image

বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত

রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি গঠনের মাত্র আড়াই মাসের মধ্যে বিলুপ্ত করা হয়েছে। শনিবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিগগিরই নতুন কমিটি গঠনের কথাও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে, তবে কমিটি ভেঙে দেওয়ার কারণ উল্লেখ করা হয়নি।

তবে, দলের একাধিক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন যে, কমিটির বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ৭ জুলাই সাইফুল আলম নিরবকে আহ্বায়ক এবং আমিনুল হককে সদস্যসচিব করে গঠিত এই কমিটি এখন বিলুপ্ত করা হলো।

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি