জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি যদি ‘রাজনীতি ভারতমুখী’ হয়, তাহলে দল নতুন করে সিদ্ধান্ত নেবে। তিনি এই মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের উপর হামলার প্রতিবাদে ঢাকার বাংলামোটরে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব বলেছেন, ওনারা নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিয়ে আসতে চান। এটা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার। বিএনপির তৃণমূলে যারা নেতাকর্মী রয়েছেন, তাদের আমরা আহ্বান জানাবো—শহীদ জিয়া এবং খালেদা জিয়ার রাজনীতি বাংলাদেশের জন্য নয়। যদি আপনারা ভারতমুখী রাজনীতি করেন, আমাদের জানাতে হবে; আমরা তখন নতুন সিদ্ধান্ত নেব। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের জিয়ার সৈনিকরা এবং খালেদা জিয়ার সৈনিকরা মির্জা ফখরুলের এই বিবৃতিকে প্রত্যাখ্যান করবেন।”
এর আগে বিকেল ৫টার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে মার্কিন যুক্তরাষ্ট্রে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে পৌঁছে মিছিল সমাপ্ত করেন।
জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।
মুহাম্মদ ইউনূস সরকারপ্রধান হিসেবে বিশেষ নিরাপত্তায় অন্য একটি গেইট দিয়ে বের হলেও তার সফরসঙ্গী বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা সাধারণ যাত্রীদের সঙ্গে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন। ওই সময় অকথ্য গালিগালাজের মধ্যে কয়েকটি ডিম আখতার হোসেনের পিঠে লেগে ফেটে যায়।
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি যদি ‘রাজনীতি ভারতমুখী’ হয়, তাহলে দল নতুন করে সিদ্ধান্ত নেবে। তিনি এই মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের উপর হামলার প্রতিবাদে ঢাকার বাংলামোটরে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব বলেছেন, ওনারা নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিয়ে আসতে চান। এটা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার। বিএনপির তৃণমূলে যারা নেতাকর্মী রয়েছেন, তাদের আমরা আহ্বান জানাবো—শহীদ জিয়া এবং খালেদা জিয়ার রাজনীতি বাংলাদেশের জন্য নয়। যদি আপনারা ভারতমুখী রাজনীতি করেন, আমাদের জানাতে হবে; আমরা তখন নতুন সিদ্ধান্ত নেব। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের জিয়ার সৈনিকরা এবং খালেদা জিয়ার সৈনিকরা মির্জা ফখরুলের এই বিবৃতিকে প্রত্যাখ্যান করবেন।”
এর আগে বিকেল ৫টার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে মার্কিন যুক্তরাষ্ট্রে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে পৌঁছে মিছিল সমাপ্ত করেন।
জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।
মুহাম্মদ ইউনূস সরকারপ্রধান হিসেবে বিশেষ নিরাপত্তায় অন্য একটি গেইট দিয়ে বের হলেও তার সফরসঙ্গী বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা সাধারণ যাত্রীদের সঙ্গে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন। ওই সময় অকথ্য গালিগালাজের মধ্যে কয়েকটি ডিম আখতার হোসেনের পিঠে লেগে ফেটে যায়।