জুলাইয়ের গণঅভ্যুত্থানের তরুণদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আঞ্চলিক কমিটিতে নেতৃত্ব দেওয়ার জন্য এবার ৪০ বছরের বেশি বয়সীদের অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সাংগঠনিক গতিশীলতা বাড়াতে শুক্রবার রাজধানীর বাংলামটরে দলের অস্থায়ী কার্যালয়ে নয় ঘণ্টাব্যাপী সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আখতার হোসেন। ২১৪ জন সাধারণ সদস্যের মধ্যে ১৭৪ জন সভায় অংশ নেন।
দলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে ৬৪টি জেলা ১৯টি অঞ্চলে ভাগ করা হবে। জেলা কমিটিতে সদস্য সংখ্যা ৩১ থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৫১ এবং উপজেলা কমিটিতে ২১ থেকে বাড়িয়ে ৪১ করা হবে। এসব কমিটির আহ্বায়কের বয়স হতে হবে অন্তত ৪০ বছর।
এছাড়া দলীয় শৃঙ্খলা রক্ষায় ‘শৃঙ্খলা ও তদন্ত কমিটি’ গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া ও জনপরিসরে শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে এরইমধ্যে তদন্ত শুরুর ইঙ্গিত দেওয়া হয়েছে।
সভায় আরও আলোচনা হয়—‘গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার’, সীমান্ত হত্যা বন্ধ, গাজায় ইসরায়েলি সহিংসতার প্রতিবাদ, ভারতের ওয়াকফ বিলবিরোধী আন্দোলনে দমন-পীড়নের নিন্দা এবং নিত্যপণ্যের বাজার স্থিতিশীল করার মতো বিষয়গুলো নিয়ে।
চলতি সপ্তাহেই ঢাকায় বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে এনসিপি বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলেও সভায় জানানো হয়।
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
জুলাইয়ের গণঅভ্যুত্থানের তরুণদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আঞ্চলিক কমিটিতে নেতৃত্ব দেওয়ার জন্য এবার ৪০ বছরের বেশি বয়সীদের অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সাংগঠনিক গতিশীলতা বাড়াতে শুক্রবার রাজধানীর বাংলামটরে দলের অস্থায়ী কার্যালয়ে নয় ঘণ্টাব্যাপী সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আখতার হোসেন। ২১৪ জন সাধারণ সদস্যের মধ্যে ১৭৪ জন সভায় অংশ নেন।
দলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে ৬৪টি জেলা ১৯টি অঞ্চলে ভাগ করা হবে। জেলা কমিটিতে সদস্য সংখ্যা ৩১ থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৫১ এবং উপজেলা কমিটিতে ২১ থেকে বাড়িয়ে ৪১ করা হবে। এসব কমিটির আহ্বায়কের বয়স হতে হবে অন্তত ৪০ বছর।
এছাড়া দলীয় শৃঙ্খলা রক্ষায় ‘শৃঙ্খলা ও তদন্ত কমিটি’ গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া ও জনপরিসরে শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে এরইমধ্যে তদন্ত শুরুর ইঙ্গিত দেওয়া হয়েছে।
সভায় আরও আলোচনা হয়—‘গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার’, সীমান্ত হত্যা বন্ধ, গাজায় ইসরায়েলি সহিংসতার প্রতিবাদ, ভারতের ওয়াকফ বিলবিরোধী আন্দোলনে দমন-পীড়নের নিন্দা এবং নিত্যপণ্যের বাজার স্থিতিশীল করার মতো বিষয়গুলো নিয়ে।
চলতি সপ্তাহেই ঢাকায় বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে এনসিপি বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলেও সভায় জানানো হয়।