শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে লিটন ও সৌম্য
চলতি মাসে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানে সাতটি টি-টোয়েন্টি খেলতে যাবে বাংলাদেশ। প্রায় তিন সপ্তাহের এই সফরের আগে সোমবার,(৫ এপ্রিল ২০২৫) শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হয় ব্যাক্তিগত অনুশীলন।
প্রথম দিন স্কোয়াডের বেশির ভাগ ক্রিকেটারই উপস্থিত ছিলেন না। বেলা ১১টায় শুরু হওয়া অনুশীলনে টি-টোয়েন্টির নতুন অধিনায়ক লিটন কুমার দাসের সঙ্গে যোগ দেন সৌম্য সরকার, তানজিদ হাসান ও মোস্তাফিজুর রহমান।
দলের ম্যানেজার নাফিস ইকবাল জানান, আরও দুই দিন এমন ব্যক্তিগত অনুশীলন করবেন ক্রিকেটাররা।
‘আজ মূলত ব্যক্তিগত অনুশীলন ছিল। টেস্ট সিরিজে খেলা ক্রিকেটারদের ছুটি দেয়া হয়েছে। দলের অন্যরাও খেলার মধ্যেই ছিল। আজ তাই নিজ উদ্যোগে ট্রেনিং করতে এসেছে চার জন। ৮ তারিখ থেকে আমরা দল হিসেবে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবো।’
প্রথম দিনের অনুশীলন পুরোটা দেখার সুযোগ ছিল না দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের তত্ত্বাবধানেই এ দিন অনুশীলন করেন চার ক্রিকেটার। এছাড়া স্পিন কোচ সোহেল ইসলাম, ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট এবং স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলিও ছিলেন। একই দিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ। মাঠে বসে প্রথম এক দিনের ম্যাচটি দেখেছেন জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স। এ দিনই ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
সিলেটে দুই নম্বর মাঠে সোমবার সকালে লম্বা সময় অনুশীলনে ঘাম ঝরান পেসার তানজিম হাসান। মূল মাঠে তখন খেলায় ব্যস্ত টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা পারভেজ হোসেন, শামীম হোসেন, তানভির ইসলাম ও শরিফুল ইসলাম। আগামী বুধবার দ্বিতীয় ম্যাচ খেলে জাতীয় দলে যোগ দেবেন তারা।
এছাড়া পাকিস্তান সুপার লীগ খেলতে এখন দেশের বাইরে নাহিদ রানা ও রিশাদ হোসেন। দেশের অনুশীলন ক্যাম্পে তাদের যোগ দেয়ার সুযোগ নেই। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজেও দু’জনকে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
এর বাইরে দলের নতুন সহ-অধিনায়ক শেখ মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলি ও হাসান মাহমুদ ছুটি কাটিয়ে আগামী বৃহস্পতিবারের মধ্যে জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন। আগামী ১৭ ও ১৯ মে শারজাহতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর পাকিস্তানে পাঁচ ম্যাচের সিরিজ শুরু ২৫ মে। প্রায় তিন সপ্তাহের এই সফরে ১৪ মে দেশ ছাড়ার কথা তাদের।
শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে লিটন ও সৌম্য
সোমবার, ০৫ মে ২০২৫
চলতি মাসে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানে সাতটি টি-টোয়েন্টি খেলতে যাবে বাংলাদেশ। প্রায় তিন সপ্তাহের এই সফরের আগে সোমবার,(৫ এপ্রিল ২০২৫) শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হয় ব্যাক্তিগত অনুশীলন।
প্রথম দিন স্কোয়াডের বেশির ভাগ ক্রিকেটারই উপস্থিত ছিলেন না। বেলা ১১টায় শুরু হওয়া অনুশীলনে টি-টোয়েন্টির নতুন অধিনায়ক লিটন কুমার দাসের সঙ্গে যোগ দেন সৌম্য সরকার, তানজিদ হাসান ও মোস্তাফিজুর রহমান।
দলের ম্যানেজার নাফিস ইকবাল জানান, আরও দুই দিন এমন ব্যক্তিগত অনুশীলন করবেন ক্রিকেটাররা।
‘আজ মূলত ব্যক্তিগত অনুশীলন ছিল। টেস্ট সিরিজে খেলা ক্রিকেটারদের ছুটি দেয়া হয়েছে। দলের অন্যরাও খেলার মধ্যেই ছিল। আজ তাই নিজ উদ্যোগে ট্রেনিং করতে এসেছে চার জন। ৮ তারিখ থেকে আমরা দল হিসেবে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবো।’
প্রথম দিনের অনুশীলন পুরোটা দেখার সুযোগ ছিল না দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের তত্ত্বাবধানেই এ দিন অনুশীলন করেন চার ক্রিকেটার। এছাড়া স্পিন কোচ সোহেল ইসলাম, ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট এবং স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলিও ছিলেন। একই দিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ। মাঠে বসে প্রথম এক দিনের ম্যাচটি দেখেছেন জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স। এ দিনই ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
সিলেটে দুই নম্বর মাঠে সোমবার সকালে লম্বা সময় অনুশীলনে ঘাম ঝরান পেসার তানজিম হাসান। মূল মাঠে তখন খেলায় ব্যস্ত টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা পারভেজ হোসেন, শামীম হোসেন, তানভির ইসলাম ও শরিফুল ইসলাম। আগামী বুধবার দ্বিতীয় ম্যাচ খেলে জাতীয় দলে যোগ দেবেন তারা।
এছাড়া পাকিস্তান সুপার লীগ খেলতে এখন দেশের বাইরে নাহিদ রানা ও রিশাদ হোসেন। দেশের অনুশীলন ক্যাম্পে তাদের যোগ দেয়ার সুযোগ নেই। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজেও দু’জনকে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
এর বাইরে দলের নতুন সহ-অধিনায়ক শেখ মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলি ও হাসান মাহমুদ ছুটি কাটিয়ে আগামী বৃহস্পতিবারের মধ্যে জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন। আগামী ১৭ ও ১৯ মে শারজাহতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর পাকিস্তানে পাঁচ ম্যাচের সিরিজ শুরু ২৫ মে। প্রায় তিন সপ্তাহের এই সফরে ১৪ মে দেশ ছাড়ার কথা তাদের।