# দায়িত্ব নিতে হলে নিজেকে আগে দায়িত্বশীল হতে হবে
আওয়ামী লীগ চলে গেলেও সামনের পথ মসৃণ এমনটা ভাবার কোন কারণ নেই। সামনের পথ অতিক্রম করতে হলে অনেক বাধা অতিক্রম করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ করতে তাই সবাইকে দায়িত্ব শীল হতে হবে, আর এই দায়িত্ব পালন করতে নিজেদেরকে আগে দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে হবে, বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ শনিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তারেক বলেন, আমাদের আচরণ হতে হবে জনগণের প্রত্যাশা কি তা বুঝে কাজ করা। আর দেশকে রক্ষা করতে হলে নির্বাচনের কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
এখন সংস্কারের নামে নানাজন নানান কথা বলছে, কিন্তু এই সংস্কারের কথা বিএনপি আরো দুই বছর আগেই ৩১ দফা উত্থাপন করে। এই সংস্কার একটি চলমান প্রক্রিয়া। তাই এই সরকারের দ্বারা সব সংস্কার শেষ করা সম্ভব নয়। তারা যেই সংখ্যাগুলো না করলেই নয় শুধু সেগুলোই করবে। কারণ তাদের মূল দায়িত্ব নির্বাচন।
নির্বাচন যত বেশি দেরি হবে তত বেশি ষড়যন্ত্র হবে বলে আশঙ্কা প্রকাশ করে তারেক রহমান বলেন, আওয়ামী লীগ সরকারকে আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করা হয়েছে, তারা বসে নেই তারা নতুন করে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কথায় আছে যে দেশের রাজনীতি রুগ্ন সে দেশে অর্থনীতি রুগ্ন।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, তারেক রহমানের কারণেই এই ফ্যাসিবাদ সরকারকে বিতাড়িত করা সম্ভব হয়েছে একটা অভিযোগ আছে পুলিশ কাজ করছে না এর কারণ আওয়ামী লীগ সরকার তাদের ব্যবহার করেছে। সেই অবস্থা থেকে তাদের বের হয়ে আসতে হবে আওয়ামী লীগ রক্ষী বাহিনীর মত নতুন বাহিনী সৃষ্টি করেছিল।
আমি লিখতে গণতান্ত্রিক দল না বলার দাবী জানিয়ে মির্জা ফখরুল বলেন তারা ইতিহাস বিকৃত করার চেষ্টা করেছে কিন্তু তারা জানেনা ইতিহাস বিকৃত করা যায় না।
আওয়ামী লীগ বারবার বিএনপি ভাঙ্গার চেষ্টা করেছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন আজ নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করা চেষ্টা চলছে আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে দিয়েছে এই দেশকে রক্ষা করার জন্য তারেক রহমান ৩১ দফা সংস্কার প্রস্তাব করেছে।
অনুষ্ঠানে নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদুসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
# দায়িত্ব নিতে হলে নিজেকে আগে দায়িত্বশীল হতে হবে
আওয়ামী লীগ চলে গেলেও সামনের পথ মসৃণ এমনটা ভাবার কোন কারণ নেই। সামনের পথ অতিক্রম করতে হলে অনেক বাধা অতিক্রম করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ করতে তাই সবাইকে দায়িত্ব শীল হতে হবে, আর এই দায়িত্ব পালন করতে নিজেদেরকে আগে দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে হবে, বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ শনিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তারেক বলেন, আমাদের আচরণ হতে হবে জনগণের প্রত্যাশা কি তা বুঝে কাজ করা। আর দেশকে রক্ষা করতে হলে নির্বাচনের কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
এখন সংস্কারের নামে নানাজন নানান কথা বলছে, কিন্তু এই সংস্কারের কথা বিএনপি আরো দুই বছর আগেই ৩১ দফা উত্থাপন করে। এই সংস্কার একটি চলমান প্রক্রিয়া। তাই এই সরকারের দ্বারা সব সংস্কার শেষ করা সম্ভব নয়। তারা যেই সংখ্যাগুলো না করলেই নয় শুধু সেগুলোই করবে। কারণ তাদের মূল দায়িত্ব নির্বাচন।
নির্বাচন যত বেশি দেরি হবে তত বেশি ষড়যন্ত্র হবে বলে আশঙ্কা প্রকাশ করে তারেক রহমান বলেন, আওয়ামী লীগ সরকারকে আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করা হয়েছে, তারা বসে নেই তারা নতুন করে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কথায় আছে যে দেশের রাজনীতি রুগ্ন সে দেশে অর্থনীতি রুগ্ন।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, তারেক রহমানের কারণেই এই ফ্যাসিবাদ সরকারকে বিতাড়িত করা সম্ভব হয়েছে একটা অভিযোগ আছে পুলিশ কাজ করছে না এর কারণ আওয়ামী লীগ সরকার তাদের ব্যবহার করেছে। সেই অবস্থা থেকে তাদের বের হয়ে আসতে হবে আওয়ামী লীগ রক্ষী বাহিনীর মত নতুন বাহিনী সৃষ্টি করেছিল।
আমি লিখতে গণতান্ত্রিক দল না বলার দাবী জানিয়ে মির্জা ফখরুল বলেন তারা ইতিহাস বিকৃত করার চেষ্টা করেছে কিন্তু তারা জানেনা ইতিহাস বিকৃত করা যায় না।
আওয়ামী লীগ বারবার বিএনপি ভাঙ্গার চেষ্টা করেছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন আজ নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করা চেষ্টা চলছে আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে দিয়েছে এই দেশকে রক্ষা করার জন্য তারেক রহমান ৩১ দফা সংস্কার প্রস্তাব করেছে।
অনুষ্ঠানে নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদুসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।