ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ব্যাটে-বলে ইংল্যান্ডের দাপুটে পারফরম্যান্সে উড়ে গেলো দক্ষিণ আফ্রিকা। ১০ উইকেটের বিশাল জয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ইংল্যান্ড।
শুক্রবার গৌহাটিতে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় স্রেফ ৬৯ রানে। দুই অঙ্কে যেতে পারেন তাদের কেবল একজন। ছোট লক্ষ্য ইংল্যান্ড ছুঁয়ে ফেলে ২১৫ বল হাতে রেখে।
এই জয়ের মূল কারিগর লিন্সে স্মিথ। বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচে চার ওভারে দুই মেডেনে ৭ রানে ৩ উইকেট শিকার করেন ৩০ বছর বয়সী বাঁহাতি স্পিনার। ম্যাচ-সেরার পুরস্কার ওঠে তার হাতেই।
ছোট লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকার বোলারদের পাত্তা দেননি অ্যামি জোন্স ও ট্যামি বাউমন্ট। ৬ চারে ৫০ বলে ৪০ রানে অপরাজিত রয়ে যান জোন্স।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ২০.৪ ওভারে ৬৯ (সিনালো ২২; স্মিথ ৪-২-৭-৩, সিভার-ব্রান্ট ৩-১-৫-২, এক্লেস্টোন ২/১৯, ডিন ২/১৪)।
ইংল্যান্ড ১৪.১ ওভারে ৭৩/০ (বাউমন্ট ২১*, জোন্স ৪০*)। ম্যাচসেরা: লিন্সে স্মিথ
শনিবারের খেলা:
অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা
কলম্বো, বিকেল, ৩.৩০ মিনিট।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫
ব্যাটে-বলে ইংল্যান্ডের দাপুটে পারফরম্যান্সে উড়ে গেলো দক্ষিণ আফ্রিকা। ১০ উইকেটের বিশাল জয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ইংল্যান্ড।
শুক্রবার গৌহাটিতে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় স্রেফ ৬৯ রানে। দুই অঙ্কে যেতে পারেন তাদের কেবল একজন। ছোট লক্ষ্য ইংল্যান্ড ছুঁয়ে ফেলে ২১৫ বল হাতে রেখে।
এই জয়ের মূল কারিগর লিন্সে স্মিথ। বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচে চার ওভারে দুই মেডেনে ৭ রানে ৩ উইকেট শিকার করেন ৩০ বছর বয়সী বাঁহাতি স্পিনার। ম্যাচ-সেরার পুরস্কার ওঠে তার হাতেই।
ছোট লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকার বোলারদের পাত্তা দেননি অ্যামি জোন্স ও ট্যামি বাউমন্ট। ৬ চারে ৫০ বলে ৪০ রানে অপরাজিত রয়ে যান জোন্স।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ২০.৪ ওভারে ৬৯ (সিনালো ২২; স্মিথ ৪-২-৭-৩, সিভার-ব্রান্ট ৩-১-৫-২, এক্লেস্টোন ২/১৯, ডিন ২/১৪)।
ইংল্যান্ড ১৪.১ ওভারে ৭৩/০ (বাউমন্ট ২১*, জোন্স ৪০*)। ম্যাচসেরা: লিন্সে স্মিথ
শনিবারের খেলা:
অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা
কলম্বো, বিকেল, ৩.৩০ মিনিট।