image

আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বাষির্কী এবং ৬ দফা দিবস পালিত

প্রতিনিধি, যুক্তরাষ্ট্র

আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বাষির্কী এবং ৬ দফা দিবস পালন করলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার।

স্থানীয় সময় রাত ৮টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি খোলা মাঠে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এর পর উদ্ধোধনী সংগীত পরিবেশন করা হয়।

ড. প্রদীপ রঞ্জন করের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধারথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান, সাবেক বিটিভিপ্রযোজন বেলাল বেগ, মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, কবি সালেহা ইসলাম ও সাবেক ছাত্র নেতা আব্দুল লতিফ বিশ্বাস।

বক্তব্য করেন ফারুক হোসেন, বখতিয়ার আহমেদ, খোরশেদবাবুল, মঞ্জুর চৌধুরী, কায়কোবাদ খান,প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ আলী সিদ্দিকী।

বক্তরা বলেন, আওয়ামীলীগের নেতৃত্বাধীন স্বাধীনতা-উত্তর সাড়ে তিন বছর বঙ্গবন্ধুর নেতৃত্ব বাংলাদেশ যখন অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাচ্ছিল তখনই কুচক্রী মহল, স্বাধীনতা বিরোধীচক্র ১৯৭৫’র ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে সংগঠনটিকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা চালানো হয়। ২০১৪ সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ‘ভিশন ২০৪১’-এর আলোকে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ, আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার ব্যক্ত করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধারথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান, ‍মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, জলি কর, তপন মোদক প্রমূখ।

‘রাজনীতি’ : আরও খবর

» ড. মঈন খান ও গোলাম সারোয়ারের প্রচারণায় মুখর নেতাকর্মীরা

» প্রাথমিকের শিক্ষার্থীদের দিয়ে ‘ধানের শীষ’ স্লোগান দেয়া ছাত্রদল নেতাকে অব্যাহতি

» শরীয়তপুরে বিএনপিতে যোগদানের পর ইউপি চেয়ারম্যান ও তার সমর্থকদের বাড়িতে রাতের আঁধারে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ

» পঞ্চগড়-১ আসন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এনসিপির সারজিস ও বিএনপির নওশাদকে শোকজ

» ছয় সমস্যা সমাধানের পথ দেখিয়ে তাসনিম জারার নির্বাচনী ইশতেহার

» শিশুদের সঠিক বিকাশে প্রাথমিক শিক্ষকদের আরও দক্ষ করার অঙ্গীকার তারেক রহমানের

সম্প্রতি