্রস্তুতিসভা হয়।

সভায় এলজিআরডিমন্ত্রী তাজুল ইসলাম বলেন, দেশে প্রচুর বর্জ্য হচ্ছে কিন্তু সেগুলো ব্যবহার হচ্ছে না। যে কারণে সরকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের নীতিতে গেছে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে ২০২১ সালে চায়না মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং করপোরেশনের সঙ্গে স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের চুক্তি হয়। ওই চুক্তির আওতায় চীনা ওই কোম্পানিকে আমিন বাজারে ৩০ একর জমি দেয়া হবে।

সেজন্য ৩৩৬ কোটি টাকা ব্যয়ে আমিন বাজারে ৩০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

তাজুল ইসলাম বলেন, চুক্তির আওতায় প্রতিদিন তিন হাজার টন বর্জ্য সরবরাহ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সরকারের এখানে কোন আর্থিক বিনিয়োগ থাকবে না। এই প্ল্যান্টে উৎপাদিত বিদ্যুৎ কিনে নেবে বিদ্যুৎ বিভাগ। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে আমিন বাজারের মতো একই ধরনের উদ্যোগ চট্টগ্রাম, গাজীপুর ও নারায়ণগঞ্জে নেয়া হয়েছে জানিয়ে এলজিআরডিমন্ত্রী বলেন, এগুলো প্রধানমন্ত্রী অনুমোদনও দিয়েছেন।

বর্জ্য থেকে উৎপাদিত বিদ্যুতের ক্রয়মূল্য তুলনামূলক বেশি হবে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সভায় বলেন, ‘আমরা বর্জ্য থেকে তৈরি বিদ্যুৎ নেব। সেই বিদ্যুতের দাম প্রায় ২১ টাকার ওপরে পড়বে। সরকার এখানে একটা সাবসিডি (ভর্তুকি) দেবে।’

দাম একটু বেশি হলেও এতে একদিকে যেমন বিদ্যুৎ উৎপাদন হবে, অন্যদিকে পরিবেশের জন্য হুমকিতে থাকা বর্জ্যরে সঠিক ব্যবস্থাপনা হবে মন্তব্য করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় দিনে সাড়ে তিন হাজার টন মিশ্র বর্জ্য তৈরি হচ্ছে। নির্মাণসামগ্রী, হিউম্যান ও অ্যানিম্যাল বডি বাদ দিয়ে অন্যান্য বর্জ্য প্ল্যান্টে সরবরাহ করা হবে।’

তিনি বলেন, ‘চীনের কোম্পানির সঙ্গে আমাদের চুক্তি হয়েছে, প্রতিদিন তাদের তিন হাজার টন বর্জ্য সরবরাহ করা হবে। সিটি করপোরেশন এই পরিমাণ বর্জ্য সরবরাহ করতে না পারলে প্রতিদিন তিন হাজার ডলার জরিমানা দিতে হবে। একই ভাবে চীনের কোম্পানি নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করতে না পারলে তারাও তিন হাজার ডলার জরিমানা দেবে।’

এক দশক আগে ইতালিয়ান কোম্পানির সঙ্গে চুক্তির বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা বৃহস্পতিবার সংবাদকে বলেন, ‘ইতালির কোম্পানি ম্যানেজমেন্ট এনভায়রনমেন্ট ফিন্যান্স এসআরএলের সঙ্গে চুক্তি করেছিল এলজিআরডি। এটা ২০১৩ সালে। ঢাকার বর্জ্য দিয়ে দৈনিক ৪৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার কথা ছিল কোম্পানিটির। পর্যায়ক্রমে তা বাড়িয়ে ১০০ মেগাওয়াট করার পরিকল্পনাও ছিল।’

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে গত এক দশকে এলজিআরডি আর বিদ্যুৎ মন্ত্রণালয়ের মধ্যে অনেক চিঠি চালাচালি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক বৈঠক হয়েছে, সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আবার পরে বাতিলও হয়েছে। তবে প্রকল্প গ্রহণ আটকেই ছিল।’

এদিকে এলজিআরডি মন্ত্রণালয় সূত্র জানায়, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে চুক্তি করা ইতালিয়ান কোম্পানিটি নিজেদের দেউলিয়া ঘোষণা করায় প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব হয়নি।

দেরিতে হলেও প্রকল্পটি শুরু হতে যাওয়ায় সন্তোষ প্রকাশ করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সভায় বলেন, ‘বিদ্যুৎ বিভাগ থেকে বহুবার, গত প্রায় ১০-১১ বছর যাবত চেষ্টা হচ্ছিল। স্থানীয় সরকারের উদ্যোগ ও সহযোগিতার কারণে আজকে এটা সম্ভব হচ্ছে।’

তিনি বলেন, ‘কেবলমাত্র ঢাকা শহরের উত্তর না, আমরা চেষ্টা করছি ঢাকার দক্ষিণ অঞ্চলে করার। ইতোমধ্যে ময়মনসিংহ, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জে প্রায় ৪ বছর আগে দেয়া হয়েছে; কোভিডের কারণে সেখানকার ঠিকাদার এখনও জায়গা বুঝে নিয়েছেন কিন্তু কাজ শুরু করতে পারেননি।’

নসরুল হামিদ বিপু বলেন, ‘আমরা চেষ্টা করছি, ঢাকার আশপাশে বিশেষ করে সাভার, কেরানীগঞ্জ, দোহার অঞ্চলগুলো প্রথম বর্জ্যরে ব্যবস্থা নেয়া। তার সঙ্গে সঙ্গে ঢাকার বাইরে খুলনা, যশোর, রাজশাহী, চট্টগ্রাম, রংপুরে ব্যবস্থা নেয়া হচ্ছে। স্থানীয় সরকার তার উদ্যোগ নিয়েছে।’

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘দেরিতে হলেও আমি মনে করি, শুরু হয়েছে এখন। ধীরে ধীরে সেগুলো সম্পন্ন করতে পারব। আগামী ১৮ মাস আমরা সময় রেখেছি। প্রায় ২৪ মাসের মধ্যে আমরা আশা করছি যে, এটা হলে আমরা অন্তত কিছুটা বিদ্যুৎ পাব। ঢাকা উত্তরের পরিবেশ সুন্দর হবে’।

শহরের বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব থাকে সিটি করপোরেশনের ওপর। তবে বিদ্যুৎ বিভাগ ও সিটি করপোরেশন চাইলেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে পারে না। কারণ, সিটি করপোরেশন, পৌরসভাগুলো এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে।

এলজিআরডি মন্ত্রণালয় সূত্র জানায়, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামসহ সব সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে অনেক বার বৈঠক করা হয়েছে। সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এসব বৈঠকে উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে সব সিটিতেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

back to top