alt

প্রার্থিতা বহাল-বাতিল

ইসিতে মোট আপিল ৫৬১টি, সিদ্ধান্ত ১৫ তারিখের মধ্যে

সংবাদ অনলাইন রিপোর্ট : শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাইয়ে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) ৫৬১টি আপিল জমা পড়েছে। এর মধ্যে, অধিকাংশ আবেদন এসেছে প্রার্থিতা ফিরে পেতে। অল্প কিছু আবেদন জমা পড়েছে বৈধ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করার জন্য।

বিএনপি ছেড়ে আওয়ামী লীগ থেকে প্রার্থী হওয়া ঝালকাঠি-১ আসনের আলোচিত প্রার্থী শাহজাহান ওমরের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে ইসিতে আপিল জমা পড়েছে। ওই আসনে স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামানের পক্ষে মো. জাকির নামের স্থানীয় একজন ভোটার শনিবার (৯ ডিসেম্বর) ইসিতে আপিল করেন। আপিলে তার বিরুদ্ধে হলফনামায় মামলাসংক্রান্ত তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে।

বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনের স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন শাম্মী আহমেদ। শনিবার দুপুরে শাম্মী আহম্মেদের পক্ষে তার আইনজীবী এই আপিল করেন। এতে পংকজের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ আনা হয়।

শাম্মী আহমেদ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক। তিনি বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান। তবে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকায় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের বিরুদ্ধে তার মনোনয়নপত্র বাতিল করেন। শাম্মী আহমেদ রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধেও ইসিতে আপিল করেন।

এর আগে বরিশাল-৫ আসনে নৌকার মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে ইসিতে আপিল করেন আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুকের মনোনয়নপত্রের সমর্থনকারী কে বি এস আহমেদ। সাদিক আবদুল্লাহর বিরুদ্ধেও হলফনামায় সম্পদ বিবরণীতে অসত্য দেয়ার অভিযোগ আনা হয়।

ইসি সূত্রে জানা যায়, ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী শামীম হকের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে ইসিতে আপিল করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ। তিনি অভিযোগ করেন, নৌকার প্রার্থী শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক।

কিশোরগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী ও দলটির মহাসচিব মুজিবুল হকের প্রার্থিতার বিরুদ্ধে ইসিতে আপিল করেন নাসিরুল হক খান। তিনি ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী। বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল হয়। এর আগে নিজের প্রার্থিতা ফিরে পেতেও ইসিতে আপিল করেন নাসিরুল হক খান।

সিলেট-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমানের মনোনয়নের বৈধতার বিরুদ্ধে আপিল করেন আতিকুর রহমান নামের এক ব্যক্তি।

কুমিল্লা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুনের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল করেছেন স্বতন্ত্র প্রার্থী বশির আহমদ। কুমিল্লা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধেও ইসিতে এক ব্যক্তি আপিল করেন।

সংসদীয় তিনশ’ আসনে জমা পড়া ২ হাজার ৭১৬টি মনোনয়নপত্রের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা ৭৩১টি মনোনয়নপত্র বাতিল করেন। বাতিল হওয়া মনোনয়নপত্রের বৈধতা পেতে সাড়ে পাঁচশটির মতো আবেদন জমা পড়ে। বাকিগুলো জমা পড়ে বৈধ ঘোষিত প্রার্থীকে অবৈধ ঘোষণার দাবিতে।

বাদপড়াদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ছিলেন ৪২৩ জন, যাদের প্রায় সবাই আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে ‘দল নিরপেক্ষ’ প্রার্থী হতে চেয়েছিলেন। দলীয় প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি ৩৭ জন বাদ পড়েছেন বাংলাদেশ কংগ্রেসের। জাতীয় পার্টির ৩০ জন এবং তৃণমূল বিএনপির বাদ পড়েছেন ২৪ জন।

ক্ষমতাসীন আওয়ামী লীগের চার জন প্রার্থীর এবং গত নির্বাচনে নৌকা নিয়ে লড়াই করা বিকল্প ধারার দুই জন প্রার্থীর মনোনয়নপত্রও বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা।

বিএনপি-জামায়াতের ভোট বর্জনের মধ্যে আওয়ামী লীগের কয়েকশ নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জম দেন। তবে এক শতাংশ ভোটারের আগাম সমর্থনের প্রমাণ দিতে না পারার ঘটনায় তাদের বড় অংশ বাদ পড়ে যান।

রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্ত দৃশ্যত মেনে নেন ১৮১টি আসনের নেতারা। এদের মধ্যে কয়জন দলীয় এবং কয়জন স্বতন্ত্র তা প্রকাশ পায়নি এখনও। একইভাবে যারা আপিল করেছেন, তাদের মধ্যে কয়জন স্বতন্ত্র আর কয়জন দলীয় প্রার্থী, সেটিও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রিটার্নিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ ছিল ৫ থেকে ৯ ডিসেম্বর। এই আপিলে কেবল প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন করা যায়- এমন নয়, বৈধ ঘোষিত প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের আবেদনও করা যায়।

শনিবার আপিলের শেষ দিনে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, ‘১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি করে সিদ্ধান্ত দেবে কমিশন।’

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুকে তলব করার বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘ঝালকাঠি-২ আসনের একজন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে রিটার্নিং অফিসার প্রতিবেদন দিয়েছেন। সেই ভিত্তিতে তাকে (আমু) আগামী ১৫ ডিসেম্বর বিকেল ৩টায় সশরীরে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।’

আজ বিএনপির মানবন্ধন কর্মসূচির অনুমতির বিষয়ে নির্বাচন কমিশনের করণীয় আছে কিনাÑ এই প্রশ্নে ইসি সচিব বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম দেখভাল করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী পদক্ষেপ গ্রহণ করেছে তা সেখান থেকেই গণমাধ্যমকে জানতে হবে।’

আগামী ২৯ ডিসেম্বর হেফাজতে ইসলামের সমাবেশের ডাক নিয়ে জাহাংগীর বলেন, ‘বিষয়টি আমার পত্রিকার মাধ্যমে জেনেছি। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করব। তারা এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে। কমিশন যদি মনে কোনো সাজেশন দেয়ার প্রয়োজন আছে, তাহলে সেটা করবে।’

যেসব রাজনৈতিক দল বা সংগঠন নির্বাচনের বাইরে আছে, তারা যদি সভা সমাবেশ করে তাহলে সেটি দেখা নির্বাচন কমিশনের এখতিয়ারে পড়ে কিনা, এই প্রশ্নে ইসি সচিব বলেন, ‘নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী যে কোনো কার্যক্রম অবশ্যই নির্বাচন পরিপন্থী হিসেবে গণ্য হবে। সেক্ষেত্রে যে প্রচলিত বিধিবিধান ও আইন আছে, তা সবার জন্য প্রযোজ্য হবে।’

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহরের পরদিন ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। এরপর থেকে প্রার্থীরা প্রচার শুরু করতে পারবেন, যা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ব্যালটে ভোট হবে আগামী ৭ জানুয়ারি।

ছবি

রাজনীতিতে আসছি সেবা করতে, ব্যবসা করতে না: মাসুদুজ্জামান

ছবি

পিআরের বিষয়টি আগামী সংসদের ওপর ছেড়ে দেয়া উচিত: ফখরুল

ছবি

আওয়ামী লীগ নেতা আহসানের ‘মুক্তিতে বাধা নেই’

ছবি

আমরা উচ্চ কক্ষে পিআরের পক্ষে, নিম্ন কক্ষে নই: সারজিস

ছবি

আগামী মাসেই গণভোটের দাবি জামায়াতে ইসলামী, নির্বাচন কমিশনের সঙ্গে তিন ঘণ্টার বৈঠক

