আনঅফিসিয়াল টেস্ট
দ্বিতীয় চারদিনের আনঅফিসিয়াল টেস্ট ড্র হওয়ায় সফরকারী নিউজিল্যান্ড ‘এ’ দলের কাছে চারদিনের দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে হারল বাংলাদেশ ‘এ’ দল। এরআগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ ‘এ’ দল।
শেরেবাংলা স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে ৬ উইকেট হাতে নিয়ে ৮০ রানে পিছিয়ে ছিল নিউজিল্যান্ড ‘এ’ দল। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৫৭ রানের জবাবে দিন শেষে ৪ উইকেটে ২৭৭ রান করেছিল সনফরকারী দল।
শনিবার,(২৪ মে ২০২৫) চতুর্থ ও শেষ দিন নিক কেলির সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ৩৭৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।
ফলে প্রথম ইনিংস থেকে ২২ রানের লিড পায় কিউইরা। এরপর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২ উইকেটে ৮৭ রান তোলার পর ম্যাচটি ড্র’তে শেষ হয়।
আগের দিন ৮৩ রানে অপরাজিত ছিলেন কেলি। সেঞ্চুরির স্বাদ নিয়ে ১০৩ রানে আউট হন তিনি। ১৬৭ বল খেলে ৭টি চার ও ৬টি ছক্কা মারেন কেলি।
৪৪ রান নিয়ে শুরু করে ৫৮ রানে আউট হন ম্যাথু বয়লি। ইনিংসের শেষ দিকে ডিন ফক্সক্রফট ২৭, জ্যাকারি ফকস ১৪ ও জেইডেন লিনক্স ২০ রানের সুবাদে লিড পায় নিউজিল্যান্ড। এই ইনিংসে বাংলাদেশের হয়ে স্পিনার নাইম হাসান ৪টি ও পেসার খালেদ আহমেদ ৩ উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে ২৯ রানের সূচনা করে বাংলাদেশ। ২৩ বলে ২৪ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন এনামুল হক। তিন নাম্বারে নেমে ১৬ রানে আউট হন সাইফ হাসান। এতে ৫১ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।
তৃতীয় উইকেটে ৩৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ম্যাচটি ড্র’তে শেষ করেন ওপেনার জাকির হাসান ও অমিত হাসান।
জাকির ২৪ ও অমিত ২১ রানে অপরাজিত ছিলেন চলতি বছর আরও একটি সিরিজ হওয়ার কথা বাংলাদেশ ‘এ’ দলের। সব ঠিক থাকলে আগামী অগাস্টে দুটি চার দিনের ও ছয়টি টি-টোয়েন্টি খেলতে অস্ট্রেলিয়ায় যাবে তারা।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ‘এ’ ৩৫৭ ও ২৪ ওভারে ৮৭/২ (এনামুল ২৪, জাকির ২৪*, সাইফ ১৬, অমিত ২১*, ফোকস ১/২৮, লিস্টার ১/১৭)।
নিউজিল্যান্ড ‘এ’ ১ম ইনিংস (আগের দিন ২৭৭/৪) ৩৭৯ (কেলি ১০৩, বয়েল ৫৮, ফক্সক্রফট ২৭, ফোকস ১৪, লেনক্স ২০ ম, খালেদ ৩/১০০, নাঈম ৪/১০২, সাইফ ১/১৮)। ম্যাচসেরা: নিক কেলি।
আনঅফিসিয়াল টেস্ট
শনিবার, ২৪ মে ২০২৫
দ্বিতীয় চারদিনের আনঅফিসিয়াল টেস্ট ড্র হওয়ায় সফরকারী নিউজিল্যান্ড ‘এ’ দলের কাছে চারদিনের দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে হারল বাংলাদেশ ‘এ’ দল। এরআগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ ‘এ’ দল।
শেরেবাংলা স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে ৬ উইকেট হাতে নিয়ে ৮০ রানে পিছিয়ে ছিল নিউজিল্যান্ড ‘এ’ দল। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৫৭ রানের জবাবে দিন শেষে ৪ উইকেটে ২৭৭ রান করেছিল সনফরকারী দল।
শনিবার,(২৪ মে ২০২৫) চতুর্থ ও শেষ দিন নিক কেলির সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ৩৭৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।
ফলে প্রথম ইনিংস থেকে ২২ রানের লিড পায় কিউইরা। এরপর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২ উইকেটে ৮৭ রান তোলার পর ম্যাচটি ড্র’তে শেষ হয়।
আগের দিন ৮৩ রানে অপরাজিত ছিলেন কেলি। সেঞ্চুরির স্বাদ নিয়ে ১০৩ রানে আউট হন তিনি। ১৬৭ বল খেলে ৭টি চার ও ৬টি ছক্কা মারেন কেলি।
৪৪ রান নিয়ে শুরু করে ৫৮ রানে আউট হন ম্যাথু বয়লি। ইনিংসের শেষ দিকে ডিন ফক্সক্রফট ২৭, জ্যাকারি ফকস ১৪ ও জেইডেন লিনক্স ২০ রানের সুবাদে লিড পায় নিউজিল্যান্ড। এই ইনিংসে বাংলাদেশের হয়ে স্পিনার নাইম হাসান ৪টি ও পেসার খালেদ আহমেদ ৩ উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে ২৯ রানের সূচনা করে বাংলাদেশ। ২৩ বলে ২৪ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন এনামুল হক। তিন নাম্বারে নেমে ১৬ রানে আউট হন সাইফ হাসান। এতে ৫১ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।
তৃতীয় উইকেটে ৩৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ম্যাচটি ড্র’তে শেষ করেন ওপেনার জাকির হাসান ও অমিত হাসান।
জাকির ২৪ ও অমিত ২১ রানে অপরাজিত ছিলেন চলতি বছর আরও একটি সিরিজ হওয়ার কথা বাংলাদেশ ‘এ’ দলের। সব ঠিক থাকলে আগামী অগাস্টে দুটি চার দিনের ও ছয়টি টি-টোয়েন্টি খেলতে অস্ট্রেলিয়ায় যাবে তারা।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ‘এ’ ৩৫৭ ও ২৪ ওভারে ৮৭/২ (এনামুল ২৪, জাকির ২৪*, সাইফ ১৬, অমিত ২১*, ফোকস ১/২৮, লিস্টার ১/১৭)।
নিউজিল্যান্ড ‘এ’ ১ম ইনিংস (আগের দিন ২৭৭/৪) ৩৭৯ (কেলি ১০৩, বয়েল ৫৮, ফক্সক্রফট ২৭, ফোকস ১৪, লেনক্স ২০ ম, খালেদ ৩/১০০, নাঈম ৪/১০২, সাইফ ১/১৮)। ম্যাচসেরা: নিক কেলি।