দিল্লি টেস্ট
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্টে একটু বেশি লড়াই করলো তারা। তবে বেশি আর কিছু হলো না। প্রথম টেস্ট আড়াই দিনে জিতেছিল ভারত। দ্বিতীয় টেস্ট জিততে লাগলো পুরো চার দিন ও পঞ্চম দিনের এক ঘণ্টা। কোনো রকমে ইনিংসে হার বাঁচায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ম্যাচে হার বাঁচাতে পারেনি। ৭ উইকেটে দ্বিতীয় টেস্ট জিতে ২-০তে সিরিজ লাভ করলো শুবমন গিলে দল। টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জিতলেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দশম টেস্ট সিরিজ জিতে দক্ষিণ আফ্রিকার বিশ্ব রেকর্ড স্পর্শ করলো ভারত। টেস্ট ইতিহাসে কোন দলের বিপক্ষে টানা সবচেয়ে বেশি সিরিজ জয়ের বিশ্ব রেকর্ডের মালিক এখন যৌথভাবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।
দিল্লিতে টেস্টের চতুর্থ দিন শেষে জয়ের সুবাস পাচ্ছিল স্বাগতিকরা। সফরকারীদের ছুঁড়ে দেয়া ১২১ রানের টার্গেটে দিন শেষে ১ উইকেটে ৬৩ রান করেছিল টিম ইন্ডিয়া।
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ শেষ দিন ২ উইকেট হারিয়ে এক ঘণ্টায় জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। ৩০ রান নিয়ে খেলতে নেমে স্পিনার রোস্টন চেজের বলে আউট হন সাই সুদর্শন। ৩৯ রান করেন তিনি। দ্বিতীয় উইকেটে লোকেশ রাহুলের সঙ্গে ৭৯ রানের জুটি গড়েন সুদর্শন।
দলীয় ৮৮ রানে সুদর্শনের বিদায়ে ক্রিজে এসে ১৩ রানের বেশি করতে পারেনি ভারত অধিনায়ক গিল। ১টি করে চার-ছক্কা মেরে চেজের দ্বিতীয় শিকার হন তিনি।
এরপর উইকেটরক্ষক জুরেলকে নিয়ে ভারতের জয় নিশ্চিত করেন আগের দিন ২৫ রানে অপরাজিত থাকা রাহুল। ৬ চার ও ২ ছক্কায় ১০৮ বলে রাহুল ৫৮ এবং জুরেল ৬ রানে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজের চেজ ২ উইকেট নেন।
দুই ইনিংস ৮ উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখায় ম্যাচ সেরা হন স্পিনার কুলদীপ যাদব। ৮ উইকেট ও ১০৪ রান করায় সিরিজ সেরা হন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
অভ্যস্ত হয়ে উঠছি: গিল
ইংল্যান্ড সফরে ব্যাটিংয়ে রেকর্ডের পর রেকর্ড গড়েছেন শুবমান গিল, নজর কেড়েছেন নেতৃত্বে। সেখানে শেষ টেস্ট জিতে সিরিজ ড্র করেছেন, যেটিকে অনেকে মনে করেন জয়ের সমানই। তবে জয়ের মতো আর জয়, দুটিতো এক নয়। সত্যিকারের জয়ের স্বাদও এবার পেয়ে গেলেন তিনি। ভারতের অধিনায়ক হিসেবে জিতলেন প্রথম টেস্ট সিরিজ। দিল্লি টেস্টে জয়ের পর অধিনায়ক শুবমান বলেন, ‘ভারতকে নেতৃত্ব দিতে পারা অনেক বড় সম্মানের। বলতে পারেন, এসবে এখন অভ্যস্ত হয়ে উঠছি। দলকে সামলানো, অধিনায়কত্ব করা, এসব বড় প্রাপ্তি।’
‘নেতৃত্বের ব্যাপারটি হলো, ম্যাচের পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত নেয়া। আমি চেষ্টা করি, ম্যাচের অবস্থা বুঝে সেরা বিকল্পটি বেছে নিতে। কখনও কখনও সাহসী সিদ্ধান্ত নিতে হয়, নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে ‘এক্স-ফ্যাক্টর’ হয়ে কে গুরুত্বপূর্ণ রান করতে পারে বা উইকেট নিতে পারে, সেটা ঠিক করতে হয়।’
প্রথম টেস্ট সিরিজ জয়ের পর দ্রুতই শুরু হচ্ছে গিলের নেতৃত্বের নতুন অধ্যায়। টেস্ট জয়ের পরদিনই অস্ট্রেলিয়ার উড়ানে উঠবেন তিনি ও তার দল।
সেখান থেকে শুরু হবে ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে তার পথচলা।
অস্ট্রেলিয়ায় ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু আগামী রোববার।
