উইকেট লাভের পর জাদেজাকে সতীর্থদের অভিনন্দন
রবীন্দ্র জাদেজার অলরাউন্ড নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংস ও ১৪০ রানের বড় ব্যবধানে জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।
আহমেদাবাদে শনিবার,(০৪ অক্টোবর ২০২৫) শেষ হওয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অল আউট করে ভারত জয় নিশ্চিত করে।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ১৬২ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ভারত করে ৫ উইকেটে ৪৪৮ রান। ২৮৬ রানের বড় ব্যবধানে এগিয়ে থাকে স্বাগতিক দল।
তৃতীয় দিন ব্যাট না করে ইনিংস ঘোষণা করে। শনিবার দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে জাদেজার ঘূর্ণিতে ৪৬ রানেই ৫ উইকেট হারায় ক্যারিবীয়রা। এ সময় জাদেজার ৩ উইকেটে দ্রুত গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে সফরকারীরা। ষষ্ঠ উইকেটে ৪৬ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১শ’র কাছাকাছি নিয়ে যান অ্যালিক আথানাজে ও জাস্টিন গ্রেভস। দলীয় ৯২ রানে আথানাজেকে (৩৮) রানে থামিয়ে জুটি ভাঙেন স্পিনার ওয়াশিংটন সুন্দর। কিছুক্ষণ পর গ্রেভস (২৫) সাজঘরে ফিরলে ৯৮ রানে সপ্তম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
লোয়ার অর্ডারে তিন ব্যাটারের ছোট-ছোট ইনিংসের সুবাদে দেড়শ’র কাছাকাছি গিয়ে ১৪৬ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। শেষদিকে জোহান লেইন ১৪, জেইডেন সিলেস ১২ বলে ২২ ও খারি পিয়েরে অপরাজিত ১৩ রান করেন। ভারতের জাদেজা ৪টি, সিরাজ ৩টি ও কুলদীপ ২টি উইকেট নেন।
ভারতের মাটিতে এই নিয়ে সর্বশেষ পাঁচ টেস্টই ইনিংস ব্যবধানে হারলো ওয়েস্ট ইন্ডিজ। এই পাঁচ টেস্টের একটিও তিনদিন পার হয়নি। সাদা পোশাকে ক্যারিবিয়ানরা ব্যাটিং ব্যর্থতার বৃত্তে বন্দী অনেকদিন ধরেই। সর্বশেষ ১৫ ইনিংসে কেবল দুইবার ২০০ পার করতে পেরেছে তারা, যেখানে সর্বোচ্চ ২৫৩। এই ১৫ ইনিংসে একবারও দ্বিতীয় নতুন বলে ব্যাটিং করতে পারেনি দলটি।
ভারতের এই জয়ের নায়ক জাদেজা একমাত্র ইনিংসে ৫ ছক্কা ও ৬ চারে করেন ১০৪ রান। পরে বল হাতে ৫৪ রান খরচায় নেন চার উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পর ম্যাচ সেরা তিনি ছাড়া আর কে!
টেস্টে এ নিয়ে ১১ বার ম্যাচ সেরার পুরস্কার জিতলেন জাদেজা। ভারতীয়দের মধ্যে রাহুলের দ্রাবিড়ের সঙ্গে যা যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। সবচেয়ে বেশি ১৪ বার জিতেছেন ব্যাটিং গ্রেট সাচিন টেন্ডুলকার।
তবে একটি জায়গায় সবাইকে ছাড়িয়ে গেলেন জাদেজা। ভারতের মাটিতে টেস্টে সবচেয়ে বেশি ১০ বার ম্যাচ সেরা হলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৯ বার লেগ স্পিনিং গ্রেট আনিল কুম্বলে।
দিল্লিতে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু আগামী শুক্রবার।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ ১৬২ ও ৪৫.১ ওভারে ১৪৬ (আথানেজ ৩৮, গ্রেভস ২৫, সিলস ২২; সিরাজ ৩/৩১, জাদেজা ৪/৫৪, কুলদীপ ২/২৩, ওয়াশিংটন ১/১৮)। ভারত ১ম ইনিংস ৪৪৮/৫ ডিক্লে.( রাহুল ১০০, গিল ৫০, জুরেল ১২৫, জাদেজা ১০৪ ; চেইস ২/৯০)।
ম্যাচসেরা: রবীন্দ্র জাদেজা।
উইকেট লাভের পর জাদেজাকে সতীর্থদের অভিনন্দন
