২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল জমকালো আয়োজনে উন্মোচন করেছে ফিফা। বলটির নকশায় আধুনিক প্রযুক্তি ও তিন আয়োজক দেশ- যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার সাংস্কৃতিক ছোঁয়া রাখা হয়েছে।
বলটির নাম ‘ট্রাইওন্ডা’। নামটি এসেছে দুটি শব্দ থেকে- ‘ট্রাই’ ও ‘ওন্ডা’। ‘ট্রাই’ মানে তিন আর ‘ওন্ডা’ মানে ঢেউ। বলে লাল, সবুজ ও নীল এই তিন রঙের ঢেউ দিয়ে আয়োজক দেশগুলোকে বোঝানো হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে নিউইয়র্কের ব্রুকলিন ব্রিজ পার্কে বিশ্বকাপের অফিসিয়াল বল উন্মোচন করে ফিফা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচ বিশ্বকাপজয়ী জার্মানির ইয়ুর্গেন ক্লিন্সম্যান, ব্রাজিলের কাফু, ইতালির আলেসান্দ্রো দেল পিয়েরো, স্পেনের জাভি হার্নান্দেজ ও ফ্রান্সের জিনেদিন জিদান।
বলটি তৈরি করেছে জার্মান কোম্পানি অ্যাডিডাস। তারা ১৯৭০ সাল থেকে বিশ্বকাপের অফিসিয়াল বল সরবরাহ করে আসছে।
এবারের বিশ্বকাপই ইতিহাসের প্রথম যা তিনটি দেশ যৌথভাবে আয়োজন করছে। এই কারণেই বলের নাম ও নকশায় যুক্ত করা হয়েছে লাল, নীল ও সবুজ রঙ।
প্রতিটি আয়োজক দেশের প্রতীকও জায়গা পেয়েছে বলের গায়ে- কানাডার ম্যাপল পাতার নকশা, মেক্সিকোর ঈগল ও যুক্তরাষ্ট্রের তারকা। ত্রিভুজ আকার দেয়া হয়েছে তিনটি দেশের ঐক্য বোঝাতে। বলটিতে রাখা হয়েছে নতুন প্রযুক্তি। এতে থাকা গভীর খাঁজ বলকে উড়ার সময় আরও স্থিতিশীল রাখবে। যেহেতু ১৬টি ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলা, সেহেতু ভেজা বা আর্দ্র পরিবেশে ভালো গ্রিপ পাওয়ার জন্য খোদাই করা প্রতীক ব্যবহার করা হয়েছে।
সবচেয়ে বড় নতুনত্ব হলো অ্যাডিডাসের কানেক্টেড বল প্রযুক্তি। এতে থাকা ৫০০ হার্জ সেন্সর ভিএআর ব্যবস্থাপনার দায়িত্বে থাকাদের রিয়েল-টাইম তথ্য দেবে। ফলে অফসাইড, হ্যান্ডবল ও ফাউলের মতো সিদ্ধান্ত দ্রুত ও সহজে ধরা যাবে।
আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকা মহাদেশে চলবে বিশ্বকাপের ২৩তম আসর। গ্রুপপর্বের ড্র অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটনে।
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫
২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল জমকালো আয়োজনে উন্মোচন করেছে ফিফা। বলটির নকশায় আধুনিক প্রযুক্তি ও তিন আয়োজক দেশ- যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার সাংস্কৃতিক ছোঁয়া রাখা হয়েছে।
বলটির নাম ‘ট্রাইওন্ডা’। নামটি এসেছে দুটি শব্দ থেকে- ‘ট্রাই’ ও ‘ওন্ডা’। ‘ট্রাই’ মানে তিন আর ‘ওন্ডা’ মানে ঢেউ। বলে লাল, সবুজ ও নীল এই তিন রঙের ঢেউ দিয়ে আয়োজক দেশগুলোকে বোঝানো হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে নিউইয়র্কের ব্রুকলিন ব্রিজ পার্কে বিশ্বকাপের অফিসিয়াল বল উন্মোচন করে ফিফা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচ বিশ্বকাপজয়ী জার্মানির ইয়ুর্গেন ক্লিন্সম্যান, ব্রাজিলের কাফু, ইতালির আলেসান্দ্রো দেল পিয়েরো, স্পেনের জাভি হার্নান্দেজ ও ফ্রান্সের জিনেদিন জিদান।
বলটি তৈরি করেছে জার্মান কোম্পানি অ্যাডিডাস। তারা ১৯৭০ সাল থেকে বিশ্বকাপের অফিসিয়াল বল সরবরাহ করে আসছে।
এবারের বিশ্বকাপই ইতিহাসের প্রথম যা তিনটি দেশ যৌথভাবে আয়োজন করছে। এই কারণেই বলের নাম ও নকশায় যুক্ত করা হয়েছে লাল, নীল ও সবুজ রঙ।
প্রতিটি আয়োজক দেশের প্রতীকও জায়গা পেয়েছে বলের গায়ে- কানাডার ম্যাপল পাতার নকশা, মেক্সিকোর ঈগল ও যুক্তরাষ্ট্রের তারকা। ত্রিভুজ আকার দেয়া হয়েছে তিনটি দেশের ঐক্য বোঝাতে। বলটিতে রাখা হয়েছে নতুন প্রযুক্তি। এতে থাকা গভীর খাঁজ বলকে উড়ার সময় আরও স্থিতিশীল রাখবে। যেহেতু ১৬টি ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলা, সেহেতু ভেজা বা আর্দ্র পরিবেশে ভালো গ্রিপ পাওয়ার জন্য খোদাই করা প্রতীক ব্যবহার করা হয়েছে।
সবচেয়ে বড় নতুনত্ব হলো অ্যাডিডাসের কানেক্টেড বল প্রযুক্তি। এতে থাকা ৫০০ হার্জ সেন্সর ভিএআর ব্যবস্থাপনার দায়িত্বে থাকাদের রিয়েল-টাইম তথ্য দেবে। ফলে অফসাইড, হ্যান্ডবল ও ফাউলের মতো সিদ্ধান্ত দ্রুত ও সহজে ধরা যাবে।
আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকা মহাদেশে চলবে বিশ্বকাপের ২৩তম আসর। গ্রুপপর্বের ড্র অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটনে।