ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রোহিত শর্মা এবং ভিরাট কোহলি তার বিশ্বকাপের পরিকল্পনায় রয়েছে জানিয়ে শুবমান বলেন, ‘রোহিত এবং কোহলির যে অভিজ্ঞতা এবং দক্ষতা রয়েছে তা খুব কম ক্রিকেটারেরই থাকে। খুব কম ক্রিকেটারই ওদের মতো এত ম্যাচ জেতাতে পেরেছে। এই দক্ষতা, মান এবং অভিজ্ঞতা বিশ্বের খুব বেশি খেলোয়াড়ের কাছে নেই। তাই বিশ্বকাপের পরিকল্পনায় ওরা ভালভাবেই রয়েছেন।’
এর আগে অস্ট্রেলিয়ার সীমিত ওভারের দল নির্বাচনের পর প্রধান নির্বাচক অজিত আগারকার বলেছিলেন, ‘ওরা (কোহলি-রোহিত) বিশ্বকাপ খেলবে কি না, সেটা এখনই আমার পক্ষে বলা সম্ভব নয়। ওদের ফিটনেস সংক্রান্ত কোনো সমস্যা নেই। দু’জনেই ফিটনেস পরীক্ষায় পাস করেছে।’ তিনি আরও বলেছিলেন, ‘আমরা পরের বিশ্বকাপের কথা ভেবেছি। রোহিতকে নেতৃত্ব থেকে সরানোর এটাও একটা কারণ। এখন এক দিনের ক্রিকেট বেশি খেলা হয় না। দু’বছর অনেক সময় মনে হতে পারে। কিন্তু আসলে তা নয়। বেশি ম্যাচ পাওয়া যাবে না। শুবমানকে তাই এখনই দায়িত্ব দেয়া হয়েছে। যাতে সে দল তৈরি করে নিতে পারে।’ তাই আগারকারের কথায় স্পষ্ট ছিল, রোহিতের বিশ্বকাপে খেলা নিশ্চিত নয়।
সাংবাদিকদের শুবমান বলেন, ‘রোহিত ভাইয়ের থেকে অনেকগুণ শিখতে পেরেছি। তার একটা হলো ওর ঠান্ডা মাথা। যেভাবে গোটা দলের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি করে সেটা আমারও ইচ্ছা। এই গুণগুলোও আমি ওর থেকে নিতে চাই।’
তার সংযোজন, ‘আমি ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছি। তবে যতটা সম্ভব বর্তমানে বাঁচতে চাই। অতীতে আমি কী করেছি বা দল কী সাফল্য পেয়েছে সেসব মাথায় রাখতে চাই না। আমি সামনের দিকে তাকাতে চাই। আগামী কয়েক মাসে যে যে ট্রফি সামনে আছে সব জিততে চাই।’
গিল বলেন, ‘টেস্ট ম্যাচের মাঝে ঘোষণা করা হলো আমি অধিনায়ক হয়েছি। আগে খুব বেশি কিছু জানতামই না। নিঃসন্দেহে এটা প্রচণ্ড সম্মানের। একই সঙ্গে দায়িত্বের কাজ। নতুন ফরম্যাটে দলকে নেতৃত্ব দেয়ার জন্য উত্তেজিত। কয়েকটা মাস খুব ভালো গিয়েছে।’
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫
রোহিত শর্মা এবং ভিরাট কোহলি তার বিশ্বকাপের পরিকল্পনায় রয়েছে জানিয়ে শুবমান বলেন, ‘রোহিত এবং কোহলির যে অভিজ্ঞতা এবং দক্ষতা রয়েছে তা খুব কম ক্রিকেটারেরই থাকে। খুব কম ক্রিকেটারই ওদের মতো এত ম্যাচ জেতাতে পেরেছে। এই দক্ষতা, মান এবং অভিজ্ঞতা বিশ্বের খুব বেশি খেলোয়াড়ের কাছে নেই। তাই বিশ্বকাপের পরিকল্পনায় ওরা ভালভাবেই রয়েছেন।’
এর আগে অস্ট্রেলিয়ার সীমিত ওভারের দল নির্বাচনের পর প্রধান নির্বাচক অজিত আগারকার বলেছিলেন, ‘ওরা (কোহলি-রোহিত) বিশ্বকাপ খেলবে কি না, সেটা এখনই আমার পক্ষে বলা সম্ভব নয়। ওদের ফিটনেস সংক্রান্ত কোনো সমস্যা নেই। দু’জনেই ফিটনেস পরীক্ষায় পাস করেছে।’ তিনি আরও বলেছিলেন, ‘আমরা পরের বিশ্বকাপের কথা ভেবেছি। রোহিতকে নেতৃত্ব থেকে সরানোর এটাও একটা কারণ। এখন এক দিনের ক্রিকেট বেশি খেলা হয় না। দু’বছর অনেক সময় মনে হতে পারে। কিন্তু আসলে তা নয়। বেশি ম্যাচ পাওয়া যাবে না। শুবমানকে তাই এখনই দায়িত্ব দেয়া হয়েছে। যাতে সে দল তৈরি করে নিতে পারে।’ তাই আগারকারের কথায় স্পষ্ট ছিল, রোহিতের বিশ্বকাপে খেলা নিশ্চিত নয়।
সাংবাদিকদের শুবমান বলেন, ‘রোহিত ভাইয়ের থেকে অনেকগুণ শিখতে পেরেছি। তার একটা হলো ওর ঠান্ডা মাথা। যেভাবে গোটা দলের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি করে সেটা আমারও ইচ্ছা। এই গুণগুলোও আমি ওর থেকে নিতে চাই।’
তার সংযোজন, ‘আমি ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছি। তবে যতটা সম্ভব বর্তমানে বাঁচতে চাই। অতীতে আমি কী করেছি বা দল কী সাফল্য পেয়েছে সেসব মাথায় রাখতে চাই না। আমি সামনের দিকে তাকাতে চাই। আগামী কয়েক মাসে যে যে ট্রফি সামনে আছে সব জিততে চাই।’
গিল বলেন, ‘টেস্ট ম্যাচের মাঝে ঘোষণা করা হলো আমি অধিনায়ক হয়েছি। আগে খুব বেশি কিছু জানতামই না। নিঃসন্দেহে এটা প্রচণ্ড সম্মানের। একই সঙ্গে দায়িত্বের কাজ। নতুন ফরম্যাটে দলকে নেতৃত্ব দেয়ার জন্য উত্তেজিত। কয়েকটা মাস খুব ভালো গিয়েছে।’