ছবি

নির্বাচন: ১০০ আসনে এবি পার্টির প্রার্থী চূড়ান্ত

ছবি

ক্ষোভ ঝাড়তে গিয়ে যে উপমা ব্যবহার করেছি, সেটা করা উচিত হয়নি: ফেসবুক পোস্টে সারজিস

ছবি

পিআরের দাবিতে আন্দোলন: নির্বাচন ‘বিলম্বিত করার ষড়যন্ত্র’ দেখছেন ফখরুল

পঞ্চগড়ে এনসিপির কর্মসূচিতে বিদ্যুৎ–বিভ্রাট, নেসকোর কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি সারজিসের

ছবি

ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, তবে সমতার ভিত্তিতে: ফখরুল

ছবি

জামালপুরে এলডিবি মনোনীত সদর আসনে এমপি প্রার্থী মুহাম্মদ মাসুদ হোসাইনের গণসংযোগ শুরু

ছবি

বিচার না হলে বাহিনী জনগণের প্রতিষ্ঠান হবে না: এনসিপি নেতা আখতার হোসেন

ছবি

শাপলা প্রতীক নিয়ে বিতর্কের মধ্যে রংপুর-৬ আসনে এনসিপির হয়ে প্রচারণায় তাকিয়া জাহান চৌধুরী

ছবি

তারেক রহমানের নেতৃত্বে বহুমূখী কর্মসংস্থানের সৃষ্টি হবে: কর্নেল আজাদ

ছবি

আদর্শ সমাজ গঠনে কাজ করছে জামায়াত

ছবি

কাকরাইলে জাতীয় পার্টির কর্মী সমাবেশে পুলিশ-নেতাকর্মীদের সংঘর্ষ

ছবি

বঙ্গবন্ধুর ছবি নিয়ে মতামত চাওয়ায় ‘অশুভ উদ্দেশ্য’ দেখছে জাসদ

ছবি

গণভোটে পিআর পদ্ধতির প্রস্তাব অন্তর্ভুক্ত করার দাবি জামায়াতের

ছবি

আমলাতন্ত্রকে একটি দলের ‘পকেটে নেয়ার’ চেষ্টা হচ্ছে: ফখরুল

ছবি

মির্জা ফখরুলের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ছবি

ধানের শীষ নিয়ে অযথা টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলের

ছবি

মানবতাবিরোধী অপরাধে জড়িত সেনা কর্মকর্তাদের বিচারের আওতায় আন‌তে হ‌বে: নাহিদ ইসলাম

শাকসু: কেন্দ্রীয় সংসদে ২৩, হল সংসদে ৯ পদ রেখে গঠনতন্ত্র চূড়ান্ত

ছবি

মান্না বগুড়ায়, সাকি বি.বাড়িয়ায়, সাইফুল হক লড়বেন ঢাকায়

‘শাপলা’ দিতে হবে নয়তো ‘ধানের শীষ’, ‘সোনালি আঁশ’ বাদ দিতে হবে: এনসিপি

ছবি

শাপলা প্রতীক না দি‌লে ধান ও সোনালি আঁশ বাদ দিতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি

সিলেট-১ আসন: দোয়া’র মধ্যদিয়ে ধানের শীষ প্রচারণায় খন্দকার মুক্তাদির

ছবি

নভেম্বরে গণভোট আয়োজনে অনড় জামায়াত

ছবি

জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব কেন, প্রশ্ন জামায়াত নেতা তাহেরের

ছবি

৩১ দফা না জুলাই সনদ, ক্ষমতায় এলে অগ্রাধিকার কোনটি, জানালেন তারেক

ছবি

একটি ‘বিশ্বমোড়ল’সহ তিনটি শক্তি বাংলাদেশে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে: সালাহউদ্দিন

ছবি

সংসদ নির্বাচনকে ভিন্ন খাতে নেয়ার ‘গভীর ষড়যন্ত্র’ চলছে: মির্জা ফখরুল

ছবি

প্রতীক নিচ্ছে না এনসিপি, ইসির সংরক্ষিত তালিকায় ‘শাপলা’ যুক্ত করার দাবি

ছবি

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের চাকরি জাতীয়করণে কমিশন গঠন করবে: তারেক রহমান

সারজিস আলম: কিছু উপদেষ্টা দায়িত্ব এড়িয়ে নির্বাচনের মাধ্যমে এক্সিট নিতে চায়

ছবি

নারী ভোটার বেড়েছে, ত্রয়োদশ জাতীয় নির্বাচন ‘জেন্ডার ফ্রেন্ডলি’ করার আকাঙ্ক্ষা সিইসির

tab

প্রার্থিতা বহাল-বাতিল

ইসিতে মোট আপিল ৫৬১টি, সিদ্ধান্ত ১৫ তারিখের মধ্যে

সংবাদ অনলাইন রিপোর্ট

শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাইয়ে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) ৫৬১টি আপিল জমা পড়েছে। এর মধ্যে, অধিকাংশ আবেদন এসেছে প্রার্থিতা ফিরে পেতে। অল্প কিছু আবেদন জমা পড়েছে বৈধ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করার জন্য।

বিএনপি ছেড়ে আওয়ামী লীগ থেকে প্রার্থী হওয়া ঝালকাঠি-১ আসনের আলোচিত প্রার্থী শাহজাহান ওমরের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে ইসিতে আপিল জমা পড়েছে। ওই আসনে স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামানের পক্ষে মো. জাকির নামের স্থানীয় একজন ভোটার শনিবার (৯ ডিসেম্বর) ইসিতে আপিল করেন। আপিলে তার বিরুদ্ধে হলফনামায় মামলাসংক্রান্ত তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে।

বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনের স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন শাম্মী আহমেদ। শনিবার দুপুরে শাম্মী আহম্মেদের পক্ষে তার আইনজীবী এই আপিল করেন। এতে পংকজের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ আনা হয়।

শাম্মী আহমেদ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক। তিনি বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান। তবে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকায় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের বিরুদ্ধে তার মনোনয়নপত্র বাতিল করেন। শাম্মী আহমেদ রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধেও ইসিতে আপিল করেন।

এর আগে বরিশাল-৫ আসনে নৌকার মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে ইসিতে আপিল করেন আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুকের মনোনয়নপত্রের সমর্থনকারী কে বি এস আহমেদ। সাদিক আবদুল্লাহর বিরুদ্ধেও হলফনামায় সম্পদ বিবরণীতে অসত্য দেয়ার অভিযোগ আনা হয়।

ইসি সূত্রে জানা যায়, ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী শামীম হকের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে ইসিতে আপিল করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ। তিনি অভিযোগ করেন, নৌকার প্রার্থী শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক।

কিশোরগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী ও দলটির মহাসচিব মুজিবুল হকের প্রার্থিতার বিরুদ্ধে ইসিতে আপিল করেন নাসিরুল হক খান। তিনি ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী। বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল হয়। এর আগে নিজের প্রার্থিতা ফিরে পেতেও ইসিতে আপিল করেন নাসিরুল হক খান।

সিলেট-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমানের মনোনয়নের বৈধতার বিরুদ্ধে আপিল করেন আতিকুর রহমান নামের এক ব্যক্তি।

কুমিল্লা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুনের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল করেছেন স্বতন্ত্র প্রার্থী বশির আহমদ। কুমিল্লা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধেও ইসিতে এক ব্যক্তি আপিল করেন।

সংসদীয় তিনশ’ আসনে জমা পড়া ২ হাজার ৭১৬টি মনোনয়নপত্রের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা ৭৩১টি মনোনয়নপত্র বাতিল করেন। বাতিল হওয়া মনোনয়নপত্রের বৈধতা পেতে সাড়ে পাঁচশটির মতো আবেদন জমা পড়ে। বাকিগুলো জমা পড়ে বৈধ ঘোষিত প্রার্থীকে অবৈধ ঘোষণার দাবিতে।

