ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
নাটোর-১ আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী হিসেবে লালপুর ও বাগাতিপাড়া দুই উপজেলায় প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কন্যা ব্যারিষ্টার ফারজানা শারমিন পুতুল। অন্যদিকে প্রার্থীর আপন ভাই ফজলুর রহমান পটলের ছেলে নাটোর জেলা বিএনপির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন ও কেন্দ্রীয় বিএনপির সহ দফতর সম্পাদক এ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা প্রতিনিয়ত পুতুলের মনোনয়ন বাতিলের দাবিতে সরব কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। রাজন সমর্থকরা মশাল মিছিল, লাল কার্ড প্রদর্শনী, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ সহ প্রতিনিয়ত সভা-সমাবেশ করছেন। অপরদিকে তাইফুল ইসলাম টিপু সমর্থকরাও বসে নেই, তারাও রেল পথ অবরোধ, সভা-সমাবেশ অব্যাহত রেখেছে পুতুলের মনোনয়ন বাতিলের জন্য। এমনকি মনোনয়ন বাতিল করা না হলে এ আসন থেকে বিএনপি (স্বতন্ত্র) প্রার্থী হওয়ার হুমকিও রয়েছে।
তাইফুল ইসলাম টিপু সমর্থক লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার জানান, দীর্ঘ সময় ফজলুর রহমান পটলের পক্ষে আমরা রাজনীতি করেছি। তার মৃত্যুর পর, আমরা কেন্দ্রীয় কমিটির সহ দফতর সম্পাদক টিপুর সঙ্গে রাজনীতি করছি। দীর্ঘ ১৭ বছরের লড়াই সংগ্রামের সাহসী যোদ্ধা, কারাবরন কারী, জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকার পাশাপাশি দলের জন্য তার রয়েছে অনেক ত্যাগ-তিতিক্ষা। তাই লালপুর-বাগাতিপাড়ার তৃনমূল নেতাকর্মীদের দাবি পুতুলের মনোনয়ন বাতিল করে টিপুকে মনোনয়ন দেওয়া হোক।
ডা. ইয়াসির আরশাদ রাজন সমর্থক গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান জানান, আমাদের নেতা মরহুম ফজলুর রহমান পটলের মৃত্যুর পর থেকে আমরা নেতা হিসেবে তার সুযোগ্য উত্তরসূরি, রাজপথের সাহসী সন্তান রাজনের সাথে রয়েছি। লালপুর উপজেলা বিএনপির দায়িত্ব নিয়ে রাজন বিএনপির পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপিকে তার সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে শক্তিশালী সংগঠনে রুপান্তর করেছে। আওয়ামী দুঃশাসনের সময় নেতাকর্মীদের পাশে থেকেছেন। তাই, পুতুলের মনোনয়ন বাতিল ও রাজনকে মনোনীত প্রার্থী ঘোষনা কেন্দ্র থেকে না আসা পর্যন্ত আমরা রাজপথে আছি।
আপন ভাই ও কেন্দ্রীয় নেতা টিপু সমর্থকদের দাবির ব্যাপারে ব্যারিষ্টার ফারজানা শারমিন পুতুল বলেন, বিএনপি অধ্যুষিত এলাকা লালপুর-বাগাতিপাড়া। তাই মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকবে এটাই স্বাভাবিক। যারা মনোনয়ন চাচ্ছেন সবাই যোগ্য প্রার্থী। কিন্তু দল তো একটি আসন থেকে একজনকেই মনোনয়ন দেবেন। দল যেহেতু আমাকে মনোনীত করেছেন, তাই অন্যদের উচিত দলীয় সিদ্ধান্ত মেনে ধানের শীষের পক্ষে কাজ করা।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
নাটোর-১ আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী হিসেবে লালপুর ও বাগাতিপাড়া দুই উপজেলায় প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কন্যা ব্যারিষ্টার ফারজানা শারমিন পুতুল। অন্যদিকে প্রার্থীর আপন ভাই ফজলুর রহমান পটলের ছেলে নাটোর জেলা বিএনপির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন ও কেন্দ্রীয় বিএনপির সহ দফতর সম্পাদক এ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা প্রতিনিয়ত পুতুলের মনোনয়ন বাতিলের দাবিতে সরব কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। রাজন সমর্থকরা মশাল মিছিল, লাল কার্ড প্রদর্শনী, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ সহ প্রতিনিয়ত সভা-সমাবেশ করছেন। অপরদিকে তাইফুল ইসলাম টিপু সমর্থকরাও বসে নেই, তারাও রেল পথ অবরোধ, সভা-সমাবেশ অব্যাহত রেখেছে পুতুলের মনোনয়ন বাতিলের জন্য। এমনকি মনোনয়ন বাতিল করা না হলে এ আসন থেকে বিএনপি (স্বতন্ত্র) প্রার্থী হওয়ার হুমকিও রয়েছে।
তাইফুল ইসলাম টিপু সমর্থক লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার জানান, দীর্ঘ সময় ফজলুর রহমান পটলের পক্ষে আমরা রাজনীতি করেছি। তার মৃত্যুর পর, আমরা কেন্দ্রীয় কমিটির সহ দফতর সম্পাদক টিপুর সঙ্গে রাজনীতি করছি। দীর্ঘ ১৭ বছরের লড়াই সংগ্রামের সাহসী যোদ্ধা, কারাবরন কারী, জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকার পাশাপাশি দলের জন্য তার রয়েছে অনেক ত্যাগ-তিতিক্ষা। তাই লালপুর-বাগাতিপাড়ার তৃনমূল নেতাকর্মীদের দাবি পুতুলের মনোনয়ন বাতিল করে টিপুকে মনোনয়ন দেওয়া হোক।
ডা. ইয়াসির আরশাদ রাজন সমর্থক গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান জানান, আমাদের নেতা মরহুম ফজলুর রহমান পটলের মৃত্যুর পর থেকে আমরা নেতা হিসেবে তার সুযোগ্য উত্তরসূরি, রাজপথের সাহসী সন্তান রাজনের সাথে রয়েছি। লালপুর উপজেলা বিএনপির দায়িত্ব নিয়ে রাজন বিএনপির পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপিকে তার সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে শক্তিশালী সংগঠনে রুপান্তর করেছে। আওয়ামী দুঃশাসনের সময় নেতাকর্মীদের পাশে থেকেছেন। তাই, পুতুলের মনোনয়ন বাতিল ও রাজনকে মনোনীত প্রার্থী ঘোষনা কেন্দ্র থেকে না আসা পর্যন্ত আমরা রাজপথে আছি।
আপন ভাই ও কেন্দ্রীয় নেতা টিপু সমর্থকদের দাবির ব্যাপারে ব্যারিষ্টার ফারজানা শারমিন পুতুল বলেন, বিএনপি অধ্যুষিত এলাকা লালপুর-বাগাতিপাড়া। তাই মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকবে এটাই স্বাভাবিক। যারা মনোনয়ন চাচ্ছেন সবাই যোগ্য প্রার্থী। কিন্তু দল তো একটি আসন থেকে একজনকেই মনোনয়ন দেবেন। দল যেহেতু আমাকে মনোনীত করেছেন, তাই অন্যদের উচিত দলীয় সিদ্ধান্ত মেনে ধানের শীষের পক্ষে কাজ করা।