ট্রফি ছাড়াই ভারতীয় খেলোয়াড়দের এশিয়া কাপের শিরোপা উদযাপন
এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এবারই প্রথম ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। যেখানে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। তবে মাঠের লড়াই ছাপিয়ে গেছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের নাটকীয়তায়।
ম্যাচ শেষে পরিকল্পনা অনুযায়ী পাকিস্তানের কোনো খেলোয়াড়ের সঙ্গে হাত মেলাননি ভারতের দুই অপরাজিত ব্যাটার রিংকু সিং ও তিলক ভার্মা। ভারত জানায়, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে পুরস্কার নেবে না তারা। একই সঙ্গে অনুরোধ করে, এমিরেটস বোর্ডের ভাইস-চেয়ারম্যান খালিদ আল জারুনি যেন তাদের হাতে ট্রফি তুলে দেয়। এসিসি কর্তারা আলোচনা করলেও ফিরিয়ে দেয়া হয় ভারতের অনুরোধ।
মহসিন নকভি মাঠে অপেক্ষা করলেও পুরস্কার নিতে যাননি ভারত অধিনায়ক। অনুষ্ঠানের সঞ্চালক সাইমন ডুল জানান, পাকিস্তানের ক্রিকেটারদের পদক দেবেন নকভি। কিন্তু তার বদলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে পদক নেন সালমান আলী আগার দল ।
ভারত পুরস্কার না নেয়ার সিদ্ধান্ত জানালে সঞ্চালক সাইমন ডুল বলেন, ‘আমাকে এসিসি থেকে জানানো হয়েছে যে ভারতীয় ক্রিকেট দল পুরষ্কার গ্রহণ করবে না। তাই পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখানেই শেষ।’ নকভিসহ এসিসির সকল কর্তা স্টেডিয়াম থেকে বেরিয়ে গেলে ভারতীয় দল মঞ্চে এসে সেলফি তুলে। এ সময় দলের সকল সদস্য এবং কোচিং স্টাফরা যোগ দেন ফটোসেশনে।
এ সময় খালি হাতে উদযাপন করতেও দেখা যায় ভারতকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মার ট্রফি নিতে যাওয়ার ভঙ্গি নকল করেন অধিনায়ক সূর্যকুমার যাদব। কিন্তু তিনি ট্রফি পাননি। কাল্পনিক ট্রফি নিয়েই ভারতের জয় উদযাপন করেন।
ট্রফি ছাড়াই ভারতীয় খেলোয়াড়দের এশিয়া কাপের শিরোপা উদযাপন
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এবারই প্রথম ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। যেখানে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। তবে মাঠের লড়াই ছাপিয়ে গেছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের নাটকীয়তায়।
ম্যাচ শেষে পরিকল্পনা অনুযায়ী পাকিস্তানের কোনো খেলোয়াড়ের সঙ্গে হাত মেলাননি ভারতের দুই অপরাজিত ব্যাটার রিংকু সিং ও তিলক ভার্মা। ভারত জানায়, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে পুরস্কার নেবে না তারা। একই সঙ্গে অনুরোধ করে, এমিরেটস বোর্ডের ভাইস-চেয়ারম্যান খালিদ আল জারুনি যেন তাদের হাতে ট্রফি তুলে দেয়। এসিসি কর্তারা আলোচনা করলেও ফিরিয়ে দেয়া হয় ভারতের অনুরোধ।
মহসিন নকভি মাঠে অপেক্ষা করলেও পুরস্কার নিতে যাননি ভারত অধিনায়ক। অনুষ্ঠানের সঞ্চালক সাইমন ডুল জানান, পাকিস্তানের ক্রিকেটারদের পদক দেবেন নকভি। কিন্তু তার বদলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে পদক নেন সালমান আলী আগার দল ।
ভারত পুরস্কার না নেয়ার সিদ্ধান্ত জানালে সঞ্চালক সাইমন ডুল বলেন, ‘আমাকে এসিসি থেকে জানানো হয়েছে যে ভারতীয় ক্রিকেট দল পুরষ্কার গ্রহণ করবে না। তাই পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখানেই শেষ।’ নকভিসহ এসিসির সকল কর্তা স্টেডিয়াম থেকে বেরিয়ে গেলে ভারতীয় দল মঞ্চে এসে সেলফি তুলে। এ সময় দলের সকল সদস্য এবং কোচিং স্টাফরা যোগ দেন ফটোসেশনে।
এ সময় খালি হাতে উদযাপন করতেও দেখা যায় ভারতকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মার ট্রফি নিতে যাওয়ার ভঙ্গি নকল করেন অধিনায়ক সূর্যকুমার যাদব। কিন্তু তিনি ট্রফি পাননি। কাল্পনিক ট্রফি নিয়েই ভারতের জয় উদযাপন করেন।