alt

বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা, দ্রুত নির্বাচন দাবি

মহসীন ইসলাম টুটুল : শনিবার, ০৯ নভেম্বর ২০২৪

প্রায় ১৬ বছর পর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য ও দীর্ঘ র‌্যালি করে বিএনপি। গতবছর ২৮ অক্টোবরের পর এমন র‌্যালি করতে পেরে উচ্ছ্বসিত দলটির নেতাকর্মীরা। এ দিন শোভাযাত্রায় যোগ দিতে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল নামে। বেলা তিনটায় তাদের শোভাযাত্রা শুরুর কথা থাকলেও সকাল থেকেই আসতে শুরু করে নেতাকর্মীরা।

https://sangbad.net.bd/images/2024/November/09Nov24/news/bnp.jpg

সেøাগানে সেøাগানে মুখরিত করে তুলে চারপাশ। শোভাযাত্রায় কয়েক লাখ নেতাকর্মী যোগ দিয়েছে বলে দাবি করেছে দলটি। শুক্রবার (৮ নভেম্বর) সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও শোভাযাত্রাকে কেন্দ্র করে রাজধানী জুড়ে দেখা দেয় তীব্র যানজট। ফলে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। সন্ধ্যা সাতটা পর্যন্ত এমন চিত্র দেখা যায়।

এই কর্মসূচির মাধ্যমে বিএনপি তাদের শক্তির জানান দেয়ার পাশাপাশি আওয়ামী লীগের ব্যাপারে নেতাকর্মীদের সজাগ থাকার তাগিদ দিয়েছে বলে মনে করেন অনেকে। শোভাযাত্রা শেষে দলটির পক্ষ থেকে দেয়া সমাপনী বক্তব্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অতি দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

শোভাযাত্রাকে কেন্দ্র করে ফকিরেরপুল থেকে কাকরাইল পর্যন্ত নেতাকর্মীদের সমাগমে সমাবেশ যেন জনসমুদ্রে রূপ নেয়। বেলা তিনটায় শুরু হওয়ার কথা থাকলেও সংক্ষিপ্ত সমাবেশ শেষে শোভাযাত্রাটি উদ্বোধন করা হয় চারটার পর। এরপর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, কারওয়ান বাজার ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।

বিএনপি ঢাকা উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান দাবি করে সংবাদকে বলেন, ‘র?্যালিতে শুধু বিএনপির নেতাকর্মীরা না, সমাজের সব শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেছে। সেই সঙ্গে ঢাকা জেলার আশপাশের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেছে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের মধ্য দিয়ে শুরু আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে শোভাযাত্রা শেষ হওয়ার কথা দলের পক্ষ থেকে জানানো হয়েছিল। পরে নয়পল্টনেই ল-ন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান শোভাযাত্রর উদ্বোদন করেন। এ সময় মির্জা ফখরুলও সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন। পরে জানানো হয় শোভাযাত্রা শেষ হওয়ার সময় ল-নে জুম্মার নামাজের সময়, তাই তারেক রহমান সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না।

উদ্বোধনী বক্তব্যে তারেক রহমান বলেন, ‘এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে, এটি আজ জনগণের চাওয়া। এই লক্ষ্য জনতার মিছিল কোনোভাবেই বৃথা যেতে দেয়া যাবে না। এই প্রত্যাশা রেখে এই মিছিলের সাফল্য কামনা করে এর শুভ উদ্বোধন ঘোষণা করছি।’

শোভাযাত্রা শুরুর পর থেকে মাইকে বারবার আইনশৃঙ্খলা বাহিনির দৃষ্টি আকর্ষন করা হয়। মাইকে বলা হয়, শোভাযাত্রা যেন নির্বিঘেœ যেতে পারে সেজন্য রাস্তা ফাঁকা রাখার জন্য অনুরোধ করা হয়। কোনো যানবাহন, রিকশা, সিএনজি শোভাযাত্রার মধ্যে ঢুকে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করে।

ফলে শোভাযাত্রকে কেন্দ্র করে পল্টন, নয়াপল্টন, কাকরাইল, কাকরাইল মসজিদ, মৎস ভবন মোড়, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এসব রাস্তায় যান চলাচল করতে না পারায় রাজধানীর অন্য রাাস্তাগুলোতে যানবাহনের চাপ বেড়ে যায়। ফলে দেখা দেয় তীব্র যানজটের।

সড়কে যানজটের কারণে মেট্রোরেলে মানুষের চাপ ছিল বিগত যে কোনো সময়ের চেয়ে বেশি। এরমধ্যে শোভাযাত্রায় অংশ নেয়া অনেক নেতাকর্মী মেট্রোরেলে চড়ে এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাতায়াত করতে দেখা গেছে। বিশেষ করে শাহবাগ থেকে ফার্মগেট ও উত্তরাগামী যাত্রীর চাপ বেশি দেখা গেছে। এতে মেট্রোরেলে নিয়মিত যাতায়াতকারীরা ভোগান্তিতে পড়েন। অনেককে মেট্রো স্টেশনের ফ্লোরে বসে বিশ্রাম নিতেও দেখা গেছে।

সন্ধ্যা সাতটার দিকে মেট্রোরেলের ফার্মগেট স্টেশন থেকে মতিঝিলগামী এক যাত্রী আক্ষেপ করে বলেন, ‘যত্রতত্র এসব মিটিং মিছিল করার রেওয়াজ এই দেশে যতদিন থকবে, ততদিন জনগণের এমন ভোগান্তি পোহাতেই হবে।’

নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই ৭ নভেম্বর ছিল বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার দিন, ৭ নভেম্বর ছিল বাংলাদেশকে আধিপত্যবাদের কবল থেকে মুক্ত করবার দিন। আপনাদের নিশ্চয় জানা থাকার কথা, ৭ নভেম্বরের আগে ৩ নভেম্বর একটা অভ্যুত্থান হয়েছিল খালেদ মোশাররফের নেতৃত্বে। খালেদ মোশাররফের লক্ষ্য ছিল আধিপত্যবাদকে আবার প্রতিষ্ঠা করা, একদলীয় শাসনে দেশকে নিয়ে যাওয়া।’

তিনি বলেন, ‘এদেশের দেশপ্রেমিক সৈনিক ও জনগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদেরকে পরাজিত করে সেদিন আমাদের স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে বাংলাদেশের জনগণ এক নতুন ইতিহাস রচনা করে। সেই ইতিহাস ছিল বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস, সেই ইতিহাস ছিল বাংলাদেশকে আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস। দেশের মানুষকে একটা স্বাতন্ত্র্য পরিচিতি দেয়ার ইতিহাস।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকে এবছর আমরা আরেকটা অভ্যুত্থান দেখেছি, ছাত্র-জনতার অভ্যুত্থান। দীর্ঘ ১৭ বছর আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই ১৭ বছরে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো ধ্বংস করে দিয়েছিল।’

সমাপনী বক্তব্যে বিএনপি মহাসচিব বিপুল অংশগ্রহণের জন্য নেতাকর্মী ও আগতদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ‘ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, ঢাকার আটটি জেলার নেতাকর্মী ও আপামর জনসাধারণ, আপনাদের বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

শোভাযাত্রায় আরও অংশ নেন মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, এ জেড এম জাহিদ হোসেন, আবদুল আউয়াল মিন্টু, আহমেদ আজম খান, আবদুস সালাম, মাসুদ আহমেদ তালুকদার, মজিবুর রহমান সারোয়ার, খায়রুল কবির খোকন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, শামসুর রহমান শিমুল বিশ্বাস, নাসির উদ্দিন অসীম, শিরিন সুলতানা, মীর সরাফত আলী সপু, মীর নেওয়াজ আলী, সুলতান সালাহউদ্দিন টুকু, রফিকুল ইসলাম, রাকিবুল ইসলাম বকুল, নিলোফার চৌধুরী মনি, তাইফুল ইসলাম টিপু, আমিনুল হক, মোস্তফা জামান, এম মোনায়েম মুন্না, নরুল ইসলাম নয়ন, এসএম জিলানি, রাজীব আহসান, হাসান জাফির তুহিন, রাকিকুল ইসলাম রাকিব, নাছির উদ্দিন নাছির, নিপুণ রায় চৌধুরীসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা।

ছবি

ইসলামী ব্যাংক কর্মীদের নির্বাচনী দায়িত্ব না দিতে ‘বিএনপির আহ্বানে’ জামায়াতের উদ্বেগ

ছবি

সমাবেশে বক্তাদের হুঁশিয়ারি, বিদেশিদের বন্দর দেয়ার সিদ্ধান্ত না পাল্টালে তীব্র আন্দোলন

ছবি

রংপুর বিভাগের ৩৩ আসনের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে তারেকের রুদ্ধদ্বার বৈঠক

ছবি

রংপুর মহানগর জাতীয় পার্টির শতাধিক নেতা কর্মীর বিএনপিতে যোগদান

ছবি

নির্বাচনী জোট নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি এনসিপি: সারজিস

ছবি

বিএনপি যুবকদের প্রশিক্ষণ দিয়ে সুযোগ্য করে গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ : ডঃ মঈন খান

ছবি

বিএনপি ক্ষমতায় এলে বিলুপ্ত হবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ: আমীর খসরু

ছবি

ঘিওরে বিএনপির ৩১ দফা প্রচারে পথসভা

ছবি

বিএনপির লক্ষ্য ‘বৃহৎ জোট গঠন’, বললেন সালাহউদ্দিন আহমদ

ছবি

মাহফুজ আলমের বক্তব্যে বিভ্রান্তি এড়াতে অন্তর্বর্তী সরকারের বিবৃতি

ছবি

ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে, এমন কিছুতে যাওয়া ঠিক হবে না: সালাহউদ্দিন আহমদ

ছবি

‘আপত্তিকর মন্তব্যের’ অভিযোগ, পুবাইল থানার ওসির শাস্তি দাবি জামায়াতের

পিএসসি স্বায়ত্তশাসন চাইলেও জনপ্রশাসন ‘গুম চালায়’: হাসনাত

ছবি

জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেয়া মানেই আওয়ামী লীগ নির্বাচনে: আখতার

ছবি

‘জোট করলেও ভোট দলীয় প্রতীকে’: বিএনপির আপত্তি, ইসিকে চিঠি

ছবি

সংসদ নির্বাচন ঘিরে নিরাপত্তা ও পরিবেশ নিয়ে খোঁজ নিল কমনওয়েলথ প্রতিনিধি দল

ছবি

দেশের অশান্তি সৃষ্টির জন্য বিদেশ থেকে অর্থ পাঠানো হচ্ছে: অলি আহমদ

ছবি

দলগুলোর মধ্যে ‘কোনো বিভেদ নেই’: আমীর খসরু

ছবি

শফিকের বিরুদ্ধে ‘আপত্তিকর মন্তব্যের’ অভিযোগ, পুবাইল থানার ওসির শাস্তি দাবি জামায়াতের

ছবি

আরপিও সংশোধনে আপত্তি বিএনপির: জোটবদ্ধ দলগুলোর প্রতীকে ভোটের সুযোগ রাখার দাবি

ছবি

সনদ বাস্তবায়নে বিএনপির বাধা, নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি

‘জুলাই সনদে স্বাক্ষরকারী’ দলগুলোর ঐক্য চান ফখরুল

ছবি

অভিযুক্ত উপদেষ্টারা থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: আমীর খসরু

ছবি

জুলাই সনদ বাস্তবায়নের ‘আদেশ প্রস্তুত করছে’ কমিশন, অগ্রগতি হিসেবে দেখছে এনসিপি

ছবি

অবাধ নির্বাচনের দাবি, অন্তর্বর্তী সরকারকে নির্দলীয়ভাবে পুনর্গঠনের আহ্বান সিপিবির

ছবি

নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নষ্টের অভিযোগ: ইসলামী আন্দোলন

জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের খসড়া প্রস্তুত করছে: এনসিপি

ছবি

গণতন্ত্র পুনরুদ্ধারে জুলাই সনদভুক্ত দলগুলোকে ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের

ছবি

৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো বিএনপি

ছবি

দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে: ডা. জাহিদ হোসেন

ছবি

পাটওয়ারীর পদত্যাগের খবর, এনসিপির অস্বীকার

ছবি

শাহবাগে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষে আহত এক

ছবি

মেহমান চেয়ারম্যান, এমপি চাই না, নিজেও হবো না: আসাদুজ্জামান রিপন

ছবি

২০০ আসনে বিএনপির প্রার্থীরা এ মাসেই ‘গ্রিন সিগন্যাল’ পাচ্ছেন

ছবি

দ্বিতীয় পদ্মা সেতু হলে দৌলতদিয়ার মাটি সোনায় পরিণত হবে : খৈয়ম

ছবি

আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনও সুযোগ নেই: শফিকুল আলম

tab

বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা, দ্রুত নির্বাচন দাবি

মহসীন ইসলাম টুটুল

শনিবার, ০৯ নভেম্বর ২০২৪

প্রায় ১৬ বছর পর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য ও দীর্ঘ র‌্যালি করে বিএনপি। গতবছর ২৮ অক্টোবরের পর এমন র‌্যালি করতে পেরে উচ্ছ্বসিত দলটির নেতাকর্মীরা। এ দিন শোভাযাত্রায় যোগ দিতে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল নামে। বেলা তিনটায় তাদের শোভাযাত্রা শুরুর কথা থাকলেও সকাল থেকেই আসতে শুরু করে নেতাকর্মীরা।

https://sangbad.net.bd/images/2024/November/09Nov24/news/bnp.jpg

সেøাগানে সেøাগানে মুখরিত করে তুলে চারপাশ। শোভাযাত্রায় কয়েক লাখ নেতাকর্মী যোগ দিয়েছে বলে দাবি করেছে দলটি। শুক্রবার (৮ নভেম্বর) সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও শোভাযাত্রাকে কেন্দ্র করে রাজধানী জুড়ে দেখা দেয় তীব্র যানজট। ফলে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। সন্ধ্যা সাতটা পর্যন্ত এমন চিত্র দেখা যায়।

এই কর্মসূচির মাধ্যমে বিএনপি তাদের শক্তির জানান দেয়ার পাশাপাশি আওয়ামী লীগের ব্যাপারে নেতাকর্মীদের সজাগ থাকার তাগিদ দিয়েছে বলে মনে করেন অনেকে। শোভাযাত্রা শেষে দলটির পক্ষ থেকে দেয়া সমাপনী বক্তব্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অতি দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

শোভাযাত্রাকে কেন্দ্র করে ফকিরেরপুল থেকে কাকরাইল পর্যন্ত নেতাকর্মীদের সমাগমে সমাবেশ যেন জনসমুদ্রে রূপ নেয়। বেলা তিনটায় শুরু হওয়ার কথা থাকলেও সংক্ষিপ্ত সমাবেশ শেষে শোভাযাত্রাটি উদ্বোধন করা হয় চারটার পর। এরপর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, কারওয়ান বাজার ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।

বিএনপি ঢাকা উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান দাবি করে সংবাদকে বলেন, ‘র?্যালিতে শুধু বিএনপির নেতাকর্মীরা না, সমাজের সব শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেছে। সেই সঙ্গে ঢাকা জেলার আশপাশের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেছে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের মধ্য দিয়ে শুরু আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে শোভাযাত্রা শেষ হওয়ার কথা দলের পক্ষ থেকে জানানো হয়েছিল। পরে নয়পল্টনেই ল-ন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান শোভাযাত্রর উদ্বোদন করেন। এ সময় মির্জা ফখরুলও সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন। পরে জানানো হয় শোভাযাত্রা শেষ হওয়ার সময় ল-নে জুম্মার নামাজের সময়, তাই তারেক রহমান সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না।

উদ্বোধনী বক্তব্যে তারেক রহমান বলেন, ‘এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে, এটি আজ জনগণের চাওয়া। এই লক্ষ্য জনতার মিছিল কোনোভাবেই বৃথা যেতে দেয়া যাবে না। এই প্রত্যাশা রেখে এই মিছিলের সাফল্য কামনা করে এর শুভ উদ্বোধন ঘোষণা করছি।’

শোভাযাত্রা শুরুর পর থেকে মাইকে বারবার আইনশৃঙ্খলা বাহিনির দৃষ্টি আকর্ষন করা হয়। মাইকে বলা হয়, শোভাযাত্রা যেন নির্বিঘেœ যেতে পারে সেজন্য রাস্তা ফাঁকা রাখার জন্য অনুরোধ করা হয়। কোনো যানবাহন, রিকশা, সিএনজি শোভাযাত্রার মধ্যে ঢুকে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করে।

ফলে শোভাযাত্রকে কেন্দ্র করে পল্টন, নয়াপল্টন, কাকরাইল, কাকরাইল মসজিদ, মৎস ভবন মোড়, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এসব রাস্তায় যান চলাচল করতে না পারায় রাজধানীর অন্য রাাস্তাগুলোতে যানবাহনের চাপ বেড়ে যায়। ফলে দেখা দেয় তীব্র যানজটের।

সড়কে যানজটের কারণে মেট্রোরেলে মানুষের চাপ ছিল বিগত যে কোনো সময়ের চেয়ে বেশি। এরমধ্যে শোভাযাত্রায় অংশ নেয়া অনেক নেতাকর্মী মেট্রোরেলে চড়ে এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাতায়াত করতে দেখা গেছে। বিশেষ করে শাহবাগ থেকে ফার্মগেট ও উত্তরাগামী যাত্রীর চাপ বেশি দেখা গেছে। এতে মেট্রোরেলে নিয়মিত যাতায়াতকারীরা ভোগান্তিতে পড়েন। অনেককে মেট্রো স্টেশনের ফ্লোরে বসে বিশ্রাম নিতেও দেখা গেছে।

সন্ধ্যা সাতটার দিকে মেট্রোরেলের ফার্মগেট স্টেশন থেকে মতিঝিলগামী এক যাত্রী আক্ষেপ করে বলেন, ‘যত্রতত্র এসব মিটিং মিছিল করার রেওয়াজ এই দেশে যতদিন থকবে, ততদিন জনগণের এমন ভোগান্তি পোহাতেই হবে।’

নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই ৭ নভেম্বর ছিল বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার দিন, ৭ নভেম্বর ছিল বাংলাদেশকে আধিপত্যবাদের কবল থেকে মুক্ত করবার দিন। আপনাদের নিশ্চয় জানা থাকার কথা, ৭ নভেম্বরের আগে ৩ নভেম্বর একটা অভ্যুত্থান হয়েছিল খালেদ মোশাররফের নেতৃত্বে। খালেদ মোশাররফের লক্ষ্য ছিল আধিপত্যবাদকে আবার প্রতিষ্ঠা করা, একদলীয় শাসনে দেশকে নিয়ে যাওয়া।’

তিনি বলেন, ‘এদেশের দেশপ্রেমিক সৈনিক ও জনগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদেরকে পরাজিত করে সেদিন আমাদের স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে বাংলাদেশের জনগণ এক নতুন ইতিহাস রচনা করে। সেই ইতিহাস ছিল বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস, সেই ইতিহাস ছিল বাংলাদেশকে আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস। দেশের মানুষকে একটা স্বাতন্ত্র্য পরিচিতি দেয়ার ইতিহাস।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকে এবছর আমরা আরেকটা অভ্যুত্থান দেখেছি, ছাত্র-জনতার অভ্যুত্থান। দীর্ঘ ১৭ বছর আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই ১৭ বছরে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো ধ্বংস করে দিয়েছিল।’

সমাপনী বক্তব্যে বিএনপি মহাসচিব বিপুল অংশগ্রহণের জন্য নেতাকর্মী ও আগতদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ‘ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, ঢাকার আটটি জেলার নেতাকর্মী ও আপামর জনসাধারণ, আপনাদের বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

শোভাযাত্রায় আরও অংশ নেন মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, এ জেড এম জাহিদ হোসেন, আবদুল আউয়াল মিন্টু, আহমেদ আজম খান, আবদুস সালাম, মাসুদ আহমেদ তালুকদার, মজিবুর রহমান সারোয়ার, খায়রুল কবির খোকন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, শামসুর রহমান শিমুল বিশ্বাস, নাসির উদ্দিন অসীম, শিরিন সুলতানা, মীর সরাফত আলী সপু, মীর নেওয়াজ আলী, সুলতান সালাহউদ্দিন টুকু, রফিকুল ইসলাম, রাকিবুল ইসলাম বকুল, নিলোফার চৌধুরী মনি, তাইফুল ইসলাম টিপু, আমিনুল হক, মোস্তফা জামান, এম মোনায়েম মুন্না, নরুল ইসলাম নয়ন, এসএম জিলানি, রাজীব আহসান, হাসান জাফির তুহিন, রাকিকুল ইসলাম রাকিব, নাছির উদ্দিন নাছির, নিপুণ রায় চৌধুরীসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা।

back to top