টেস্ট ও ওয়ানডে সিরিজের পর আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি সিরিজেও থাকছেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস।
১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াডে একজন নতুন মুখ রয়েছেন। প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার রিপন মন্ডল। যদিও তিনি ইতোমধ্যে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এশিয়ান গেমসে। তবে সেই ম্যাচগুলো জাতীয় দলের আনুষ্ঠানিক ম্যাচ হিসেবে গণ্য হয়নি।
নাজমুল হোসেন শান্তর দল থেকে বাদ পড়ার কারণ চোটজনিত কি না কিংবা তার অনুপস্থিতির কারণেই লিটন নেতৃত্ব পেয়েছেন কি না, বিসিবির ঘোষণায় তা স্পষ্ট করা হয়নি। শুধু লিটন দাসের অধিনায়কত্বের বিষয়টি উল্লেখ করা হয়েছে। টেস্ট ও ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেওয়া মেহেদী হাসান মিরাজ রয়েছেন টি-টোয়েন্টি দলে।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল:
লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, হাসান মাহমুদ, রিপন মন্ডল।
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
টেস্ট ও ওয়ানডে সিরিজের পর আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি সিরিজেও থাকছেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস।
১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াডে একজন নতুন মুখ রয়েছেন। প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার রিপন মন্ডল। যদিও তিনি ইতোমধ্যে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এশিয়ান গেমসে। তবে সেই ম্যাচগুলো জাতীয় দলের আনুষ্ঠানিক ম্যাচ হিসেবে গণ্য হয়নি।
নাজমুল হোসেন শান্তর দল থেকে বাদ পড়ার কারণ চোটজনিত কি না কিংবা তার অনুপস্থিতির কারণেই লিটন নেতৃত্ব পেয়েছেন কি না, বিসিবির ঘোষণায় তা স্পষ্ট করা হয়নি। শুধু লিটন দাসের অধিনায়কত্বের বিষয়টি উল্লেখ করা হয়েছে। টেস্ট ও ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেওয়া মেহেদী হাসান মিরাজ রয়েছেন টি-টোয়েন্টি দলে।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল:
লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, হাসান মাহমুদ, রিপন মন্ডল।