নওয়াজের হ্যাটট্রিকে ত্রিদেশীয় শিরোপা পাকিস্তানের
হ্যাটট্রিকম্যান নওয়াজকে নিয়ে পাকিস্তান দলের উল্লাস
বাঁ-হাতি স্পিনার নওয়াজের হ্যাটট্রিকে পাকিস্তান ৭৫ রানে আফগানিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শিরোপা জয় করেছে। গতকাল রোববার রাতে শারজায় অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানের ১৪১/৮ রানের জবাবে আফগানিস্তান ২৫ বল বাকি থাকতে ৬৬ রানে অলআউট হয়। হ্যাটট্রিকসহ ৫ উইকেট নেন নওয়াজ।
পাকিস্তানের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করলেন নওয়াজ। ৪ ওভারে ১৯ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন নওয়াজ। মোট ১০ উইকেট নিয়ে সিরিজ সেরাও হন তিনি।
এই জয়ে মাইক হেসনের কোচিংয়ে গত ১৩ ম্যাচের মধ্যে ১০টিতে জয়ের স্বাদ পেল পাকিস্তান। অধিনায়ক সালমান আগা মনে করেন, এই ধারাবাহিকতাই দলকে এশিয়া কাপে দেবে বাড়তি আত্মবিশ্বাস। আগামী ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের এবারের এশিয়া কাপ অভিযান।
ফাইনাল শেষে আগা বলেন, ‘এই সিরিজ আমাদের জন্য কঠিন ছিল, তবে লক্ষ্য সবসময় ছিল এশিয়া কাপের প্রস্তুতি। অবশ্যই আমরা জিততে চেয়েছিলাম, কিন্তু বড় উদ্দেশ্য ছিল তৈরি হওয়া। বাংলাদেশ সিরিজ থেকে আমরা দল গঠনে মনোযোগ দিয়েছি। এখন আমরা ভালো অবস্থানে আছি এবং আমি বিশ্বাস করি, আমরা পুরোপুরি প্রস্তুত।’
অভিজ্ঞ অলরাউন্ডার নাওয়াজ ত্রিদেশীয় সিরিজে ছিলেন অনন্য। ব্যাট হাতে ১২ রান করলেও বল হাতে নিলেন ১০ উইকেট। ফাইনালে একাই শিকার করেন ৫ উইকেট, যার মধ্যে ছিল দুর্দান্ত এক হ্যাটট্রিক। দারবিশ রাসুলি, আজমাতউল্লাহ ওমরজাই ও ইব্রাহিম জাদরানকে আউট করে টি–টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে তৃতীয় হ্যাটট্রিকের কীর্তি গড়েন।
নাওয়াজের প্রশংসায় ভাসিয়ে অধিনায়ক বলেন, ‘ফিরে আসার পর থেকে ও অসাধারণ পারফরম করছে -ব্যাট, বল আর ফিল্ডিংয়ে। কঠিন সময়ে ওর ওপর ভরসা করা যায়। অনেকে আলোচনা করেছে দুই স্পিনার খেলানো নিয়ে, তবে আমাদের সিদ্ধান্ত সবসময় নির্ভর করে পরিস্থিতির ওপর। আজকের দিনে দুই স্পিনার খেলানো আমাদের জন্য কার্যকর ছিল।’
১৪২ রান তাড়া করতে নেমে ২৮ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় আফগানিস্তান। এরপর বল হাতে তাদের মিডল অর্ডারে ধস নামান নওয়াজ। ৬ বল ও ৩ রানের ব্যবধানে হ্যাটট্রিকসহ ৪ উইকেট শিকার করেন তিনি। ষষ্ঠ ওভারের শেষ দুই বলে রাসুলি-আজমতুল্লাহ ওমরাজাইকে শূন্যতে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলেন নওয়াজ। অষ্টম ওভারের প্রথম বলে ইব্রাহিম জাদরানকে ৯ রানে শিকার করে হ্যাটট্রিক পূর্ণ করেন নওয়াজ। একই ওভারের চতুর্থ বলে করিম জানাতকে খালি হাতে বিদায় দেন তিনি। এতে ৩২ রানে ৬ উইকেটে পরিণত হয় আফগানিস্তান। শেষ পর্যন্ত ১৫.৫ ওভারে ৬৬ রানে অলআউট হয় আফগানিস্তান।
নওয়াজের ৫ উইকেট ছাড়া সুফিয়ান মুকিন ৯ রানে ২টি, আবরার আহমেদ ১৭ রানে ২টি এবং শাহিন আফ্রিদি ৭ রানে এক উইকেট নেন।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রানের সংগ্রহ পায় পাকিস্তান। সর্বোচ্চ ২৭ করেন ফখর জামান, মোহাম্মদ নাওয়াজ করেন ২৫ ও আধিনায়ক সালমান আগা ২৪। রশিদ খান নেন ৩ এবং ফারুকি ও নূর আহমেদ নেন ২টি করে উইকেট।
নওয়াজের হ্যাটট্রিকে ত্রিদেশীয় শিরোপা পাকিস্তানের
হ্যাটট্রিকম্যান নওয়াজকে নিয়ে পাকিস্তান দলের উল্লাস
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
বাঁ-হাতি স্পিনার নওয়াজের হ্যাটট্রিকে পাকিস্তান ৭৫ রানে আফগানিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শিরোপা জয় করেছে। গতকাল রোববার রাতে শারজায় অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানের ১৪১/৮ রানের জবাবে আফগানিস্তান ২৫ বল বাকি থাকতে ৬৬ রানে অলআউট হয়। হ্যাটট্রিকসহ ৫ উইকেট নেন নওয়াজ।
পাকিস্তানের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করলেন নওয়াজ। ৪ ওভারে ১৯ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন নওয়াজ। মোট ১০ উইকেট নিয়ে সিরিজ সেরাও হন তিনি।
এই জয়ে মাইক হেসনের কোচিংয়ে গত ১৩ ম্যাচের মধ্যে ১০টিতে জয়ের স্বাদ পেল পাকিস্তান। অধিনায়ক সালমান আগা মনে করেন, এই ধারাবাহিকতাই দলকে এশিয়া কাপে দেবে বাড়তি আত্মবিশ্বাস। আগামী ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের এবারের এশিয়া কাপ অভিযান।
ফাইনাল শেষে আগা বলেন, ‘এই সিরিজ আমাদের জন্য কঠিন ছিল, তবে লক্ষ্য সবসময় ছিল এশিয়া কাপের প্রস্তুতি। অবশ্যই আমরা জিততে চেয়েছিলাম, কিন্তু বড় উদ্দেশ্য ছিল তৈরি হওয়া। বাংলাদেশ সিরিজ থেকে আমরা দল গঠনে মনোযোগ দিয়েছি। এখন আমরা ভালো অবস্থানে আছি এবং আমি বিশ্বাস করি, আমরা পুরোপুরি প্রস্তুত।’
অভিজ্ঞ অলরাউন্ডার নাওয়াজ ত্রিদেশীয় সিরিজে ছিলেন অনন্য। ব্যাট হাতে ১২ রান করলেও বল হাতে নিলেন ১০ উইকেট। ফাইনালে একাই শিকার করেন ৫ উইকেট, যার মধ্যে ছিল দুর্দান্ত এক হ্যাটট্রিক। দারবিশ রাসুলি, আজমাতউল্লাহ ওমরজাই ও ইব্রাহিম জাদরানকে আউট করে টি–টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে তৃতীয় হ্যাটট্রিকের কীর্তি গড়েন।
নাওয়াজের প্রশংসায় ভাসিয়ে অধিনায়ক বলেন, ‘ফিরে আসার পর থেকে ও অসাধারণ পারফরম করছে -ব্যাট, বল আর ফিল্ডিংয়ে। কঠিন সময়ে ওর ওপর ভরসা করা যায়। অনেকে আলোচনা করেছে দুই স্পিনার খেলানো নিয়ে, তবে আমাদের সিদ্ধান্ত সবসময় নির্ভর করে পরিস্থিতির ওপর। আজকের দিনে দুই স্পিনার খেলানো আমাদের জন্য কার্যকর ছিল।’
১৪২ রান তাড়া করতে নেমে ২৮ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় আফগানিস্তান। এরপর বল হাতে তাদের মিডল অর্ডারে ধস নামান নওয়াজ। ৬ বল ও ৩ রানের ব্যবধানে হ্যাটট্রিকসহ ৪ উইকেট শিকার করেন তিনি। ষষ্ঠ ওভারের শেষ দুই বলে রাসুলি-আজমতুল্লাহ ওমরাজাইকে শূন্যতে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলেন নওয়াজ। অষ্টম ওভারের প্রথম বলে ইব্রাহিম জাদরানকে ৯ রানে শিকার করে হ্যাটট্রিক পূর্ণ করেন নওয়াজ। একই ওভারের চতুর্থ বলে করিম জানাতকে খালি হাতে বিদায় দেন তিনি। এতে ৩২ রানে ৬ উইকেটে পরিণত হয় আফগানিস্তান। শেষ পর্যন্ত ১৫.৫ ওভারে ৬৬ রানে অলআউট হয় আফগানিস্তান।
নওয়াজের ৫ উইকেট ছাড়া সুফিয়ান মুকিন ৯ রানে ২টি, আবরার আহমেদ ১৭ রানে ২টি এবং শাহিন আফ্রিদি ৭ রানে এক উইকেট নেন।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রানের সংগ্রহ পায় পাকিস্তান। সর্বোচ্চ ২৭ করেন ফখর জামান, মোহাম্মদ নাওয়াজ করেন ২৫ ও আধিনায়ক সালমান আগা ২৪। রশিদ খান নেন ৩ এবং ফারুকি ও নূর আহমেদ নেন ২টি করে উইকেট।