image

আওয়ামী লীগকে বাদ দিয়ে বৈধ সংস্কার ও নির্বাচন অসম্ভব: রয়টার্সকে জয়

বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশের সেনাপ্রধান ১৮ মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করার যে সময়সীমা উল্লেখ করেছেন—তাতে তিনি খুশি। যদিও এই সময় তাঁর প্রত্যাশিত সময়ের চেয়ে কিছুটা বেশি। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে বৈধ সংস্কার ও নির্বাচন অসম্ভব।

বার্তা সংস্থা রয়টার্সকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, দেশে দেড় বছরের মধ্যে গণতন্ত্র ফিরে আসবে। এর আগে, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় শেখ হাসিনার সরকারের পক্ষ নিতে অস্বীকৃতি জানান সেনাপ্রধান। যার ফলে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান।

মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘আমি খুশি যে আমাদের প্রত্যাশিত একটি সময়সীমা এখন আছে আমাদের সামনে। তবে আমরা এই নাটক আগেও দেখেছি, যেখানে একটি অসাংবিধানিক, অনির্বাচিত সরকার সংস্কারের প্রতিশ্রুতি দেয় এবং তারপর পরিস্থিতি আরও খারাপ হয়।’

জয় এ কথা বলেছেন ২০০৭-০৮ সালের সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের দিকে ইঙ্গিত করে, যে সরকার তিন মাসের জায়গায় দুই বছর ক্ষমতায় থেকে নির্বাচন দিয়েছিল। সেই নির্বাচনে জিতেই ক্ষমতায় ফিরে টানা ১৫ বছর দেশ শাসন করেছে আওয়ামী লীগ।

বর্তমানে ওয়াশিংটনে বসবাসকারী সজীব ওয়াজেদ জয় বলেন, তিনি বা অন্তর্বর্তী সরকার কেউই ১৭ কোটি মানুষের দেশে ভবিষ্যৎ নিয়ে এখন পর্যন্ত পরস্পরের সঙ্গে কথা বলেননি। তিনি আরও বলেন, ‘সবচেয়ে পুরোনো ও বৃহত্তম রাজনৈতিক দলকে বাদ দিয়ে বৈধ সংস্কার ও নির্বাচন করা অসম্ভব।’

রয়টার্স জয়ের কাছে জানতে চায়, শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন? জবাবে তিনি বলেন, ‘এটি তাঁর (হাসিনা) ওপর নির্ভর করবে। এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদ রাখতে চাই, তাই আমি এই ইউনূস সরকার তাদের ওপর যে নৃশংসতা চালাচ্ছে, সে বিষয়ে সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই।’

‘রাজনীতি’ : আরও খবর

» বুদ্ধিজীবী হত্যা: এবার ‘পার্শ্ববর্তী দেশকে’ দায়ী করলেন বিএনপি নেতা

সম্প্রতি