ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হকসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। অবরোধ কর্মসূচির তৃতীয় ও শেষ দিনে আজ বৃহস্পতিবার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের গ্রেপ্তার করে বলে এক বিবৃতিতে অভিযোগ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এই গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন রুহুল কবির রিজভী। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা আমিনুল হকসহ গ্রেপ্তার সব নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তির দাবি করেন।
বিবৃতিতে অভিযোগ করে বলা হয়েছে, আজ ভোরে ঢাকার গুলশান এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হকসহ চারজনকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের সময় যাত্রাবাড়ী থেকে আর্টিস্ট ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সঞ্জয় দে এবং ঢাকা মহানগর বিএনপি নেতা শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কবজায় নিয়ে সারা দেশকেই কারাগার বানিয়ে ফেলেছে আওয়ামী লীগ সরকার অভিযোগ করে রুহুল কবির বলেন, নেতা-কর্মীদের গণহারে গ্রেপ্তার এবং তাঁদের ওপর ভয়াবহ জুলুম-নির্যাতনের কারণে দেশে চরম অস্থিরতা ও ভীতিকর অবস্থা বিরাজ করছে। সরকার গণতান্ত্রিক সব আচার-আচরণ ধ্বংস করে এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার শাসন বলবৎ রেখেছে।
বিএনপিসহ বিরোধীদলগুলোর সভা, সমাবেশ, মিছিলের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ তুলেছে বিএনপি। রুহুল কবির বলেন, অবিলম্বে পদত্যাগ করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারব্যবস্থা কার্যকর না করলে জনগণের কাঠগড়ায় দাঁড়ানো ছাড়া সরকারের গত্যন্তর নেই।
বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হকসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। অবরোধ কর্মসূচির তৃতীয় ও শেষ দিনে আজ বৃহস্পতিবার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের গ্রেপ্তার করে বলে এক বিবৃতিতে অভিযোগ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এই গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন রুহুল কবির রিজভী। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা আমিনুল হকসহ গ্রেপ্তার সব নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তির দাবি করেন।
বিবৃতিতে অভিযোগ করে বলা হয়েছে, আজ ভোরে ঢাকার গুলশান এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হকসহ চারজনকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের সময় যাত্রাবাড়ী থেকে আর্টিস্ট ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সঞ্জয় দে এবং ঢাকা মহানগর বিএনপি নেতা শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কবজায় নিয়ে সারা দেশকেই কারাগার বানিয়ে ফেলেছে আওয়ামী লীগ সরকার অভিযোগ করে রুহুল কবির বলেন, নেতা-কর্মীদের গণহারে গ্রেপ্তার এবং তাঁদের ওপর ভয়াবহ জুলুম-নির্যাতনের কারণে দেশে চরম অস্থিরতা ও ভীতিকর অবস্থা বিরাজ করছে। সরকার গণতান্ত্রিক সব আচার-আচরণ ধ্বংস করে এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার শাসন বলবৎ রেখেছে।
বিএনপিসহ বিরোধীদলগুলোর সভা, সমাবেশ, মিছিলের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ তুলেছে বিএনপি। রুহুল কবির বলেন, অবিলম্বে পদত্যাগ করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারব্যবস্থা কার্যকর না করলে জনগণের কাঠগড়ায় দাঁড়ানো ছাড়া সরকারের গত্যন্তর নেই।