ইমার্জিং সিরিজ
সেঞ্চুরিয়ান আশিকুর রহমান শিবলী
দক্ষিণ আফ্রিকা ইমাজিং দলের বিপক্ষে বাংলাদেশ ইমাজিং দলের হয়ে সেঞ্চুরি করেছেন আশিকুর রহমান শিবলী । মঙ্গলবার, (২০ মে ২০২৫) চট্টগ্রামে প্রথম চার দিনের ম্যাচের বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন তার ১০৪ রানের সুবাদে বাংলাদেশের স্কোরহয় ২৩৩ রান। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করার সুযোগ পায় বাংলাদেশ। বৃষ্টির কারণে ৭০ ওভার খেলা হয়েছে। ৪ উইকেট হারিয়ে ২৩৩ রান সংগ্রহ করে বাংলাদেশ প্রথম দিন শেষ করে। ওপেনিংয়ে নামা শিবলী ১৪৩ বলে ১৬ চার ও ১ ছক্কায় ১০৪ রানে রানআউট হন। বাংলাদেশের হয়ে ছয় টেস্ট খেলা শাহাদাত নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা করছেন ইমাজিং দলের হয়ে।
কঠিন লড়াইয়ে ক্রিজ আকড়ে রেখে দিন শেষ করেন ১২১ বলে ৪২ রান নিয়ে । প্রীতম কুমার অপরাজিত আছেন ৩১ রানে। দক্ষিণ আফ্রিকার হয়ে মাইকেল ফন ফুরেন, ইনোসেন্ট তুলি ও অস্টিন সাইমলেন একটি করে উইকেট নিয়েছেন। আজ ম্যাচের দ্বিতীয় দিন।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ইমাজিং দল ৭০ ওভারে ২৩৩/৪ (শিবলী ১০৪, রিজওয়ান ১২, আইচ মোল্লা ২৪, শাহাদাত ৪২, আরিফুল ৩, প্রীতম ৩১ ফন ফুরেন ১/৪২, এনটুলি ১/৮০, সিমেলানে ১/২১)।
ইমার্জিং সিরিজ
সেঞ্চুরিয়ান আশিকুর রহমান শিবলী
মঙ্গলবার, ২০ মে ২০২৫
দক্ষিণ আফ্রিকা ইমাজিং দলের বিপক্ষে বাংলাদেশ ইমাজিং দলের হয়ে সেঞ্চুরি করেছেন আশিকুর রহমান শিবলী । মঙ্গলবার, (২০ মে ২০২৫) চট্টগ্রামে প্রথম চার দিনের ম্যাচের বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন তার ১০৪ রানের সুবাদে বাংলাদেশের স্কোরহয় ২৩৩ রান। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করার সুযোগ পায় বাংলাদেশ। বৃষ্টির কারণে ৭০ ওভার খেলা হয়েছে। ৪ উইকেট হারিয়ে ২৩৩ রান সংগ্রহ করে বাংলাদেশ প্রথম দিন শেষ করে। ওপেনিংয়ে নামা শিবলী ১৪৩ বলে ১৬ চার ও ১ ছক্কায় ১০৪ রানে রানআউট হন। বাংলাদেশের হয়ে ছয় টেস্ট খেলা শাহাদাত নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা করছেন ইমাজিং দলের হয়ে।
কঠিন লড়াইয়ে ক্রিজ আকড়ে রেখে দিন শেষ করেন ১২১ বলে ৪২ রান নিয়ে । প্রীতম কুমার অপরাজিত আছেন ৩১ রানে। দক্ষিণ আফ্রিকার হয়ে মাইকেল ফন ফুরেন, ইনোসেন্ট তুলি ও অস্টিন সাইমলেন একটি করে উইকেট নিয়েছেন। আজ ম্যাচের দ্বিতীয় দিন।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ইমাজিং দল ৭০ ওভারে ২৩৩/৪ (শিবলী ১০৪, রিজওয়ান ১২, আইচ মোল্লা ২৪, শাহাদাত ৪২, আরিফুল ৩, প্রীতম ৩১ ফন ফুরেন ১/৪২, এনটুলি ১/৮০, সিমেলানে ১/২১)।