রংপুরের দুই ব্যাটারের জয় উদযাপন
জাতীয় লীগ টি-টোয়েন্টির এলিমিনেটের ম্যাচে ১ বল হাতে রেখে ১ উইকেটের জয়ে ঢাকা বিভাগকে বিদায় করে দিলো রংপুর বিভাগ।
রংপুরের জয়ের মূল নায়ক তাদেরই অধিনায়ক আকবর আলি। ১২৪ রান তাড়ায় ৫২ রানে ৬ উইকেট হারিয়ে যখন ধুঁকছিল দল, পাল্টা আক্রমণে ২৭ বলে ৪৪ রানের ইনিংস খেলে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান তিনিই। এমনকি শেষ ওভারে যখন প্রয়োজন ৮ রান, রিপন মন্ডলের প্রথম বলে স্কুপ করে চার মেরে সমীকরণ নাগালে আনেন আকবর। রংপুরের জয়ের আরেক নায়ক নাসুম আহমেদ। জাতীয় দলে ব্যস্ততার কারণে এবারের লীগে এটিই ছিল তার প্রথম ম্যাচ। রংপুরের হয়ে খেলতে নেমে ২ উইকেট নেয়ার পর ব্যাট হাতে খেলেন ২৬ রানের ইনিংস। আকবরের সঙ্গে তার ৬২ রানের জুটি রংপুরকে পৌঁছে দেয় জয়ের কিনারায়।
রংপুরের এমন জয়ে বিফলে যায় ঢাকার মোসাদ্দেক হোসেনের অসাধারণ ইনিংস। দলের চরম বিপর্যয়ের মধ্যেও দুর্দান্ত পাল্টা আক্রমণে ৬ ছক্কায় ৩৬ বলে ৬১ রানের ইনিংস খেলেন তিনি। অভিজ্ঞ অলরাউন্ডার নৈপুণ্যেতার পরে দারুণ বোলিং করলেও শেষ পর্যন্ত জিততে পারেনি দল।
বৃহস্পতিবার, (০৯ অক্টোবর ২০২৫) সিলেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ঢাকা ২৪ রানে ৪ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত থামে ১২৩ রানে।
জবাব দিতে নেমে রংপুর দ্বাদশ ওভারে ৬ উইকেট হারায় ৫২ রানে। সেখান থেকেই আকবর ও নাসুমের জুটি। শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ১০ রানের। শেষ ওভারের পঞ্চম বলে চার মেরে জয়ের উল্লাসে মেতে ওঠেন সাকলাইন ও তার সতীর্থরা।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা ২০ ওভারে ১২৩ (মোসাদ্দেক ৬১, শুভাগত ১৫; নাসুম ২/২৬, হাশিম ২/২৪, নাসির ২/২০, আলাউদ্দিন ২/৩৮)।
রংপুর ১৯.৫ ওভারে ১২৬/৯ (আকবর ৪৪, নাসুম ২৬; নাজমুল অপু ২/২২, মাহফুজ ৩/১৮, রিপন ২/৩২, রায়ান ১-০-২-২)।
ম্যাচসেরা: আকবর আলি।
রংপুরের দুই ব্যাটারের জয় উদযাপন
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫
জাতীয় লীগ টি-টোয়েন্টির এলিমিনেটের ম্যাচে ১ বল হাতে রেখে ১ উইকেটের জয়ে ঢাকা বিভাগকে বিদায় করে দিলো রংপুর বিভাগ।
রংপুরের জয়ের মূল নায়ক তাদেরই অধিনায়ক আকবর আলি। ১২৪ রান তাড়ায় ৫২ রানে ৬ উইকেট হারিয়ে যখন ধুঁকছিল দল, পাল্টা আক্রমণে ২৭ বলে ৪৪ রানের ইনিংস খেলে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান তিনিই। এমনকি শেষ ওভারে যখন প্রয়োজন ৮ রান, রিপন মন্ডলের প্রথম বলে স্কুপ করে চার মেরে সমীকরণ নাগালে আনেন আকবর। রংপুরের জয়ের আরেক নায়ক নাসুম আহমেদ। জাতীয় দলে ব্যস্ততার কারণে এবারের লীগে এটিই ছিল তার প্রথম ম্যাচ। রংপুরের হয়ে খেলতে নেমে ২ উইকেট নেয়ার পর ব্যাট হাতে খেলেন ২৬ রানের ইনিংস। আকবরের সঙ্গে তার ৬২ রানের জুটি রংপুরকে পৌঁছে দেয় জয়ের কিনারায়।
রংপুরের এমন জয়ে বিফলে যায় ঢাকার মোসাদ্দেক হোসেনের অসাধারণ ইনিংস। দলের চরম বিপর্যয়ের মধ্যেও দুর্দান্ত পাল্টা আক্রমণে ৬ ছক্কায় ৩৬ বলে ৬১ রানের ইনিংস খেলেন তিনি। অভিজ্ঞ অলরাউন্ডার নৈপুণ্যেতার পরে দারুণ বোলিং করলেও শেষ পর্যন্ত জিততে পারেনি দল।
বৃহস্পতিবার, (০৯ অক্টোবর ২০২৫) সিলেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ঢাকা ২৪ রানে ৪ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত থামে ১২৩ রানে।
জবাব দিতে নেমে রংপুর দ্বাদশ ওভারে ৬ উইকেট হারায় ৫২ রানে। সেখান থেকেই আকবর ও নাসুমের জুটি। শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ১০ রানের। শেষ ওভারের পঞ্চম বলে চার মেরে জয়ের উল্লাসে মেতে ওঠেন সাকলাইন ও তার সতীর্থরা।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা ২০ ওভারে ১২৩ (মোসাদ্দেক ৬১, শুভাগত ১৫; নাসুম ২/২৬, হাশিম ২/২৪, নাসির ২/২০, আলাউদ্দিন ২/৩৮)।
রংপুর ১৯.৫ ওভারে ১২৬/৯ (আকবর ৪৪, নাসুম ২৬; নাজমুল অপু ২/২২, মাহফুজ ৩/১৮, রিপন ২/৩২, রায়ান ১-০-২-২)।
ম্যাচসেরা: আকবর আলি।