দৈনিক সংবাদের অফিস সহকারি অজয় চন্দ্র(৫৩)পাল পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী এক কণ্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন। তিনি ছিলেন পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা গ্রামের বাসিন্দা।
তার কণ্যা অর্পা পাল জানায়, তার পিতা কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন, তিনি পলাশ স্বাস্থকমপ্লেক্সে চিকিৎসাও নিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতের খাবার শেষে ১২ টার দিকে ঘুমাতে যান। আজ সকালে তার স্ত্রী শিল্পী বাড়ির পাশে মন্দিরে জগন্নাথদেবের পুজা উপলক্ষে কাজে চলে যায়। একটু পরে অজয়ের কণ্যা অর্পা তার বাবাকে ডাক দিলে দেখে তার শরীর নিথর হয়ে আছে।
অজয় পাল দীর্ঘদিন যাবৎ সংবাদে কাজ করছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
দৈনিক সংবাদের উপব্যবস্থাপনা পরিচালক ব্যরিস্টার নিহাদ কবির আজ প্রয়াত অজয় পালের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। এ সময় সংবাদের হিসাব কর্মকর্তা বিধান দত্ত উপস্থিত ছিলেন।
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
দৈনিক সংবাদের অফিস সহকারি অজয় চন্দ্র(৫৩)পাল পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী এক কণ্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন। তিনি ছিলেন পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা গ্রামের বাসিন্দা।
তার কণ্যা অর্পা পাল জানায়, তার পিতা কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন, তিনি পলাশ স্বাস্থকমপ্লেক্সে চিকিৎসাও নিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতের খাবার শেষে ১২ টার দিকে ঘুমাতে যান। আজ সকালে তার স্ত্রী শিল্পী বাড়ির পাশে মন্দিরে জগন্নাথদেবের পুজা উপলক্ষে কাজে চলে যায়। একটু পরে অজয়ের কণ্যা অর্পা তার বাবাকে ডাক দিলে দেখে তার শরীর নিথর হয়ে আছে।
অজয় পাল দীর্ঘদিন যাবৎ সংবাদে কাজ করছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
দৈনিক সংবাদের উপব্যবস্থাপনা পরিচালক ব্যরিস্টার নিহাদ কবির আজ প্রয়াত অজয় পালের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। এ সময় সংবাদের হিসাব কর্মকর্তা বিধান দত্ত উপস্থিত ছিলেন।