নারায়ণগঞ্জ জেলার আই ই টি সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে আন্তর্জাতিক র্যাপিড স্কুল চেস টুর্নামেন্টে ষষ্ঠ থেকে দশম শ্রেণী বিভাগে বাংলাদেশ ওপেন স্কুলের ছাত্র মো. সাজিদুল ইসলাম ৭ ম্যাচে শতভাগ জয় নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। ৭ জয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণী বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের সাফায়েত কিবরিয়া আজান।
শতবর্ষ উদ্যাপন কমিটির আহ্বায়ক মর্তুজা শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ পুলিশের ডিআইজি ও দাবা ফেডারেশনের সহ-সভাপতি ড. শোয়েব রিয়াজ আলম বিজয়ীদের হাতে ট্রফি, অর্থ পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পাক্ষিক ক্রীড়াজগত সম্পাদক মাহমুদ হোসেন খান দুলাল ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি আঞ্জুমান আরা আকসির।
এর আগে সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন গ্র্যান্ডমাস্টার মোল্লা আবদুল্লাহ আল রাকিব।
প্রথম থেকে পঞ্চম শ্রেণী বিভাগে রানারআপ থেকে দ্বাদশ হয়েছেন যথাক্রমে জোয়েনা মেহবিস, মো. মাবরুর রাদ, নিয়ামুল কাঞ্চন আয়াত, অরণ্য রায়, আরিয়ান সামির আনান, নীলাভ কুমার গুপ্ত, অনুপ্রিয়া সাহা, তালিব আহমদ মাহরুস শাহরিদ শায়ান, তাসকিন রহমান ও আজমান ইউসুফ আয়ান।
অন্যদিকে ষষ্ঠ থেকে দশম শ্রেণী বিভাগে রানারআপ থেকে দ্বাদশ হয়েছেন যথাক্রমে রায়ান রশিদ মুগ্ধ, ফাহাদ বিন আবু আহসান, নারী ক্যান্ডিডেটমাস্টার নীলাভা চৌধুরী, আমিনুল হাসান সুদিন, সিয়াম চৌধুরী, মো. রিয়াদ রহমান, আসফাক সাফিন আহনাফ, মো. আবিদুর রহমান, মো. রোহান খান, শিমন আহমেদ ও জাকিয়া আক্তার।
হেরিটেজ স্কুলের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টে মোট ৬০ হাজার টাকার অর্থ পুরস্কার দেয়া হয়। ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে বিভিন্ন স্কুলের ৮০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। খেলা পরিচালনা করেন আন্তর্জাতিক আরবিটার হারুন অর রশিদ ও ফিদে আরবিটার মোহাম্মদ শামীম।
শনিবার, ২৪ মে ২০২৫
নারায়ণগঞ্জ জেলার আই ই টি সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে আন্তর্জাতিক র্যাপিড স্কুল চেস টুর্নামেন্টে ষষ্ঠ থেকে দশম শ্রেণী বিভাগে বাংলাদেশ ওপেন স্কুলের ছাত্র মো. সাজিদুল ইসলাম ৭ ম্যাচে শতভাগ জয় নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। ৭ জয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণী বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের সাফায়েত কিবরিয়া আজান।
শতবর্ষ উদ্যাপন কমিটির আহ্বায়ক মর্তুজা শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ পুলিশের ডিআইজি ও দাবা ফেডারেশনের সহ-সভাপতি ড. শোয়েব রিয়াজ আলম বিজয়ীদের হাতে ট্রফি, অর্থ পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পাক্ষিক ক্রীড়াজগত সম্পাদক মাহমুদ হোসেন খান দুলাল ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি আঞ্জুমান আরা আকসির।
এর আগে সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন গ্র্যান্ডমাস্টার মোল্লা আবদুল্লাহ আল রাকিব।
প্রথম থেকে পঞ্চম শ্রেণী বিভাগে রানারআপ থেকে দ্বাদশ হয়েছেন যথাক্রমে জোয়েনা মেহবিস, মো. মাবরুর রাদ, নিয়ামুল কাঞ্চন আয়াত, অরণ্য রায়, আরিয়ান সামির আনান, নীলাভ কুমার গুপ্ত, অনুপ্রিয়া সাহা, তালিব আহমদ মাহরুস শাহরিদ শায়ান, তাসকিন রহমান ও আজমান ইউসুফ আয়ান।
অন্যদিকে ষষ্ঠ থেকে দশম শ্রেণী বিভাগে রানারআপ থেকে দ্বাদশ হয়েছেন যথাক্রমে রায়ান রশিদ মুগ্ধ, ফাহাদ বিন আবু আহসান, নারী ক্যান্ডিডেটমাস্টার নীলাভা চৌধুরী, আমিনুল হাসান সুদিন, সিয়াম চৌধুরী, মো. রিয়াদ রহমান, আসফাক সাফিন আহনাফ, মো. আবিদুর রহমান, মো. রোহান খান, শিমন আহমেদ ও জাকিয়া আক্তার।
হেরিটেজ স্কুলের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টে মোট ৬০ হাজার টাকার অর্থ পুরস্কার দেয়া হয়। ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে বিভিন্ন স্কুলের ৮০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। খেলা পরিচালনা করেন আন্তর্জাতিক আরবিটার হারুন অর রশিদ ও ফিদে আরবিটার মোহাম্মদ শামীম।