ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
১৭তম এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। গতকাল রোববার রাতে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে রেকর্ড নবমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পড়ে ভারত। ।
শিরোপা জয়ের জন্য ভারত ৩ কোটি ৬৩ লাখ টাকা পুরস্কার পেয়েছে।
রানার্সআপ হয়ে পাকিস্তান পেয়েছে ১ কোটি ৮২ লাখ টাকা।
ফাইনালে ম্যাচ জয়ী ইনিংস খেলার জন্য সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিলক ভার্মা। টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ হাফ-সেঞ্চুরির ইনিংসে ৫৩ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৬৯ রান করেন তিনি।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন ভারতীয় দলের ওপেনার অভিষেক শর্মা। ৭ ম্যাচ খেলে ৭ ইনিংসে ৩টি হাফ-সেঞ্চুরিতে ৪৪.৮৫ গড় ও ২শ’ স্ট্রাইক রেটে টুর্নামেন্টে সর্বোচ্চ ৩১৪ রান করেন তিনি। সুপার ফোরেই টুর্নামেন্টে সবটিতেই হাফ-সেঞ্চুরি করেন অভিষেক। পাকিস্তানের বিপক্ষে ৩৯ বলে ৭৪, বাংলাদেশের বিপক্ষে ৩৭ বলে ৭৫ এবং শ্রীলঙ্কার বিপক্ষে ৩১ বলে ৬১ রান করেন এ বাঁ-হাতি ব্যাটার।
এবারের এশিয়া কাপের পুরস্কার
রানার্সআপ: পাকিস্তান (১ কোটি ৮২ লাখ টাকা)।
ফাইনালের সেরা খেলোয়াড়: তিলক ভার্মা (ভারত)।
গেম চেঞ্জার অব দ্য ফাইনাল ম্যাচ: শিবম দুবে (ভারত)।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড়: অভিষেক শর্মা (ভারত)
টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়: কুলদীপ যাদব (ভারত)
সর্বোচ্চ রান সংগ্রাহক: অভিষেক শর্মা (ভারত)- ৩১৪ রান
সর্বোচ্চ উইকেট শিকারি: কুলদীপ যাদব (ভারত)- ১৭ উইকেট
সবচেয়ে বেশি ছক্কা: অভিষেক শর্মা (ভারত)- ১৯টি
টুর্নামেন্টে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস: পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা)
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
১৭তম এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। গতকাল রোববার রাতে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে রেকর্ড নবমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পড়ে ভারত। ।
শিরোপা জয়ের জন্য ভারত ৩ কোটি ৬৩ লাখ টাকা পুরস্কার পেয়েছে।
রানার্সআপ হয়ে পাকিস্তান পেয়েছে ১ কোটি ৮২ লাখ টাকা।
ফাইনালে ম্যাচ জয়ী ইনিংস খেলার জন্য সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিলক ভার্মা। টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ হাফ-সেঞ্চুরির ইনিংসে ৫৩ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৬৯ রান করেন তিনি।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন ভারতীয় দলের ওপেনার অভিষেক শর্মা। ৭ ম্যাচ খেলে ৭ ইনিংসে ৩টি হাফ-সেঞ্চুরিতে ৪৪.৮৫ গড় ও ২শ’ স্ট্রাইক রেটে টুর্নামেন্টে সর্বোচ্চ ৩১৪ রান করেন তিনি। সুপার ফোরেই টুর্নামেন্টে সবটিতেই হাফ-সেঞ্চুরি করেন অভিষেক। পাকিস্তানের বিপক্ষে ৩৯ বলে ৭৪, বাংলাদেশের বিপক্ষে ৩৭ বলে ৭৫ এবং শ্রীলঙ্কার বিপক্ষে ৩১ বলে ৬১ রান করেন এ বাঁ-হাতি ব্যাটার।
এবারের এশিয়া কাপের পুরস্কার
রানার্সআপ: পাকিস্তান (১ কোটি ৮২ লাখ টাকা)।
ফাইনালের সেরা খেলোয়াড়: তিলক ভার্মা (ভারত)।
গেম চেঞ্জার অব দ্য ফাইনাল ম্যাচ: শিবম দুবে (ভারত)।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড়: অভিষেক শর্মা (ভারত)
টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়: কুলদীপ যাদব (ভারত)
সর্বোচ্চ রান সংগ্রাহক: অভিষেক শর্মা (ভারত)- ৩১৪ রান
সর্বোচ্চ উইকেট শিকারি: কুলদীপ যাদব (ভারত)- ১৭ উইকেট
সবচেয়ে বেশি ছক্কা: অভিষেক শর্মা (ভারত)- ১৯টি
টুর্নামেন্টে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস: পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা)