লাহোরে প্রথম ম্যাচ ২৭ মার্চ
দুবাইয়ে পিসিবি-বিসিবির সভাপতির বৈঠকে বাংলাদেশ দলের নতুন সফরসূচি চূড়ান্ত হয়
ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাতের কারণে বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে চলছিল অনিশ্চয়তা। সেটা দূর হলেও কমেছে ম্যাচের সংখ্যা। পাঁচ ম্যাচের নয়, পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
মঙ্গলবার, (২০ মে ২০২৫) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসন্ন সিরিজটি আয়োজনের কথা নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সব ম্যাচ হবে লাহোরে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির মধ্যে দীর্ঘ বৈঠকের পর বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান সফর করবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল সোমবার দুবাইতে লম্বা বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান নাকভি ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। দুই পক্ষের মধ্যকার বৈঠক ফলপ্রসূ হওয়ায় সিরিজটি আয়োজনের ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।
সফর নিয়ে সিদ্ধান্ত ক্রিকেটারদের ওপরই ছেড়ে দেয়া হয় বিসিবির পক্ষ থেকে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে থাকা ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করবে বিসিবি সভাপতি ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান উড়ে যান দুবাইয়ে। ক্রিকেটারদের পক্ষ থেকে অনুরোধ করা হয় সিরিজ তিন ম্যাচে নামিয়ে আনতে।
বিসিবি সূত্রে জানা গেছে, আগামী ২৪ মে পাকিস্তানে পৌছাবে বাংলাদেশ দল এবং আগামী ২৭ মে শুরু হবে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ।
আইসিসির ভবিষ্যৎ সফর সূচি অনুযায়ী এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ দলের। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে ভাবনায় রেখে পরে দুই দেশের বোর্ডের আলোচনায় ওয়ানডে সিরিজ বাদ দিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চুড়ান্ত করা হয়।
সিরিজটি শুরু হওয়ার কথা ছিল আগামী ২৫ মে। কিন্তু ভারত-পাকিস্তান যুদ্ধের প্রভাব পড়ে এই সিরিজে। পাকিস্তান সুপার লীগ স্থগিত হয়ে যাওয়ার পর আবার শুরু হলে নতুন সূচিতে ফাইনাল ম্যাচ রাখা হয় আগামী ২৫ মে, যেদিন বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার কথা।
বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দল অবস্থান করছে আরব আমিরাতে। সেখানে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলছে লিটন দাসের নেতৃত্বাধীন দল। শুরুতে দুটি ম্যাচ হওয়ার কথা থাকলেও দুই দেশের বোর্ডের সম্মতিক্রমে একটি ম্যাচ বেড়েছে। আজ সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আরব আমিরাত। সিরিজে চলছে ১-১ ব্যবধানে সমতা।
লাহোরে প্রথম ম্যাচ ২৭ মার্চ
দুবাইয়ে পিসিবি-বিসিবির সভাপতির বৈঠকে বাংলাদেশ দলের নতুন সফরসূচি চূড়ান্ত হয়
মঙ্গলবার, ২০ মে ২০২৫
ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাতের কারণে বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে চলছিল অনিশ্চয়তা। সেটা দূর হলেও কমেছে ম্যাচের সংখ্যা। পাঁচ ম্যাচের নয়, পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
মঙ্গলবার, (২০ মে ২০২৫) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসন্ন সিরিজটি আয়োজনের কথা নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সব ম্যাচ হবে লাহোরে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির মধ্যে দীর্ঘ বৈঠকের পর বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান সফর করবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল সোমবার দুবাইতে লম্বা বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান নাকভি ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। দুই পক্ষের মধ্যকার বৈঠক ফলপ্রসূ হওয়ায় সিরিজটি আয়োজনের ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।
সফর নিয়ে সিদ্ধান্ত ক্রিকেটারদের ওপরই ছেড়ে দেয়া হয় বিসিবির পক্ষ থেকে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে থাকা ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করবে বিসিবি সভাপতি ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান উড়ে যান দুবাইয়ে। ক্রিকেটারদের পক্ষ থেকে অনুরোধ করা হয় সিরিজ তিন ম্যাচে নামিয়ে আনতে।
বিসিবি সূত্রে জানা গেছে, আগামী ২৪ মে পাকিস্তানে পৌছাবে বাংলাদেশ দল এবং আগামী ২৭ মে শুরু হবে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ।
আইসিসির ভবিষ্যৎ সফর সূচি অনুযায়ী এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ দলের। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে ভাবনায় রেখে পরে দুই দেশের বোর্ডের আলোচনায় ওয়ানডে সিরিজ বাদ দিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চুড়ান্ত করা হয়।
সিরিজটি শুরু হওয়ার কথা ছিল আগামী ২৫ মে। কিন্তু ভারত-পাকিস্তান যুদ্ধের প্রভাব পড়ে এই সিরিজে। পাকিস্তান সুপার লীগ স্থগিত হয়ে যাওয়ার পর আবার শুরু হলে নতুন সূচিতে ফাইনাল ম্যাচ রাখা হয় আগামী ২৫ মে, যেদিন বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার কথা।
বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দল অবস্থান করছে আরব আমিরাতে। সেখানে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলছে লিটন দাসের নেতৃত্বাধীন দল। শুরুতে দুটি ম্যাচ হওয়ার কথা থাকলেও দুই দেশের বোর্ডের সম্মতিক্রমে একটি ম্যাচ বেড়েছে। আজ সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আরব আমিরাত। সিরিজে চলছে ১-১ ব্যবধানে সমতা।