ব্র্যাক ব্যাংক মহিলা ডেভেলপমেন্ট কাপ হকি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বিকেএসপি ও কিশোরগঞ্জ জেলা। আজ দুপুরে মওলানা ভাসানী স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর আগে শুক্রবার টুর্নামেন্টের দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে কিশোরগঞ্জ ২-১ গোলে যশোরকে হারায়। জয়ী দলের হয়ে জুমা আক্তার ও রিতু খানম একটি করে গোল করেন। যশোরের হয়ে এক গোল শোধ দেন মরিয়ম। বিমানবাহিনী টার্ফে অনুষ্ঠিত দিনের আরেক সেমিফাইনালে বিকেএসপি ১২-০ গোলে রাজশাহীকে হারায়। বিকেএসপির হয়ে অর্পিতা পাল হ্যাটট্রিকসহ চারটি, নাদিরা তালুকদার ও কিয়া আফরোজ দুটি হ্যাটট্রিক এবং বাকি দুই গোল করেন তন্নী খাতুন। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল আজ তৃতীয় স্থান নির্ধারণী এবং জয়ী দুই দল ফাইনাল ম্যাচ খেলবে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে।
শুক্রবার, ২১ মার্চ ২০২৫
ব্র্যাক ব্যাংক মহিলা ডেভেলপমেন্ট কাপ হকি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বিকেএসপি ও কিশোরগঞ্জ জেলা। আজ দুপুরে মওলানা ভাসানী স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর আগে শুক্রবার টুর্নামেন্টের দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে কিশোরগঞ্জ ২-১ গোলে যশোরকে হারায়। জয়ী দলের হয়ে জুমা আক্তার ও রিতু খানম একটি করে গোল করেন। যশোরের হয়ে এক গোল শোধ দেন মরিয়ম। বিমানবাহিনী টার্ফে অনুষ্ঠিত দিনের আরেক সেমিফাইনালে বিকেএসপি ১২-০ গোলে রাজশাহীকে হারায়। বিকেএসপির হয়ে অর্পিতা পাল হ্যাটট্রিকসহ চারটি, নাদিরা তালুকদার ও কিয়া আফরোজ দুটি হ্যাটট্রিক এবং বাকি দুই গোল করেন তন্নী খাতুন। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল আজ তৃতীয় স্থান নির্ধারণী এবং জয়ী দুই দল ফাইনাল ম্যাচ খেলবে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে।