সংবাদ অনলাইন রিপোর্ট

শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

প্রীতি ফুটবল ম্যাচ

পানামাকে ২-০ গোলে হারিয়েছে বিশ্বকাপ বিজয়ী আর্জেন্টিনা

image

প্রীতি ফুটবল ম্যাচ

পানামাকে ২-০ গোলে হারিয়েছে বিশ্বকাপ বিজয়ী আর্জেন্টিনা

শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নিজ দেশের মাটিতে উৎসবের আমেজে খেলা প্রীতি ম্যাচে পানামাকে ২-০ গোলে পরাজিত করেছে। গত ডিসেম্বর মাসে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর দেশের মাটিতে আর্জেন্টিনার এটাই ছিল প্রথম ম্যাচ। আর্জেন্টিনার সুস্পষ্ট প্রাধান্য থাকা সত্ত্বেও শেষ দিকে তারা গোল করতে সমর্থ হয়। থিয়াগো আলমাদা এবং লিওনেল মেসি স্বাগতিকদের পক্ষে গোল করেন।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালনি এ ম্যাচে ঠিক বিশ্বকাপ ফাইনালের একাদশই মাঠে নামান। ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনা প্রাধান্য বিস্তার করে খেললেও দ্বিতীয়ার্ধের শেষ দিকের আগে পানামার রক্ষণভাগে ফাটল ধরাতে পারেনি তারা।

আটলান্টা ইউনাইটেডের আলমাদা ৭৯ মিনিটে প্রথম গোল করেন। মেসির ফ্রি কিক পোস্টে লেগে ফেরত গেলে ফিরতি বলে গোল করেন তিনি। এর দশ মিনিট পর মেসি ফ্রি কিক থেকে তার ক্যারিয়ারের ৮০০তম গোল করেন। তার এ গোলে মনুমেন্টাল স্টেডিয়ামে উপস্থিত ৮০ হাজার সর্তক উল্লাসে মেতে ওঠে।

ম্যাচ শেষে বিশ্বকাপ ট্রফি নিয়ে খেলোয়াড়রা দর্শকদের সামনে দিয়ে আনন্দচিত্তে প্রদক্ষিণ করেন। এ প্রসঙ্গে মেসি বলেন, ‘আমি সব সময় এ মুহূর্তটার স্বপ্নই দেখতাম। নিজ দেশে সমর্থকদের সামনে বিশ্বকাপ ট্রফিটি তুলে ধরার। আমরা দীর্ঘদিন চেষ্টা করার পর এটা জয় করতে পেরেছি। আসুন সবাই মিলে এটা নিয়ে আনন্দ করি এবং এ আনন্দ যাতে অব্যাহত রাখা যায় সেভাবে কাজ করি।’

কোচ স্ক্যালনি বলেন, ‘এ খেলোয়াড়দের প্রতি আমরা সবাই কৃতজ্ঞ। কারণ তারা না হলে এ ট্রফি জেতা সম্ভব হতো না। আর্জেন্টিনার জার্সি যারা গায়ে দেয় তারা সব সময় নিজেদের সেরাটাই দিতে চেষ্টা করে। অনেক সময় হয়তো ফল আমাদের অনুকূলে আসেনি। কিন্তু এবার আমরা অসাধ্য সাধন করেছি।’

আর্জেন্টিনা মঙ্গলবার দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে কুরাকাও এর। একই দিন পানামা কনকাকাফ নেসন্স লিগে খেলবে কোস্টা রিকার বিপক্ষে।

‘খেলা’ : আরও খবর

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের

» সহজ ম্যাচ বলে কিছু নেই: স্কালোনি

» ‘কঠিন’ গ্রুপে ব্রাজিল: কোচ আনচেলত্তি

» বোয়েটেংয়ের হ্যাটট্রিকে মোহামেডানের জয়, আবাহনীর ড্র

» শারীরিক শিক্ষা কলেজ চ্যাম্পিয়ন

» বসুন্ধরা কিংসের জয়যাত্রা

» চরম অব্যবস্থাপনার ম্যাচে জয় সাও বার্নার্দোর

» পিংকির বোলিংয়ে সিরিজে সমতায় ফিরালো বাংলাদেশ

» লাতিন বাংলা টুর্নামেন্ট উপলক্ষে ঢাকায় আসছেন কাফু ও ক্যানিজিয়া

» হোপের সেঞ্চুরি ও গ্রেভসের ফিফটিতে উইন্ডিজের লড়াই

» ভারত-দক্ষিণ আফ্রিকা অলিখিত ফাইনাল শনিবার

» তিন বছর পর প্রিমিয়ার ভলিবল লীগ

» ব্রিসবেন টেস্টে লিড নিয়েছে অস্ট্রেলিয়া

» আইসিসির মাস সেরার লড়াইয়ে তাইজুল

» ‘বাড়িতে বসেও বিশ্বকাপ দেখতে পারি’

» জিতেছে আর্সেনাল, এমবাপ্পের জোড়া গোলে জয় রেয়ালের

» টি-টোয়েন্টিতে টাইগারদের রেকর্ড সাফল্যের বছর

» প্রতিবন্ধীদের টি-টেন ক্রিকেটে চ্যাম্পিয়ন মেঘনা

» ল্যাথাম-রবীন্দ্রর জোড়া সেঞ্চুরিতে ৪৮১ রানে এগিয়ে নিউজিল্যান্ড

সম্প্রতি