image

বগুড়া-২ আসনে মনোনয়নপত্র বৈধ, প্রার্থিতা ফিরে পেলেন মাহমুদুর রহমান মান্না

সংবাদ অনলাইন রিপোর্ট

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রোববার নির্বাচন কমিশনে তার আপিল আবেদনের শুনানির পর এ সিদ্ধান্ত দেওয়া হয়।

নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। মান্নার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব, জ্যোর্তিময় বড়ুয়াসহ কয়েকজন।

শুনানি শেষে সৈয়দ মামুন মাহবুব বলেন, “বগুড়া-২ আসনের রিটার্নিং অফিসার অত্যন্ত তুচ্ছ কারণে নাগরিক ঐক্যের সভাপতির মনোনয়নপত্র বাতিল করেছিলেন দুটি অভিযোগে—মামলার তথ্য গোপন করা এবং স্বাক্ষরের তারিখে গড়মিল। আসলে তার নামে দুটি মামলা ছিল, যা ফাইনাল রিপোর্ট হয়েছে, তাই তিনি কখনো অভিযুক্তই ছিলেন না। অন্যদিকে, এফিডেভিটে একটি স্বাক্ষর দুটি পৃষ্ঠায় দুটি ভিন্ন তারিখে দেওয়া হয়েছে। এ ধরনের স্বল্প ত্রুটি নির্বাচন কমিশন সংশোধন করার সুযোগ দেয়। আপিল মঞ্জুর হয়েছে, তাই এখন থেকে মাহমুদুর মান্না বগুড়া-২ আসনের বৈধ প্রার্থী।”

ইতোমধ্যে ঢাকা-১৮ আসনেও মান্নার মনোনয়নপত্র বৈধ হয়েছে। ফলে তিনি ঢাকা-১৮ ও বগুড়া-২—দুই আসনেই নির্বাচন করতে পারবেন।

এর আগে গত ২ জানুয়ারি বগুড়ার রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন। রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান তিনটি কারণ উল্লেখ করেছিলেন: হলফনামার এফিডেভিটে আইনজীবী ও প্রার্থীর স্বাক্ষরের তারিখ ভিন্ন হওয়া, মান্নার দাখিল করা মামলার কাগজপত্র অসম্পন্নতা এবং সম্পদ বিবরণীতে ত্রুটি থাকা।

এছাড়াও, ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) ঋণ খেলাপির তালিকায় নাম থাকায় আগে তার নির্বাচনে বাধা সৃষ্টি হয়েছিল। এ বিষয়ে হাই কোর্টের আদেশ খারিজ হওয়ার পর তিনি আপিল বিভাগে যান। গত ২৯ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক হাই কোর্টের আদেশ স্থগিত করেন এবং সিআইবির তালিকা থেকে মান্নার নাম স্থগিত করা হয়। এতে তার ঋণ সংক্রান্ত জটিলতা দূর হয়।

বগুড়ায় মনোনয়নপত্র বাতিলের পর মান্না নির্বাচন কমিশনে আপিল করেছিলেন, যা এখন মঞ্জুর হয়েছে।

এদিকে, এবার মনোনয়নপত্র বাছাইয়ের পর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। শনিবার শুরু হওয়া আপিল শুনানি আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। নির্বাচন কমিশন জানিয়েছে, শনি, রোব ও সোমবার অনুষ্ঠিত ২১০টি আপিল শুনানির রায়ের অনুলিপি সোমবার পাওয়া যাবে। আপিল নিষ্পত্তি শেষে ২০ জানুয়ারি চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা নির্ধারিত হবে এবং ২১ জানুয়ারি তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মনোনয়ন বৈধ হওয়ার পর নির্বাচন ভবনে প্রতিক্রিয়ায় মাহমুদুর রহমান মান্না বলেন, “প্রার্থিতা যাচাই-বাছাইয়ের উদ্দেশ্য কাউকে বাদ দেওয়া নয়, বরং ভুলত্রুটি থাকলে তা সংশোধনের সুযোগ দেওয়া। আইন অনুযায়ী, মনোনয়নপত্রে ত্রুটি থাকলে তাৎক্ষণিক সংশোধন বা সময় দিয়ে ঠিক করার সুযোগ রয়েছে। হলফনামায় ভুল থাকলেও সম্পূরক হলফনামা দেওয়ার বিধান আছে।”

তিনি আরও বলেন, “আমি আগেও বগুড়া থেকে নির্বাচন করেছি; এবারও করছি। অথচ আমাকে বিরোধিতা করতে যে কূটকৌশল করা হয়েছে, তা খুবই অশুভ ইঙ্গিত বহন করে। পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসন বিষয়টি নির্বাচন কমিশনের কাছে পাঠায়। না হলে মনোনয়ন বাতিলের কোনো কারণ ছিল না।”

মান্না বলেন, “রক্ত দিয়ে, জীবন দিয়ে আমরা যে অধিকারের জন্য সংগ্রাম করেছি, সেই গণতন্ত্রকে ব্যঙ্গ করার মতো ঘটনা ঘটলে দুঃখ প্রকাশ ছাড়া কিছু থাকে না। ক্ষমতার জন্য এ ধরনের ঘটনা কখনোই গণতন্ত্রের পথ হতে পারে না।”

ব্যাংক ঋণ সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “আমার বিরুদ্ধে খেলাপি হওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ইসলামী ব্যাংকের বগুড়ার বড়গোলা শাখার এক কর্মকর্তার মাধ্যমে একটি ভুয়া নোটিস তৈরি করা হয়েছিল। পরে ওই ব্যাংক কর্মকর্তা শাস্তিমূলকভাবে স্ট্যান্ড রিলিজ ও ট্রান্সফার হন। কিন্তু এই তথ্য মিডিয়ায় আসেনি।”

প্রতিদ্বন্দ্বীদের নাম উল্লেখ না করে মান্না বলেন, “রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, এটাই স্বাভাবিক। তবে কোমরের নিচে আঘাত করে কাউকে হারানোর চেষ্টা রাজনীতি নয়। ষড়যন্ত্র করে জেতা যায় না। গণতন্ত্রের লড়াই দীর্ঘস্থায়ী হলে ষড়যন্ত্র টেকে না। আজকের রায় তার প্রমাণ।”

নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “কমিশন অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছে। প্রতিপক্ষকে বাদ দিয়েই বিজয় অর্জনের মানসিকতা গণতন্ত্রকে রুদ্ধ করে।” তবে তিনি প্রশাসনের ভূমিকা নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, “পুলিশ এখন পর্যন্ত সক্রিয় বা প্রোঅ্যাকটিভ ভূমিকা রাখছে না। অনেক জায়গায় নীরবতা লক্ষ্য করা যাচ্ছে।”

‘রাজনীতি’ : আরও খবর

» বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়কসহ ১২ সদস্যের আনুষ্ঠানিক পদত্যাগ

» বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

সম্প্রতি