শারজায় দারুণ এক নাটকীয় লড়াই শেষে আফগানিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। শেষ ওভারের রোমাঞ্চে মাত্র ২ উইকেট হাতে রেখেই ৫ বল আগে জয় নিশ্চিত করে টাইগাররা। আর ব্যাট–বল হাতে দুর্দান্ত নৈপুণ্যে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন শরীফুল ইসলাম।
আফগানিস্তানের করা ৫ উইকেটে ১৪৭ রান তাড়া করতে নেমে শুরুতে ধস নামে বাংলাদেশের টপ অর্ডারে। মাত্র ২৪ রানে হারায় তিন উইকেট। তবে জাকের আলী ও শামীম হোসেনের ৩৭ বলে ৫৬ রানের জুটি দলকে জয়ের ভিত গড়ে দেয়। জাকের ২৫ বলে ৩৩ এবং শামীম ২২ বলে ৩৩ রান করেন। কিন্তু তাঁদের বিদায়ের পর আবারও চাপের মুখে পড়ে দল।
শেষদিকে দায়িত্ব নেন নুরুল হাসান সোহান ও শরীফুল ইসলাম। ১৯তম ওভারে দুজনের ঝড়ো ব্যাটিংয়ে আসে ১৭ রান, যা ম্যাচ ঘুরিয়ে দেয় বাংলাদেশের পক্ষে। নুরুল ২১ বলে ৩১ রানে অপরাজিত থাকেন, সঙ্গে শরীফুল ৭ বলে ১১ রানের ঝটপট ইনিংস খেলেন।
এর আগে বোলিংয়ে প্রথম তিন ওভারে মাত্র ৯ রান দিয়ে চাপে রেখেছিলেন শরীফুল। ডেথ ওভারে ইয়র্কারে গুরবাজকে বোল্ড করে আফগানিস্তানের বড় সংগ্রহের স্বপ্ন ভেঙে দেন। শেষ পর্যন্ত তাঁর বোলিং ফিগার দাঁড়ায় ৪-০-১৩-১।
বল হাতে নিয়ন্ত্রিত স্পেল আর ব্যাট হাতে দায়িত্বশীল ইনিংসের জন্যই ম্যাচসেরা হন এই বাঁহাতি পেসার।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। আগের দুই জয় মিলিয়ে আফগানিস্তানের বিপক্ষে টানা তৃতীয়বার জয়ের স্বাদ পেল টাইগাররা।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান: ২০ ওভারে ১৪৭/৫ (জাদরান ৩৮, গুরবাজ ৩০, আতাল ২৩, নবী ২০*, ওমরজাই ১৯*; নাসুম ২/২৫, রিশাদ ২/৪৫, শরীফুল ১/১৩)। বাংলাদেশ: ১৯.১ ওভারে ১৫০/৮ (শামীম ৩৩, জাকের ৩২, নুরুল ৩১*, সাইফ ১৮; ওমরজাই ৪/২৩, রশিদ ২/২৯)। ফল: বাংলাদেশ ২ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: শরীফুল ইসলাম। সিরিজ: তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ ২–০ ব্যবধানে এগিয়ে।
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫
শারজায় দারুণ এক নাটকীয় লড়াই শেষে আফগানিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। শেষ ওভারের রোমাঞ্চে মাত্র ২ উইকেট হাতে রেখেই ৫ বল আগে জয় নিশ্চিত করে টাইগাররা। আর ব্যাট–বল হাতে দুর্দান্ত নৈপুণ্যে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন শরীফুল ইসলাম।
আফগানিস্তানের করা ৫ উইকেটে ১৪৭ রান তাড়া করতে নেমে শুরুতে ধস নামে বাংলাদেশের টপ অর্ডারে। মাত্র ২৪ রানে হারায় তিন উইকেট। তবে জাকের আলী ও শামীম হোসেনের ৩৭ বলে ৫৬ রানের জুটি দলকে জয়ের ভিত গড়ে দেয়। জাকের ২৫ বলে ৩৩ এবং শামীম ২২ বলে ৩৩ রান করেন। কিন্তু তাঁদের বিদায়ের পর আবারও চাপের মুখে পড়ে দল।
শেষদিকে দায়িত্ব নেন নুরুল হাসান সোহান ও শরীফুল ইসলাম। ১৯তম ওভারে দুজনের ঝড়ো ব্যাটিংয়ে আসে ১৭ রান, যা ম্যাচ ঘুরিয়ে দেয় বাংলাদেশের পক্ষে। নুরুল ২১ বলে ৩১ রানে অপরাজিত থাকেন, সঙ্গে শরীফুল ৭ বলে ১১ রানের ঝটপট ইনিংস খেলেন।
এর আগে বোলিংয়ে প্রথম তিন ওভারে মাত্র ৯ রান দিয়ে চাপে রেখেছিলেন শরীফুল। ডেথ ওভারে ইয়র্কারে গুরবাজকে বোল্ড করে আফগানিস্তানের বড় সংগ্রহের স্বপ্ন ভেঙে দেন। শেষ পর্যন্ত তাঁর বোলিং ফিগার দাঁড়ায় ৪-০-১৩-১।
বল হাতে নিয়ন্ত্রিত স্পেল আর ব্যাট হাতে দায়িত্বশীল ইনিংসের জন্যই ম্যাচসেরা হন এই বাঁহাতি পেসার।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। আগের দুই জয় মিলিয়ে আফগানিস্তানের বিপক্ষে টানা তৃতীয়বার জয়ের স্বাদ পেল টাইগাররা।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান: ২০ ওভারে ১৪৭/৫ (জাদরান ৩৮, গুরবাজ ৩০, আতাল ২৩, নবী ২০*, ওমরজাই ১৯*; নাসুম ২/২৫, রিশাদ ২/৪৫, শরীফুল ১/১৩)। বাংলাদেশ: ১৯.১ ওভারে ১৫০/৮ (শামীম ৩৩, জাকের ৩২, নুরুল ৩১*, সাইফ ১৮; ওমরজাই ৪/২৩, রশিদ ২/২৯)। ফল: বাংলাদেশ ২ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: শরীফুল ইসলাম। সিরিজ: তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ ২–০ ব্যবধানে এগিয়ে।