সংস্কার ছাড়া নির্বাচনের পথ কঠিন
রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে হলে রাজনৈতিক দলের সংস্কার অপরিহার্য বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, দেশ বদলানো সম্ভব, তবে এর জন্য ভালো সরকার ও শাসক প্রয়োজন। কিন্তু শাসক তখনই ভালো হবে, যখন রাজনৈতিক দলগুলো ভালো হবে। যদি রাজনৈতিক দলই ‘২ নম্বর’ হয়, তাহলে সুষ্ঠু শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
রবিবার জাতীয় প্রেসক্লাবে ‘সংস্কার থেকে নির্বাচন কত দূর’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সভার আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন।
মান্না বলেন, “রাষ্ট্রকে বাসযোগ্য করতে হলে পরিবর্তন প্রয়োজন। জাতীয় ঐকমত্য মাত্র ১৫ দিনের মধ্যেই সম্ভব। এরপর চার-পাঁচ মাসের মধ্যে নির্বাচন করা যেতে পারে। তবে এর আগে পুলিশে পরিবর্তন আনতে হবে।”
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেন, “সংস্কার বিভিন্ন পেশাজীবী ও বিশেষজ্ঞদের দিয়ে করানো হচ্ছে। তবে তাঁদের সব প্রস্তাবই ভালো হবে, তা বলা যায় না। এটি এমন নয় যে দরজি নিজের মতো কাপড় তৈরি করে দিলেই তা মানানসই হবে। বরং সঠিক মাপ নিয়ে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনা রাজনীতিবিদদের দায়িত্ব। মাঝেমধ্যে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে সংস্কারবিরোধী থাকার অভিযোগ ওঠে, কিন্তু বাস্তবে বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন করছে এবং ৩১ দফা সংস্কার প্রস্তাবও দিয়েছে।”
আলোচনায় আরও অংশ নেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাহিদুল খান সাহেল, জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মতিউর রহমান, অধ্যাপক সুকুমার বড়ুয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জসিমউদ্দিন আহমদ প্রমুখ।
বক্তারা মনে করেন, যদি রাজনৈতিক দলগুলোর কাঠামোগত সংস্কার না হয়, তবে সুষ্ঠু নির্বাচন এবং ভালো সরকার প্রতিষ্ঠা সম্ভব নয়।
সংস্কার ছাড়া নির্বাচনের পথ কঠিন
রোববার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে হলে রাজনৈতিক দলের সংস্কার অপরিহার্য বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, দেশ বদলানো সম্ভব, তবে এর জন্য ভালো সরকার ও শাসক প্রয়োজন। কিন্তু শাসক তখনই ভালো হবে, যখন রাজনৈতিক দলগুলো ভালো হবে। যদি রাজনৈতিক দলই ‘২ নম্বর’ হয়, তাহলে সুষ্ঠু শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
রবিবার জাতীয় প্রেসক্লাবে ‘সংস্কার থেকে নির্বাচন কত দূর’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সভার আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন।
মান্না বলেন, “রাষ্ট্রকে বাসযোগ্য করতে হলে পরিবর্তন প্রয়োজন। জাতীয় ঐকমত্য মাত্র ১৫ দিনের মধ্যেই সম্ভব। এরপর চার-পাঁচ মাসের মধ্যে নির্বাচন করা যেতে পারে। তবে এর আগে পুলিশে পরিবর্তন আনতে হবে।”
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেন, “সংস্কার বিভিন্ন পেশাজীবী ও বিশেষজ্ঞদের দিয়ে করানো হচ্ছে। তবে তাঁদের সব প্রস্তাবই ভালো হবে, তা বলা যায় না। এটি এমন নয় যে দরজি নিজের মতো কাপড় তৈরি করে দিলেই তা মানানসই হবে। বরং সঠিক মাপ নিয়ে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনা রাজনীতিবিদদের দায়িত্ব। মাঝেমধ্যে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে সংস্কারবিরোধী থাকার অভিযোগ ওঠে, কিন্তু বাস্তবে বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন করছে এবং ৩১ দফা সংস্কার প্রস্তাবও দিয়েছে।”
আলোচনায় আরও অংশ নেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাহিদুল খান সাহেল, জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মতিউর রহমান, অধ্যাপক সুকুমার বড়ুয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জসিমউদ্দিন আহমদ প্রমুখ।
বক্তারা মনে করেন, যদি রাজনৈতিক দলগুলোর কাঠামোগত সংস্কার না হয়, তবে সুষ্ঠু নির্বাচন এবং ভালো সরকার প্রতিষ্ঠা সম্ভব নয়।