আক্রমণে মেসি
মেজর লীগ সকারের নিয়মিত মৌসুমের শেষ দিন, বলা হয় ‘ডিসিশান ডে।’ ভাগ্য নির্ধারণী দিনে হ্যাটট্রিক করেই নিজের শ্রেষ্ঠত্বের জানান দিলেন লিওনেল মেসি। নিশ্চিত করে ফেললেন গোল্ডেন বুট পুরস্কার জয় করাও। এই লীগের ইতিহাসে অনন্য এক কীর্তি গড়াও এখন বলা যায় তার জন্য স্রেফ সময়ের ব্যাপার।
লীগের শেষ দিনে ন্যাশভিল এসসিকে তাদের মাঠেই ৫-২ গোলে হারায় ইন্টার মায়ামি।
তিন গোল করে ২৮ ম্যাচে ২৯ গোল নিয়ে নিয়মিত মৌসুম শেষ করলেন মেসি। গোলের তালিকায় তার ধারেকাছে নেই কেউ। ২৪ গোল করে যৌথভাবে দুইয়ে ন্যাশভিলের স্যাম সারিজ ও লস অ্যাঞ্জেলস এফসির ডেনিস বুয়াঙ্গা।
রোববার সকালে (বাংলাদেশ সময়) তিন গোলের পাশাপাশি একটি গোল অ্যাসিস্ট করেন মেসি। ১৯টি গোলে সহায়তা করে অ্যাসিস্টের তালিকাতেও তিনি সবার ওপরে।
গোল ও অ্যাসিস্টের এই যুগলবন্দিতে মৌসুমের সেরা ফুটবলার বা ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি)’ পুরস্কারও তিনিই জিতে নেবেন নিশ্চিতভাবে। যেদিন আনুষ্ঠানিক ঘোষণা আসবে, তার নাম খোদাই হয়ে যাবে মেজর লীগ সকারের ইতিহাসে।
গত মৌসুমেও এমভিপি জিতেছিলেন তিনি। লীগের ইতিহাসে আর কোনো ফুটবলার টানা দুই মৌসুমে সেরা হতে পারেননি।
শেষ দিনে মেসির তিন গোলে পয়েন্ট তালিকার তিন নম্বরে থেকে নিয়মিত মৌসুম শেষ করে মায়ামি। প্লে-অফে ঘরের মাঠে খেলার সুবিধা তারা পাবে।
ছয় নম্বরে শেষ করা ন্যাশভিলের সঙ্গেই প্লে-অফের প্রথম রাউন্ডে লড়বেন মেসিরা।
ন্যাশভিলের মাঠে ৩৪ মিনিটে মায়ামি এগিয়ে যায় মেসির জাদুতে। ৪৩ মিনিটে হেড থেকে গোল করে সমতা ফেরান সারিজ।
প্রথমার্ধের যোগ করা সময়ে জ্যাকব শাফলবার্গের চমৎকার ফিনিশিংয়ে এগিয়ে যায় ন্যাশভিল।
৬৩ মিনিটে পেনাল্টি পায় মায়ামি। আলতো শটে বল জালে পাঠান অধিনায়ক মেসি। চার মিনিট পর গোল করে মায়ামিকে এগিয়ে নেন রদ্রিগেস। ৮১ মিনিটে আরেকটি দারুণ ফিনিশিংয়ে হ্যাটট্রিক পূরণ করেন মেসি।
একদম শেষ সময়ে সেগোভিয়া ফাঁকা পোস্টে বল পাঠিয়ে মায়ামির হয়ে পঞ্চম গোলটি করেন।
আক্রমণে মেসি
সোমবার, ২০ অক্টোবর ২০২৫
মেজর লীগ সকারের নিয়মিত মৌসুমের শেষ দিন, বলা হয় ‘ডিসিশান ডে।’ ভাগ্য নির্ধারণী দিনে হ্যাটট্রিক করেই নিজের শ্রেষ্ঠত্বের জানান দিলেন লিওনেল মেসি। নিশ্চিত করে ফেললেন গোল্ডেন বুট পুরস্কার জয় করাও। এই লীগের ইতিহাসে অনন্য এক কীর্তি গড়াও এখন বলা যায় তার জন্য স্রেফ সময়ের ব্যাপার।
লীগের শেষ দিনে ন্যাশভিল এসসিকে তাদের মাঠেই ৫-২ গোলে হারায় ইন্টার মায়ামি।
তিন গোল করে ২৮ ম্যাচে ২৯ গোল নিয়ে নিয়মিত মৌসুম শেষ করলেন মেসি। গোলের তালিকায় তার ধারেকাছে নেই কেউ। ২৪ গোল করে যৌথভাবে দুইয়ে ন্যাশভিলের স্যাম সারিজ ও লস অ্যাঞ্জেলস এফসির ডেনিস বুয়াঙ্গা।
রোববার সকালে (বাংলাদেশ সময়) তিন গোলের পাশাপাশি একটি গোল অ্যাসিস্ট করেন মেসি। ১৯টি গোলে সহায়তা করে অ্যাসিস্টের তালিকাতেও তিনি সবার ওপরে।
গোল ও অ্যাসিস্টের এই যুগলবন্দিতে মৌসুমের সেরা ফুটবলার বা ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি)’ পুরস্কারও তিনিই জিতে নেবেন নিশ্চিতভাবে। যেদিন আনুষ্ঠানিক ঘোষণা আসবে, তার নাম খোদাই হয়ে যাবে মেজর লীগ সকারের ইতিহাসে।
গত মৌসুমেও এমভিপি জিতেছিলেন তিনি। লীগের ইতিহাসে আর কোনো ফুটবলার টানা দুই মৌসুমে সেরা হতে পারেননি।
শেষ দিনে মেসির তিন গোলে পয়েন্ট তালিকার তিন নম্বরে থেকে নিয়মিত মৌসুম শেষ করে মায়ামি। প্লে-অফে ঘরের মাঠে খেলার সুবিধা তারা পাবে।
ছয় নম্বরে শেষ করা ন্যাশভিলের সঙ্গেই প্লে-অফের প্রথম রাউন্ডে লড়বেন মেসিরা।
ন্যাশভিলের মাঠে ৩৪ মিনিটে মায়ামি এগিয়ে যায় মেসির জাদুতে। ৪৩ মিনিটে হেড থেকে গোল করে সমতা ফেরান সারিজ।
প্রথমার্ধের যোগ করা সময়ে জ্যাকব শাফলবার্গের চমৎকার ফিনিশিংয়ে এগিয়ে যায় ন্যাশভিল।
৬৩ মিনিটে পেনাল্টি পায় মায়ামি। আলতো শটে বল জালে পাঠান অধিনায়ক মেসি। চার মিনিট পর গোল করে মায়ামিকে এগিয়ে নেন রদ্রিগেস। ৮১ মিনিটে আরেকটি দারুণ ফিনিশিংয়ে হ্যাটট্রিক পূরণ করেন মেসি।
একদম শেষ সময়ে সেগোভিয়া ফাঁকা পোস্টে বল পাঠিয়ে মায়ামির হয়ে পঞ্চম গোলটি করেন।