image

আমরা ভোট চুরি হতে দিবো না: হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব বার্তা পরিবেশক, কুমিল্লা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জামায়াত জোটের কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘যারা একটা সময়ে ট্রান্সমিটার চুরি করছে, মিটার চুরি করছে, যারা ব্যাংকের টাকা চুরি করছে, তারাই এখন ভোট চুরির প্রস্তুতি নিতেছে। আমরা ভোট চুরি হতে দিবো না। বরং আমাদের বিরুদ্ধেও যদি কেউ ভোট দেয়, সে যেন ভোটটা দিতে পারে আমরা সেটার ব্যবস্থা করবো। চুরি করে ভোট দিয়ে ক্ষমতায় এসে কোনো লাভ নেই।’ শনিবার, (১০ জানুয়ারী ২০২৬) দুপুরে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নে ‘ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রা’র অংশ হিসেবে আয়োজিত এক উঠান বৈঠকে হাসনাত এসব কথা বলেন।

হাসনাত আরও বলেন, ‘হারাম দিয়ে শুরু করে কখনো হালাল কাজ করা যাবে না। সেই জন্য আপনাদের (জনগণ) কাছে অনুরোধ থাকবে যারা অতীতে দুর্নীতি করেছে, দেবীদ্বারের বিভিন্ন মামলা, মিটার মামলা, এই মামলা, যেই মামলায় তারা জড়িত ছিল, যারা ঋণখেলাপীতে জড়িত ছিল, কারা ঋণখেলাপীতে জড়িত, কারা দুর্নীতি করছে এই বিষয়গুলো আপনারা জানেন এবং বুঝেন। এই বিষয়গুলো আপনাদের উপর ছেড়ে দিলাম।’ তিনি বলেন, ‘যারা কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে, তারা কখনোই কেন্দ্র দখল করতে পারবে না। যারা ভোট চুরির প্রস্তুতি নিচ্ছে, তারা কখনো ভোট চুরি করতে পারবে না। আমরা জনতাকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবো।’

শনিবার সকাল থেকে দেবীদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের মুকসাইর গ্রাম, নবীপুর বাজার, পৈরাংকুল গ্রাম, এগারোগ্রাম, যুক্তগ্রামসহ বিভিন্ন এলাকায় ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রায় অংশ নেন হাসনাত আব্দুল্লাহ। এসময় স্থানীয় এনসিপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি