চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি হারুনুর রশীদ বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতীক নাই, আওয়ামী লীগ ভোট করছে না। এখন তারা কাকে ভোট দিবে এটা তাদের পছন্দের ব্যাপার, জামায়াতে ইসলামকে দিবে অথবা বিএনপিকে দিবে। কিন্তু কেউ যদি হারুন এমপিকে ভোট দিতে চায়, আর যদি জামায়াত বলে যে আ.লীগ করে তাকে ধরেন। এরকম দু-একটা ঘটনা ঘটেছে। আমি খুব তীব্রভাবে বলেছি, যার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা নাই, এর বাইরে যেন কাউকে হয়রানি করা না হয়। এর বাইরে যদি কাউকে হয়রানি করা হয়, তাহলে জনসাধারণকে নিয়ে আমি থানা ঘেরাও করব।
শুক্রবার (১০ জানুয়ারি) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকায় কল্যাণপুর যুব সংঘের আয়োজনে ‘নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল’ খেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এই শহরে কিংবা এই দেশে আওয়ামী লীগের লোকজন বসবাস করছে। সবাই কি অপরাধ করেছে? আওয়ামী লীগের সময় আমরা বাড়িতে বসে ছিলাম, তবুও আমাদের নামে নাশকতার মামলা হয়েছে। তাই এখন যারা নিরপরাধ, কোনো অপরাধের সঙ্গে জড়িত নয়, তাদের যদি মিথ্যা মামলায় ধরে নিয়ে যাওয়া হয়, তাহলে পার্থক্যটা কোথায়?’
চারবারের সাবেক এমপি হারুনুর রশীদ বলেন, ‘আল্লাহর রহমতে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, চাঁপাইনবাবগঞ্জের সব প্রশাসনকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসব। আমার শক্তি হবে জনগণ। এখানে কোনো অন্যায় চাঁদাবাজি চলবে না। পরিষ্কার কথা, নিরপরাধ মানুষকে হয়রানি করা যাবে না। সুতরাং আমি বিএনপি করি বলে জমি দখল করব, হারুন এমপির কাছের লোক বলে যা ইচ্ছে করব, এটা হবে না। তাতে যদি আমার লোকেরা ভোট না দিবে, না দিক। পরিষ্কার কথা, মানুষকে নিরাপত্তা দিতে হবে।’