ভারতের বিপক্ষে খেলছেন চীনের হানিউ ওয়াং
আইটিএফ অ-১৮ টেনিস টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে তাইপের উই চ্যাং ট্যাংকে হারিয়ে বাংলাদেশের জারিফ আবরার বালক এককের সেমিফাইনালে ওঠেছে। বুধবার,(০৮ অক্টোবর ২০২৫) সকালে রাজশাহী টেনিস কমপ্লেক্সে বালক এককের ৪টি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। ২নং কোর্টে উত্তেজনাপূর্ণ খেলায় জারিফ ৬-৪, ৩-৬ ও ৬-১ গেমে ট্যাংকে হারান। নাভ রবি কুটারী সরাসরি ২-০ সেটে বাংলাদেশের সায়েমকে, টপ সিডেড নাপাত পাটানালের থাপান সরাসরি ২-০ সেটে ভারতের গৌতমকে ও হংকংয়ের শিব মোহন সরাসরি ২-০ সেটে থাইল্যান্ডের টপ সিট টু এরিয়াফুল লিকুলকে হারিয়ে সেমিতে ওঠে।
বালিকাদের একক কোয়ার্টার ফাইনালের ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। চীনের টিয়ানরান ডোং সরাসরি ২-০ সেটে ভারতের তানিসকা ভাট্টাংগারকে, চীনের হানিউ ওয়াং সরাসরি ২-০ সেটে ভারতের সাংভি রেড্ডিকে, আসাল আজিম সরাসরি ২-০ সেটে ভারতের ইয়াসিতা অরতিকে এবং জিজি ইয়াং সরাসরি ২-০ সেটে ভারতের তামান্না নায়ারকে হারিয়ে সেমিতে উঠেন। বিকেলে বালক দ্বৈত ও বালিকা দ্বৈত সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ভারতের বিপক্ষে খেলছেন চীনের হানিউ ওয়াং
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
আইটিএফ অ-১৮ টেনিস টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে তাইপের উই চ্যাং ট্যাংকে হারিয়ে বাংলাদেশের জারিফ আবরার বালক এককের সেমিফাইনালে ওঠেছে। বুধবার,(০৮ অক্টোবর ২০২৫) সকালে রাজশাহী টেনিস কমপ্লেক্সে বালক এককের ৪টি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। ২নং কোর্টে উত্তেজনাপূর্ণ খেলায় জারিফ ৬-৪, ৩-৬ ও ৬-১ গেমে ট্যাংকে হারান। নাভ রবি কুটারী সরাসরি ২-০ সেটে বাংলাদেশের সায়েমকে, টপ সিডেড নাপাত পাটানালের থাপান সরাসরি ২-০ সেটে ভারতের গৌতমকে ও হংকংয়ের শিব মোহন সরাসরি ২-০ সেটে থাইল্যান্ডের টপ সিট টু এরিয়াফুল লিকুলকে হারিয়ে সেমিতে ওঠে।
বালিকাদের একক কোয়ার্টার ফাইনালের ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। চীনের টিয়ানরান ডোং সরাসরি ২-০ সেটে ভারতের তানিসকা ভাট্টাংগারকে, চীনের হানিউ ওয়াং সরাসরি ২-০ সেটে ভারতের সাংভি রেড্ডিকে, আসাল আজিম সরাসরি ২-০ সেটে ভারতের ইয়াসিতা অরতিকে এবং জিজি ইয়াং সরাসরি ২-০ সেটে ভারতের তামান্না নায়ারকে হারিয়ে সেমিতে উঠেন। বিকেলে বালক দ্বৈত ও বালিকা দ্বৈত সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।