যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী নেতাদের হেনস্তা ও ডিম ছোড়ার ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের ‘চিরাচরিত চরিত্র’ ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন সফর দলের সদস্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, “এই ঘটনায়, তারা যে সন্ত্রাসী দল সেটা প্রমাণ করেছে। তারা অন্যায়ের জন্য, অপশাসনের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না, সেটাই প্রমাণ করেছে। আখতারের (আখতার হোসেন) ওপরে যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন, গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যম সকলে দেখেছেন। এহেন ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।”
নিউ ইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে সোমবারের ওই ঘটনার প্রতিক্রিয়ায় এ কথা বলেন বিএনপি মহাসচিব।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।
সোমবার বিকাল ৩টার দিকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে টার্মিনালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের হেনস্তার শিকার হন তারা। আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের ঘিরে ইউনূসবিরোধী স্লোগান দেন, গালিগালাজ করেন। সেসময় আখতার হোসেনের গায়ে ডিম ছোড়া হয়।
এ ঘটনায় বিএনপি মহাসচিব বলেন, “এয়ারপোর্টের ঘটনা, এটা আওয়ামী লীগের চিরাচরিত চরিত্র।”
অন্যদিকে কলকাতার সংবাদমাধ্যম ‘এই সময়’ এ প্রকাশিত মির্জা ফখরুলের একটি বক্তব্য নিয়ে আলোচনা চলছে। ‘৩০টি আসন না দেওয়ায় পিআর নিয়ে বিএনপির ওপর চাপ সৃষ্টি করছে জামায়াত’- এমন শিরোনামে তার সাক্ষাৎকার প্রকাশ করে মাধ্যমটি।
বিষয়টি নিয়ে বিএনপি মহাসচিব বলেছেন, ‘‘ওই নিউজটা ফেইক নিউজ। ওরা (পত্রিকাটি) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে এই মিথ্যা, বিভ্রান্তিকর সংবাদ দিয়েছে। কোনো রাজনৈতিক নেতা এরকম অবান্তর কথা বলতে পারে? আপনি বলুন। এটা উদ্দেশ্যমূলক। কলকাতার ‘এই সময়’ আমি এই ধরনের কোনো কথা বলিনি।”
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী নেতাদের হেনস্তা ও ডিম ছোড়ার ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের ‘চিরাচরিত চরিত্র’ ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন সফর দলের সদস্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, “এই ঘটনায়, তারা যে সন্ত্রাসী দল সেটা প্রমাণ করেছে। তারা অন্যায়ের জন্য, অপশাসনের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না, সেটাই প্রমাণ করেছে। আখতারের (আখতার হোসেন) ওপরে যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন, গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যম সকলে দেখেছেন। এহেন ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।”
নিউ ইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে সোমবারের ওই ঘটনার প্রতিক্রিয়ায় এ কথা বলেন বিএনপি মহাসচিব।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।
সোমবার বিকাল ৩টার দিকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে টার্মিনালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের হেনস্তার শিকার হন তারা। আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের ঘিরে ইউনূসবিরোধী স্লোগান দেন, গালিগালাজ করেন। সেসময় আখতার হোসেনের গায়ে ডিম ছোড়া হয়।
এ ঘটনায় বিএনপি মহাসচিব বলেন, “এয়ারপোর্টের ঘটনা, এটা আওয়ামী লীগের চিরাচরিত চরিত্র।”
অন্যদিকে কলকাতার সংবাদমাধ্যম ‘এই সময়’ এ প্রকাশিত মির্জা ফখরুলের একটি বক্তব্য নিয়ে আলোচনা চলছে। ‘৩০টি আসন না দেওয়ায় পিআর নিয়ে বিএনপির ওপর চাপ সৃষ্টি করছে জামায়াত’- এমন শিরোনামে তার সাক্ষাৎকার প্রকাশ করে মাধ্যমটি।
বিষয়টি নিয়ে বিএনপি মহাসচিব বলেছেন, ‘‘ওই নিউজটা ফেইক নিউজ। ওরা (পত্রিকাটি) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে এই মিথ্যা, বিভ্রান্তিকর সংবাদ দিয়েছে। কোনো রাজনৈতিক নেতা এরকম অবান্তর কথা বলতে পারে? আপনি বলুন। এটা উদ্দেশ্যমূলক। কলকাতার ‘এই সময়’ আমি এই ধরনের কোনো কথা বলিনি।”