বাদপড়াদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ছিলেন ৪২৩ জন, যাদের প্রায় সবাই আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে ‘দল নিরপেক্ষ’ প্রার্থী হতে চেয়েছিলেন। দলীয় প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি ৩৭ জন বাদ পড়েছেন বাংলাদেশ কংগ্রেসের। জাতীয় পার্টির ৩০ জন এবং তৃণমূল বিএনপির বাদ পড়েছেন ২৪ জন।

ক্ষমতাসীন আওয়ামী লীগের চার জন প্রার্থীর এবং গত নির্বাচনে নৌকা নিয়ে লড়াই করা বিকল্প ধারার দুই জন প্রার্থীর মনোনয়নপত্রও বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা।

বিএনপি-জামায়াতের ভোট বর্জনের মধ্যে আওয়ামী লীগের কয়েকশ নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জম দেন। তবে এক শতাংশ ভোটারের আগাম সমর্থনের প্রমাণ দিতে না পারার ঘটনায় তাদের বড় অংশ বাদ পড়ে যান।

রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্ত দৃশ্যত মেনে নেন ১৮১টি আসনের নেতারা। এদের মধ্যে কয়জন দলীয় এবং কয়জন স্বতন্ত্র তা প্রকাশ পায়নি এখনও। একইভাবে যারা আপিল করেছেন, তাদের মধ্যে কয়জন স্বতন্ত্র আর কয়জন দলীয় প্রার্থী, সেটিও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রিটার্নিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ ছিল ৫ থেকে ৯ ডিসেম্বর। এই আপিলে কেবল প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন করা যায়- এমন নয়, বৈধ ঘোষিত প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের আবেদনও করা যায়।

শনিবার আপিলের শেষ দিনে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, ‘১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি করে সিদ্ধান্ত দেবে কমিশন।’

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুকে তলব করার বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘ঝালকাঠি-২ আসনের একজন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে রিটার্নিং অফিসার প্রতিবেদন দিয়েছেন। সেই ভিত্তিতে তাকে (আমু) আগামী ১৫ ডিসেম্বর বিকেল ৩টায় সশরীরে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।’

আজ বিএনপির মানবন্ধন কর্মসূচির অনুমতির বিষয়ে নির্বাচন কমিশনের করণীয় আছে কিনাÑ এই প্রশ্নে ইসি সচিব বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম দেখভাল করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী পদক্ষেপ গ্রহণ করেছে তা সেখান থেকেই গণমাধ্যমকে জানতে হবে।’

আগামী ২৯ ডিসেম্বর হেফাজতে ইসলামের সমাবেশের ডাক নিয়ে জাহাংগীর বলেন, ‘বিষয়টি আমার পত্রিকার মাধ্যমে জেনেছি। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করব। তারা এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে। কমিশন যদি মনে কোনো সাজেশন দেয়ার প্রয়োজন আছে, তাহলে সেটা করবে।’

যেসব রাজনৈতিক দল বা সংগঠন নির্বাচনের বাইরে আছে, তারা যদি সভা সমাবেশ করে তাহলে সেটি দেখা নির্বাচন কমিশনের এখতিয়ারে পড়ে কিনা, এই প্রশ্নে ইসি সচিব বলেন, ‘নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী যে কোনো কার্যক্রম অবশ্যই নির্বাচন পরিপন্থী হিসেবে গণ্য হবে। সেক্ষেত্রে যে প্রচলিত বিধিবিধান ও আইন আছে, তা সবার জন্য প্রযোজ্য হবে।’

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহরের পরদিন ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। এরপর থেকে প্রার্থীরা প্রচার শুরু করতে পারবেন, যা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ব্যালটে ভোট হবে আগামী ৭ জানুয়ারি।

back to top