দুই সেঞ্চুরিয়ান জুরেল ও জাদেজা
আহমেদাবাদ টেস্টে লোকেশ রাহুল, ধ্রুব জুরেল ও রবীন্দ্র জাদেজার সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ভারতের রান ৫ উইকেটে ৪৪৮। প্রথম ইনিংসে ক্যারিবিয়ানদের ১৬২ রানে গুটিয়ে দেয়া স্বাগতিকদের লিড ২৮৬ রান।
প্রথম দিন ৫৩ রান অপরাজিত রাহুল ১২ চারে করেন ১০০। পাঁচে নেমে ৩ ছক্কা ও ১৫ চারে ১২৫ রানের ইনিংস খেলেন জুরেল। আর ১০৪ রানে অপরাজিত জাদেজা; তার ১৭৬ বলের ইনিংসে ৫টি ছক্কার পাশে আছে ৬টি চার।
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২ উইকেটে ১২১ রান নিয়ে শুক্রবার খেলা শুরু করে ভারত। ১৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামা শুবমান গিল সুনিল গাভাস্কারের ৪৭ বছর পর ঘরের মাঠে নেতৃত্বের অভিষেকে ফিফটি করেন ভারতের কোনো অধিনায়ক। রোস্টন চেইসকে রিভার্স সুইপ করতে গিয়ে স্লিপে ধরা পড়ে থামে তার ৫ চারে গড়া ৫০ রানের ইনিংস। রাহুল, ১৯০ বলে একাদশ টেস্টে সেঞ্চুরি পূর্ণ করেন। ভারতীয় ওপেনারদের মধ্যে তার চেয়ে শতক বেশি আছে সুনিল গাভাস্কার (৩৩), বীরেন্দার শেবাগ (২২) ও মুরলী ভিজায়ের (১২)।
জাদেজা ও জুরেলের ব্যাটে ৩২৬ রানের পুঁজি নিয়ে দ্বিতীয় সেশন শেষ করে ভারত।
১১৬তম ওভারে সেঞ্চুরি পান জুরেল, ১৯০ বলে। ছয় টেস্টের ক্যারিয়ারে প্রথম। জুরেলকে কট বিহাইন্ড করে টেস্টে প্রথম উইকেট পান অভিষিক্ত ক্যারি পিয়েরি। দুই ওভার পর সিঙ্গেল নিয়ে টেস্টে ষষ্ঠ সেঞ্চুরি করেন জাদেজা। যা ভারতের মাটিতে চতুর্থ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয়।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস ১৬২।
ভারত ১ম ইনিংস ৪৪৮/৫ (আগের দিন ১২১/২) (রাহুল ১০০, গিল ৫০, জুরেল ১২৫, জাদেজা ১০৪ ; সিলস ১/৫৩, ওয়ারিক্যান ১/১০২, পিয়ের ১/৯১, চেইস ২/৯০)।
দুই সেঞ্চুরিয়ান জুরেল ও জাদেজা
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫
আহমেদাবাদ টেস্টে লোকেশ রাহুল, ধ্রুব জুরেল ও রবীন্দ্র জাদেজার সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ভারতের রান ৫ উইকেটে ৪৪৮। প্রথম ইনিংসে ক্যারিবিয়ানদের ১৬২ রানে গুটিয়ে দেয়া স্বাগতিকদের লিড ২৮৬ রান।
প্রথম দিন ৫৩ রান অপরাজিত রাহুল ১২ চারে করেন ১০০। পাঁচে নেমে ৩ ছক্কা ও ১৫ চারে ১২৫ রানের ইনিংস খেলেন জুরেল। আর ১০৪ রানে অপরাজিত জাদেজা; তার ১৭৬ বলের ইনিংসে ৫টি ছক্কার পাশে আছে ৬টি চার।
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২ উইকেটে ১২১ রান নিয়ে শুক্রবার খেলা শুরু করে ভারত। ১৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামা শুবমান গিল সুনিল গাভাস্কারের ৪৭ বছর পর ঘরের মাঠে নেতৃত্বের অভিষেকে ফিফটি করেন ভারতের কোনো অধিনায়ক। রোস্টন চেইসকে রিভার্স সুইপ করতে গিয়ে স্লিপে ধরা পড়ে থামে তার ৫ চারে গড়া ৫০ রানের ইনিংস। রাহুল, ১৯০ বলে একাদশ টেস্টে সেঞ্চুরি পূর্ণ করেন। ভারতীয় ওপেনারদের মধ্যে তার চেয়ে শতক বেশি আছে সুনিল গাভাস্কার (৩৩), বীরেন্দার শেবাগ (২২) ও মুরলী ভিজায়ের (১২)।
জাদেজা ও জুরেলের ব্যাটে ৩২৬ রানের পুঁজি নিয়ে দ্বিতীয় সেশন শেষ করে ভারত।
১১৬তম ওভারে সেঞ্চুরি পান জুরেল, ১৯০ বলে। ছয় টেস্টের ক্যারিয়ারে প্রথম। জুরেলকে কট বিহাইন্ড করে টেস্টে প্রথম উইকেট পান অভিষিক্ত ক্যারি পিয়েরি। দুই ওভার পর সিঙ্গেল নিয়ে টেস্টে ষষ্ঠ সেঞ্চুরি করেন জাদেজা। যা ভারতের মাটিতে চতুর্থ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয়।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস ১৬২।
ভারত ১ম ইনিংস ৪৪৮/৫ (আগের দিন ১২১/২) (রাহুল ১০০, গিল ৫০, জুরেল ১২৫, জাদেজা ১০৪ ; সিলস ১/৫৩, ওয়ারিক্যান ১/১০২, পিয়ের ১/৯১, চেইস ২/৯০)।