ফেলিক্সের হ্যাটট্রিকে বড় জয় আল নাসরের
গোলের পর দর্শকদের উদ্দেশ্যে জার্সি তুলে ধরেন রোনালদো
গত শনিবার সৌদি লীগে আল ফাতেহকে ৫-১ গোলে উড়িয়ে দেয় আল নাসর। পেনাল্টি মিস করে রোনালদোর মিনিট না ঘুরতেই করেন চোখধাঁধানো এক গোল।
তবে ম্যাচের নায়ক অবশ্য জোয়াও ফেলিক্স। আরও একটি হ্যাটট্রিক উপহার দেন রোনালদোর স্বদেশি ফরোয়ার্ড।
প্রথমার্ধে আল নাসর এগিয়ে ছিল কেবল ১-০ গোলে। গোলটি করেন ফেলিক্স। যোগ করা সময়ে বক্সের বাইরে থেকে রোনালদোর দুর্দান্ত শট পোস্টে লেগে ফিরে।
৫৪ মিনিটে সমতায় ফেরে আল ফাতেহ। পাঁচ মিনিট পরই পেনাল্টিতে ব্যর্থ হন রোনালদো। পরে মিনিট না ঘুরতেই সেই বুলেট গতির শটে গোল।
গোলটি করেই বাঁধনহারা উদযাপনে মেতে ওঠেন তিনি, জার্সি খুলে উঁচিয়ে ধরেন দর্শকদের দিকে। হাজার গোলের স্বপ্ন পূরণের পথে কিংবদন্তির গোল হলো এখন ৯৪৯টি। আট মিনিট পর আল নাস?রকে আরও এগিয়ে নেন ফেলিক্স। ৭৫ মিনিটে গোল করেন কিংসলে কোমান। ৭৯ তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন ফেলিক্স।
সৌদি লীগে ৫ ম্যাচেই দুটি হ্যাটট্রিক করলেন ২৫ বছর বয়সী তারকা। ৫ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আল নাসর।
ফেলিক্সের হ্যাটট্রিকে বড় জয় আল নাসরের
গোলের পর দর্শকদের উদ্দেশ্যে জার্সি তুলে ধরেন রোনালদো
সোমবার, ২০ অক্টোবর ২০২৫
গত শনিবার সৌদি লীগে আল ফাতেহকে ৫-১ গোলে উড়িয়ে দেয় আল নাসর। পেনাল্টি মিস করে রোনালদোর মিনিট না ঘুরতেই করেন চোখধাঁধানো এক গোল।
তবে ম্যাচের নায়ক অবশ্য জোয়াও ফেলিক্স। আরও একটি হ্যাটট্রিক উপহার দেন রোনালদোর স্বদেশি ফরোয়ার্ড।
প্রথমার্ধে আল নাসর এগিয়ে ছিল কেবল ১-০ গোলে। গোলটি করেন ফেলিক্স। যোগ করা সময়ে বক্সের বাইরে থেকে রোনালদোর দুর্দান্ত শট পোস্টে লেগে ফিরে।
৫৪ মিনিটে সমতায় ফেরে আল ফাতেহ। পাঁচ মিনিট পরই পেনাল্টিতে ব্যর্থ হন রোনালদো। পরে মিনিট না ঘুরতেই সেই বুলেট গতির শটে গোল।
গোলটি করেই বাঁধনহারা উদযাপনে মেতে ওঠেন তিনি, জার্সি খুলে উঁচিয়ে ধরেন দর্শকদের দিকে। হাজার গোলের স্বপ্ন পূরণের পথে কিংবদন্তির গোল হলো এখন ৯৪৯টি। আট মিনিট পর আল নাস?রকে আরও এগিয়ে নেন ফেলিক্স। ৭৫ মিনিটে গোল করেন কিংসলে কোমান। ৭৯ তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন ফেলিক্স।
সৌদি লীগে ৫ ম্যাচেই দুটি হ্যাটট্রিক করলেন ২৫ বছর বয়সী তারকা। ৫ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আল নাসর।