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫
রবীন্দ্র জাদেজার অলরাউন্ড নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংস ও ১৪০ রানের বড় ব্যবধানে জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।
আহমেদাবাদে শনিবার,(০৪ অক্টোবর ২০২৫) শেষ হওয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অল আউট করে ভারত জয় নিশ্চিত করে।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ১৬২ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ভারত করে ৫ উইকেটে ৪৪৮ রান। ২৮৬ রানের বড় ব্যবধানে এগিয়ে থাকে স্বাগতিক দল।
তৃতীয় দিন ব্যাট না করে ইনিংস ঘোষণা করে। শনিবার দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে জাদেজার ঘূর্ণিতে ৪৬ রানেই ৫ উইকেট হারায় ক্যারিবীয়রা। এ সময় জাদেজার ৩ উইকেটে দ্রুত গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে সফরকারীরা। ষষ্ঠ উইকেটে ৪৬ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১শ’র কাছাকাছি নিয়ে যান অ্যালিক আথানাজে ও জাস্টিন গ্রেভস। দলীয় ৯২ রানে আথানাজেকে (৩৮) রানে থামিয়ে জুটি ভাঙেন স্পিনার ওয়াশিংটন সুন্দর। কিছুক্ষণ পর গ্রেভস (২৫) সাজঘরে ফিরলে ৯৮ রানে সপ্তম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
লোয়ার অর্ডারে তিন ব্যাটারের ছোট-ছোট ইনিংসের সুবাদে দেড়শ’র কাছাকাছি গিয়ে ১৪৬ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। শেষদিকে জোহান লেইন ১৪, জেইডেন সিলেস ১২ বলে ২২ ও খারি পিয়েরে অপরাজিত ১৩ রান করেন। ভারতের জাদেজা ৪টি, সিরাজ ৩টি ও কুলদীপ ২টি উইকেট নেন।
ভারতের মাটিতে এই নিয়ে সর্বশেষ পাঁচ টেস্টই ইনিংস ব্যবধানে হারলো ওয়েস্ট ইন্ডিজ। এই পাঁচ টেস্টের একটিও তিনদিন পার হয়নি। সাদা পোশাকে ক্যারিবিয়ানরা ব্যাটিং ব্যর্থতার বৃত্তে বন্দী অনেকদিন ধরেই। সর্বশেষ ১৫ ইনিংসে কেবল দুইবার ২০০ পার করতে পেরেছে তারা, যেখানে সর্বোচ্চ ২৫৩। এই ১৫ ইনিংসে একবারও দ্বিতীয় নতুন বলে ব্যাটিং করতে পারেনি দলটি।
ভারতের এই জয়ের নায়ক জাদেজা একমাত্র ইনিংসে ৫ ছক্কা ও ৬ চারে করেন ১০৪ রান। পরে বল হাতে ৫৪ রান খরচায় নেন চার উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পর ম্যাচ সেরা তিনি ছাড়া আর কে!
টেস্টে এ নিয়ে ১১ বার ম্যাচ সেরার পুরস্কার জিতলেন জাদেজা। ভারতীয়দের মধ্যে রাহুলের দ্রাবিড়ের সঙ্গে যা যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। সবচেয়ে বেশি ১৪ বার জিতেছেন ব্যাটিং গ্রেট সাচিন টেন্ডুলকার।
তবে একটি জায়গায় সবাইকে ছাড়িয়ে গেলেন জাদেজা। ভারতের মাটিতে টেস্টে সবচেয়ে বেশি ১০ বার ম্যাচ সেরা হলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৯ বার লেগ স্পিনিং গ্রেট আনিল কুম্বলে।
দিল্লিতে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু আগামী শুক্রবার।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ ১৬২ ও ৪৫.১ ওভারে ১৪৬ (আথানেজ ৩৮, গ্রেভস ২৫, সিলস ২২; সিরাজ ৩/৩১, জাদেজা ৪/৫৪, কুলদীপ ২/২৩, ওয়াশিংটন ১/১৮)। ভারত ১ম ইনিংস ৪৪৮/৫ ডিক্লে.( রাহুল ১০০, গিল ৫০, জুরেল ১২৫, জাদেজা ১০৪ ; চেইস ২/৯০)।
ম্যাচসেরা: রবীন্দ্র জাদেজা।