বিকেল পাঁচটায় কলকাতা থেকে ঢাকায় পৌঁছানোর কথা ছিল বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের। বৈরী আবহাওয়ার কারণে ভারতের ইন্ডিগোর ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে কলকাতায় ফিরে যায়। কলকাতা থেকে সেই ফ্লাইট পুনরায় আবারও ঢাকায় এসে পৌঁছেছে রাত আটটায়।
মঙ্গলবার, (২০ মে ২০২৫) ঢাকায় বিকেল থেকে বেশ ঝড়-বৃষ্টি হয়েছে। এতে বাংলাদেশ অ-১৯ দলের ফ্লাইটটি অবতরণ করতে পারেনি। কলকাতায় ফিরে গেলে একটা উৎকণ্ঠার সৃষ্টি হয়। অনিশ্চয়তা ছিল বাংলাদেশ দল আবার কখন রওনা হবে। তবে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। সন্ধ্যা সাতটার একটু আগে আবারও কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় তারা। ঢাকা থেকে জরুরি অবতরণের পর বাংলাদেশ দলের ফুটবলাররা কলকাতায় বিমানের মধ্যেই অপেক্ষা করছিলেন।
গতকাল সোমবার বাংলাদেশ দল অরুণাচল থেকে কলকাতায় পৌঁছায়। মঙ্গলবার বিকেলে কলকাতা থেকে ঢাকায় আসার পথে বাধে বিপত্তি। অবশেষে ঢাকায় পৌঁছাল বাংলাদেশ দল। সেখান থেকে তারা সরাসরি বাফুফে ভবনে আসবে।
‘ভাগ্যের কাছে হেরেছি’, সাফ ফাইনাল প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক
অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের সব কিছু ভালোই ছিল টুর্নামেন্টে। যদিও ফাইনালে হেরে গেছি। প্রথম মিনিট গোল হজমের পরও আত্মবিশ্বাস ছিল আমরা কামব্যাক করব। সেটা করতে পেরেছি। আমার মনে হয় টাইব্রেকারে আমরা ভাগ্যের কাছে হেরেছি।’
মঙ্গলবার, ২০ মে ২০২৫
বিকেল পাঁচটায় কলকাতা থেকে ঢাকায় পৌঁছানোর কথা ছিল বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের। বৈরী আবহাওয়ার কারণে ভারতের ইন্ডিগোর ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে কলকাতায় ফিরে যায়। কলকাতা থেকে সেই ফ্লাইট পুনরায় আবারও ঢাকায় এসে পৌঁছেছে রাত আটটায়।
মঙ্গলবার, (২০ মে ২০২৫) ঢাকায় বিকেল থেকে বেশ ঝড়-বৃষ্টি হয়েছে। এতে বাংলাদেশ অ-১৯ দলের ফ্লাইটটি অবতরণ করতে পারেনি। কলকাতায় ফিরে গেলে একটা উৎকণ্ঠার সৃষ্টি হয়। অনিশ্চয়তা ছিল বাংলাদেশ দল আবার কখন রওনা হবে। তবে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। সন্ধ্যা সাতটার একটু আগে আবারও কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় তারা। ঢাকা থেকে জরুরি অবতরণের পর বাংলাদেশ দলের ফুটবলাররা কলকাতায় বিমানের মধ্যেই অপেক্ষা করছিলেন।
গতকাল সোমবার বাংলাদেশ দল অরুণাচল থেকে কলকাতায় পৌঁছায়। মঙ্গলবার বিকেলে কলকাতা থেকে ঢাকায় আসার পথে বাধে বিপত্তি। অবশেষে ঢাকায় পৌঁছাল বাংলাদেশ দল। সেখান থেকে তারা সরাসরি বাফুফে ভবনে আসবে।
‘ভাগ্যের কাছে হেরেছি’, সাফ ফাইনাল প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক
অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের সব কিছু ভালোই ছিল টুর্নামেন্টে। যদিও ফাইনালে হেরে গেছি। প্রথম মিনিট গোল হজমের পরও আত্মবিশ্বাস ছিল আমরা কামব্যাক করব। সেটা করতে পেরেছি। আমার মনে হয় টাইব্রেকারে আমরা ভাগ্যের কাছে হেরেছি।’