আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ জয়ের ম্যাচসেরা শরিফুল
এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জয়ের তৃপ্তি আছে। সঙ্গে আছে ব্যক্তিগত প্রাপ্তিও। এমন সাফল্যময় ম্যাচের পর বিশেষ একটি ঘোষণাও দিলেন শরিফুল ইসলাম। এখন থেকে আন্তর্জাতিক ও ঘরোয়া সব ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারের অর্থ এলাকার অসহায় মানুষদের দেবেন বাংলাদেশের এই পেসার।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে গতকাল শুক্রবার ম্যাচসেরা হন শরিফুল। চার ওভার আঁটসাঁট বোলিংয়ে স্রেফ ১৩ রানে ১ উইকেট নেয়ার পর ব্যাটিংয়ে রান তাড়ায় মহামূল্য এক ক্যামিও ইনিংস খেলেন তিনি।
দুই উইকেটের রোমাঞ্চকর জয়ে এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।
ম্যাচের পরদিন শনিবার,(০৪ অক্টোবর ২০২৫) সামাজিক মাধ্যমে বিশেষ ঘোষণাটি দেন শরিফুল।
‘১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়। দলের দারুণ প্রচেষ্টা, সবাইকে অভিনন্দন।’
‘আজ থেকে আমি একটা ছোট উদ্যোগ নিচ্ছি। আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচে যতবার আমি ম্যান অব দ্য ম্যাচ হব, প্রতিবারই সেই পুরস্কারের অর্থ আমার এলাকার অসহায় মানুষদের মাঝে সহযোগিতা হিসেবে বিতরণ করবো ইনশাআল্লাহ।
দোয়া করবেন যেন আল্লাহ আমাকে এই কাজটা নিয়মিতভাবে করার তৌফিক দেন।’
আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে একবারই ম্যান অব দা ম্যাচ হয়েছিলেন তিনি। সেটিও ছিল আফগানদের বিপক্ষে ২০২৩ সালে চট্টগ্রামে ওয়ানডে ম্যাচে চার উইকেট নিয়ে।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের প্রতন্ত্য গ্রাম মৌমারি থেকে ওঠে এসেছেন শরিফুল। ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ২৪ বছর বয়সী পেসার বাংলাদেশের হয়ে এখনও পর্যন্ত ১২ টেস্ট, ৪০ ওয়ানডে ও ৫৫টি টি-টোয়েন্টি খেলেছেন।
আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ জয়ের ম্যাচসেরা শরিফুল
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫
এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জয়ের তৃপ্তি আছে। সঙ্গে আছে ব্যক্তিগত প্রাপ্তিও। এমন সাফল্যময় ম্যাচের পর বিশেষ একটি ঘোষণাও দিলেন শরিফুল ইসলাম। এখন থেকে আন্তর্জাতিক ও ঘরোয়া সব ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারের অর্থ এলাকার অসহায় মানুষদের দেবেন বাংলাদেশের এই পেসার।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে গতকাল শুক্রবার ম্যাচসেরা হন শরিফুল। চার ওভার আঁটসাঁট বোলিংয়ে স্রেফ ১৩ রানে ১ উইকেট নেয়ার পর ব্যাটিংয়ে রান তাড়ায় মহামূল্য এক ক্যামিও ইনিংস খেলেন তিনি।
দুই উইকেটের রোমাঞ্চকর জয়ে এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।
ম্যাচের পরদিন শনিবার,(০৪ অক্টোবর ২০২৫) সামাজিক মাধ্যমে বিশেষ ঘোষণাটি দেন শরিফুল।
‘১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়। দলের দারুণ প্রচেষ্টা, সবাইকে অভিনন্দন।’
‘আজ থেকে আমি একটা ছোট উদ্যোগ নিচ্ছি। আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচে যতবার আমি ম্যান অব দ্য ম্যাচ হব, প্রতিবারই সেই পুরস্কারের অর্থ আমার এলাকার অসহায় মানুষদের মাঝে সহযোগিতা হিসেবে বিতরণ করবো ইনশাআল্লাহ।
দোয়া করবেন যেন আল্লাহ আমাকে এই কাজটা নিয়মিতভাবে করার তৌফিক দেন।’
আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে একবারই ম্যান অব দা ম্যাচ হয়েছিলেন তিনি। সেটিও ছিল আফগানদের বিপক্ষে ২০২৩ সালে চট্টগ্রামে ওয়ানডে ম্যাচে চার উইকেট নিয়ে।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের প্রতন্ত্য গ্রাম মৌমারি থেকে ওঠে এসেছেন শরিফুল। ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ২৪ বছর বয়সী পেসার বাংলাদেশের হয়ে এখনও পর্যন্ত ১২ টেস্ট, ৪০ ওয়ানডে ও ৫৫টি টি-টোয়েন্টি খেলেছেন।