দিল্লি টেস্ট
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্টে একটু বেশি লড়াই করলো তারা। তবে বেশি আর কিছু হলো না। প্রথম টেস্ট আড়াই দিনে জিতেছিল ভারত। দ্বিতীয় টেস্ট জিততে লাগলো পুরো চার দিন ও পঞ্চম দিনের এক ঘণ্টা। কোনো রকমে ইনিংসে হার বাঁচায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ম্যাচে হার বাঁচাতে পারেনি। ৭ উইকেটে দ্বিতীয় টেস্ট জিতে ২-০তে সিরিজ লাভ করলো শুবমন গিলে দল। টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জিতলেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দশম টেস্ট সিরিজ জিতে দক্ষিণ আফ্রিকার বিশ্ব রেকর্ড স্পর্শ করলো ভারত। টেস্ট ইতিহাসে কোন দলের বিপক্ষে টানা সবচেয়ে বেশি সিরিজ জয়ের বিশ্ব রেকর্ডের মালিক এখন যৌথভাবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।
দিল্লিতে টেস্টের চতুর্থ দিন শেষে জয়ের সুবাস পাচ্ছিল স্বাগতিকরা। সফরকারীদের ছুঁড়ে দেয়া ১২১ রানের টার্গেটে দিন শেষে ১ উইকেটে ৬৩ রান করেছিল টিম ইন্ডিয়া।
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ শেষ দিন ২ উইকেট হারিয়ে এক ঘণ্টায় জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। ৩০ রান নিয়ে খেলতে নেমে স্পিনার রোস্টন চেজের বলে আউট হন সাই সুদর্শন। ৩৯ রান করেন তিনি। দ্বিতীয় উইকেটে লোকেশ রাহুলের সঙ্গে ৭৯ রানের জুটি গড়েন সুদর্শন।
দলীয় ৮৮ রানে সুদর্শনের বিদায়ে ক্রিজে এসে ১৩ রানের বেশি করতে পারেনি ভারত অধিনায়ক গিল। ১টি করে চার-ছক্কা মেরে চেজের দ্বিতীয় শিকার হন তিনি।
এরপর উইকেটরক্ষক জুরেলকে নিয়ে ভারতের জয় নিশ্চিত করেন আগের দিন ২৫ রানে অপরাজিত থাকা রাহুল। ৬ চার ও ২ ছক্কায় ১০৮ বলে রাহুল ৫৮ এবং জুরেল ৬ রানে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজের চেজ ২ উইকেট নেন।
দুই ইনিংস ৮ উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখায় ম্যাচ সেরা হন স্পিনার কুলদীপ যাদব। ৮ উইকেট ও ১০৪ রান করায় সিরিজ সেরা হন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
অভ্যস্ত হয়ে উঠছি: গিল
ইংল্যান্ড সফরে ব্যাটিংয়ে রেকর্ডের পর রেকর্ড গড়েছেন শুবমান গিল, নজর কেড়েছেন নেতৃত্বে। সেখানে শেষ টেস্ট জিতে সিরিজ ড্র করেছেন, যেটিকে অনেকে মনে করেন জয়ের সমানই। তবে জয়ের মতো আর জয়, দুটিতো এক নয়। সত্যিকারের জয়ের স্বাদও এবার পেয়ে গেলেন তিনি। ভারতের অধিনায়ক হিসেবে জিতলেন প্রথম টেস্ট সিরিজ। দিল্লি টেস্টে জয়ের পর অধিনায়ক শুবমান বলেন, ‘ভারতকে নেতৃত্ব দিতে পারা অনেক বড় সম্মানের। বলতে পারেন, এসবে এখন অভ্যস্ত হয়ে উঠছি। দলকে সামলানো, অধিনায়কত্ব করা, এসব বড় প্রাপ্তি।’
‘নেতৃত্বের ব্যাপারটি হলো, ম্যাচের পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত নেয়া। আমি চেষ্টা করি, ম্যাচের অবস্থা বুঝে সেরা বিকল্পটি বেছে নিতে। কখনও কখনও সাহসী সিদ্ধান্ত নিতে হয়, নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে ‘এক্স-ফ্যাক্টর’ হয়ে কে গুরুত্বপূর্ণ রান করতে পারে বা উইকেট নিতে পারে, সেটা ঠিক করতে হয়।’
প্রথম টেস্ট সিরিজ জয়ের পর দ্রুতই শুরু হচ্ছে গিলের নেতৃত্বের নতুন অধ্যায়। টেস্ট জয়ের পরদিনই অস্ট্রেলিয়ার উড়ানে উঠবেন তিনি ও তার দল।
সেখান থেকে শুরু হবে ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে তার পথচলা।
অস্ট্রেলিয়ায় ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু আগামী রোববার।