এশিয়ান কাপের প্রস্তুতি
মেয়েদের ফাইল ছবি
থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে আজ উড়াল দিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী বছর মার্চে উইমেন’স এশিয়ান কাপ সামনে রেখে মূলত এই সফরে যাচ্ছে বাংলাদেশ। থাইল্যান্ড সফরে হার-জিতের চেয়ে কোচ পিটার জেমস বাটলার অবশ্য গুরুত্ব দিচ্ছেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলার দিকে।
আফঈদা, মনিকাদের লড়াকু মেজাজে দেখতে চাওয়ার নানা কারণও আছে। শক্তির দিক থেকে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে থাইল্যান্ড। ফিফা র্যাংকিংয়েরও তাদের (৫৩তম) ধারে কাছে নেই বাংলাদেশ (১০৪তম)। তাছাড়া এই সফরের দলে ভুটানের লীগে খেলা ৯ জনকে নিয়ে চট্টগ্রাম ইপিজেডে ২১ দিনের বেশি প্রস্তুতি নেয়ার সুযোগও পাননি বাটলার। আগামী ২৪ ও ২৭ অক্টোবরের দুই প্রীতি ম্যাচ সামনে রেখে সোমবার,(২০ অক্টোবর ২০২৫) বাফুফেতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ বলেন, ‘মেয়েদের কাছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্সের প্রত্যাশা আমার।’ পিটার যোগ করেন, ‘আমি মনে করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের বাস্তববাদী হতে হবে। তবে তারা র্যাংকিংয়ে আমাদের চেয়ে এগিয়ে বলে আমরা তাদের কাছে হারতে পারি বা হারতে যাচ্ছি, এই মনোভাব নিয়ে সেখানে যেতে পারি না আমরা।’ হার-জিত নয়, ভালো খেলায় প্রত্যাশী পিটার, ‘হার বা জিতের মানসিকতা নয়, এই ধরনের ম্যাচ থেকে আসলে আমরা কী পেতে চাই, তা নিয়ে কখনও কখনও আমাদের বাস্তববাদী হতে হবে। আমি চাই, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স। দেখতে চাই মেয়েরা আন্তর্জাতিক পর্যায়ে সেটা মেলে ধরছে। কেননা এটা দলের সবার জন্য, এমনকি যে ভুটান থেকে যে নয় জন ফিরেছে, তাদের জন্যও এটা বড় পদক্ষেপ।’
বাটলারের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন রুমা আক্তার ও সিনহা জাহান। বাদ পড়েছেন ডিফেন্ডার নিলুফা ইয়াসমিন নীলা ও ফরোয়ার্ড সুরভী আকন্দ। ভুটানে লীগে খেলা নয় জনের মধ্যে চার জন ফিরেছেন তিনদিন আগে, বাকিরা একদিন আগে। তবে তারা দলের সঙ্গে মনিকা-ঋতুপর্ণাদের মানিয়ে নেয়া নিয়ে কোনো সমস্যা দেখছেন না বাটলার, ‘নয়জনের মধ্যে চারজন ভুটান থেকে ফিরে দু’দিন প্রস্তুতি নিয়েছে। পাঁচজন একদিন অনুশীলন করেছে। মানিয়ে নেয়া তাদের জন্য বেশ কঠিন হলেও আমি মনে করি, আমরা কীভাবে কাজ করি, সেই অভিজ্ঞতা তাদের আছে। তাই এই মেয়েদের নিয়ে কোনো সমস্যা দেখছি না। তারা জানে, আমরা কীভাবে খেলি।’
মানিয়ে নেয়ার প্রসঙ্গে কোচের সঙ্গে সুর মেলালেন অধিনায়ক আফঈদা খন্দকারও, ‘তাদের সঙ্গে ক্যাম্পে ৭-৮ বছর এক সঙ্গে থাকছি। আমরা একে অন্যকে ভালো করে জানি। গত দুই দিন অনুশীলন করেছি কয়েক জনের সঙ্গে। কোনো সমস্যা হয়নি। আশা করছি, বাকিদের ক্ষেত্রেও একই রকম হবে।’
বাংলাদেশ নারী দল
রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রাণী, নবীরন খাতুন, আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, রুমা আক্তার, শামসুন্নাহার সিনিয়র, হালিমা আক্তার, জয়নব বিবি, শিউলি আজিম, মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী, উমেহলা মারমা, শাহেদা আক্তার, সুলতানা, সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমা ও সিনহা জাহ।
এশিয়ান কাপের প্রস্তুতি
মেয়েদের ফাইল ছবি
সোমবার, ২০ অক্টোবর ২০২৫
থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে আজ উড়াল দিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী বছর মার্চে উইমেন’স এশিয়ান কাপ সামনে রেখে মূলত এই সফরে যাচ্ছে বাংলাদেশ। থাইল্যান্ড সফরে হার-জিতের চেয়ে কোচ পিটার জেমস বাটলার অবশ্য গুরুত্ব দিচ্ছেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলার দিকে।
আফঈদা, মনিকাদের লড়াকু মেজাজে দেখতে চাওয়ার নানা কারণও আছে। শক্তির দিক থেকে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে থাইল্যান্ড। ফিফা র্যাংকিংয়েরও তাদের (৫৩তম) ধারে কাছে নেই বাংলাদেশ (১০৪তম)। তাছাড়া এই সফরের দলে ভুটানের লীগে খেলা ৯ জনকে নিয়ে চট্টগ্রাম ইপিজেডে ২১ দিনের বেশি প্রস্তুতি নেয়ার সুযোগও পাননি বাটলার। আগামী ২৪ ও ২৭ অক্টোবরের দুই প্রীতি ম্যাচ সামনে রেখে সোমবার,(২০ অক্টোবর ২০২৫) বাফুফেতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ বলেন, ‘মেয়েদের কাছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্সের প্রত্যাশা আমার।’ পিটার যোগ করেন, ‘আমি মনে করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের বাস্তববাদী হতে হবে। তবে তারা র্যাংকিংয়ে আমাদের চেয়ে এগিয়ে বলে আমরা তাদের কাছে হারতে পারি বা হারতে যাচ্ছি, এই মনোভাব নিয়ে সেখানে যেতে পারি না আমরা।’ হার-জিত নয়, ভালো খেলায় প্রত্যাশী পিটার, ‘হার বা জিতের মানসিকতা নয়, এই ধরনের ম্যাচ থেকে আসলে আমরা কী পেতে চাই, তা নিয়ে কখনও কখনও আমাদের বাস্তববাদী হতে হবে। আমি চাই, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স। দেখতে চাই মেয়েরা আন্তর্জাতিক পর্যায়ে সেটা মেলে ধরছে। কেননা এটা দলের সবার জন্য, এমনকি যে ভুটান থেকে যে নয় জন ফিরেছে, তাদের জন্যও এটা বড় পদক্ষেপ।’
বাটলারের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন রুমা আক্তার ও সিনহা জাহান। বাদ পড়েছেন ডিফেন্ডার নিলুফা ইয়াসমিন নীলা ও ফরোয়ার্ড সুরভী আকন্দ। ভুটানে লীগে খেলা নয় জনের মধ্যে চার জন ফিরেছেন তিনদিন আগে, বাকিরা একদিন আগে। তবে তারা দলের সঙ্গে মনিকা-ঋতুপর্ণাদের মানিয়ে নেয়া নিয়ে কোনো সমস্যা দেখছেন না বাটলার, ‘নয়জনের মধ্যে চারজন ভুটান থেকে ফিরে দু’দিন প্রস্তুতি নিয়েছে। পাঁচজন একদিন অনুশীলন করেছে। মানিয়ে নেয়া তাদের জন্য বেশ কঠিন হলেও আমি মনে করি, আমরা কীভাবে কাজ করি, সেই অভিজ্ঞতা তাদের আছে। তাই এই মেয়েদের নিয়ে কোনো সমস্যা দেখছি না। তারা জানে, আমরা কীভাবে খেলি।’
মানিয়ে নেয়ার প্রসঙ্গে কোচের সঙ্গে সুর মেলালেন অধিনায়ক আফঈদা খন্দকারও, ‘তাদের সঙ্গে ক্যাম্পে ৭-৮ বছর এক সঙ্গে থাকছি। আমরা একে অন্যকে ভালো করে জানি। গত দুই দিন অনুশীলন করেছি কয়েক জনের সঙ্গে। কোনো সমস্যা হয়নি। আশা করছি, বাকিদের ক্ষেত্রেও একই রকম হবে।’
বাংলাদেশ নারী দল
রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রাণী, নবীরন খাতুন, আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, রুমা আক্তার, শামসুন্নাহার সিনিয়র, হালিমা আক্তার, জয়নব বিবি, শিউলি আজিম, মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী, উমেহলা মারমা, শাহেদা আক্তার, সুলতানা, সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমা ও সিনহা জাহ।