ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
এশিয়া কাপ টি-টোয়েন্টিতে চমকপ্রদ পারফরম্যান্সে সাইফ হাসানের সামনে খুলে গেল সম্ভাবনার নতুন দুয়ার। বাংলাদেশের হয়ে টেস্ট ও টি-টোয়েন্টি খেলা ব্যাটার প্রথমবার সুযোগ পেলেন ওয়ানডে দলে। লিটন কুমার দাসের চোটে দলে ফিরলেন কিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি চলার সময় ওয়ানডে সিরিজের দল ঘোষণা করলো বিসিবি। সর্বশেষ শ্রীলঙ্কা সফরের দল থেকে এই সিরিজে পরিবর্তন ওই দুটিই। সাইফকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন। এশিয়া কাপ থেকে চোট নিয়ে দেশে ফেরা লিটন আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর খেলতে পারছেন না ওয়ানডে সিরিজেও।
সোহানকে ওয়ানডেতে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালের সেপ্টেম্বরে। আন্তর্জাতিক ক্রিকেটে এই সংস্করণেই তার পারফরম্যান্স সবচেয়ে ভালো। সাত বছরে স্রেফ সাতটি ওয়ানডে খেলেছেন, তার ব্যাটিং গড় ৮২.৫০, স্ট্রাইক রেট ৯৪.৮২।
চলতি টি-টোয়েন্টি সিরিজে দলের বাইরে থাকা মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, তানভির ইসলাম ও নাহিদ রানা ঢাকা ছেড়েছেন শুক্রবার রাতে। ভিসা না হওয়ায় এখনই যেতে পারছেন না মোহাম্মদ নাঈম শেখ। ভিসা পেলে উড়াল দেবেন তিনি। ভিসা না হওয়াতেই টি-টোয়েন্টি সিরিজে এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি সৌম্য সরকার। ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে আবুধাবিতে, আগামী ৮, ১১ ও ১৪ অক্টোবর।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হেসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রোববার, ০৫ অক্টোবর ২০২৫
এশিয়া কাপ টি-টোয়েন্টিতে চমকপ্রদ পারফরম্যান্সে সাইফ হাসানের সামনে খুলে গেল সম্ভাবনার নতুন দুয়ার। বাংলাদেশের হয়ে টেস্ট ও টি-টোয়েন্টি খেলা ব্যাটার প্রথমবার সুযোগ পেলেন ওয়ানডে দলে। লিটন কুমার দাসের চোটে দলে ফিরলেন কিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি চলার সময় ওয়ানডে সিরিজের দল ঘোষণা করলো বিসিবি। সর্বশেষ শ্রীলঙ্কা সফরের দল থেকে এই সিরিজে পরিবর্তন ওই দুটিই। সাইফকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন। এশিয়া কাপ থেকে চোট নিয়ে দেশে ফেরা লিটন আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর খেলতে পারছেন না ওয়ানডে সিরিজেও।
সোহানকে ওয়ানডেতে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালের সেপ্টেম্বরে। আন্তর্জাতিক ক্রিকেটে এই সংস্করণেই তার পারফরম্যান্স সবচেয়ে ভালো। সাত বছরে স্রেফ সাতটি ওয়ানডে খেলেছেন, তার ব্যাটিং গড় ৮২.৫০, স্ট্রাইক রেট ৯৪.৮২।
চলতি টি-টোয়েন্টি সিরিজে দলের বাইরে থাকা মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, তানভির ইসলাম ও নাহিদ রানা ঢাকা ছেড়েছেন শুক্রবার রাতে। ভিসা না হওয়ায় এখনই যেতে পারছেন না মোহাম্মদ নাঈম শেখ। ভিসা পেলে উড়াল দেবেন তিনি। ভিসা না হওয়াতেই টি-টোয়েন্টি সিরিজে এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি সৌম্য সরকার। ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে আবুধাবিতে, আগামী ৮, ১১ ও ১৪ অক্টোবর।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হেসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা।