পাকিস্তানকে হারিয়ে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু দুর্দান্ত শুরুর পরই পথ হারায় নিগার সুলতানা জ্যোতির দল। একাধিক ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও হেরেছে টাইগ্রেসরা। ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় বাংলাদেশ।
বাংলাদেশ-ভারত ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে থেকে আসর শেষ করেছে টাইগ্রেসরা।
গতকাল রোববার মুম্বাইয়ে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে ২৭ ওভারে ৯ উইকেটে ১১৯ রান করে বাংলাদেশের মেয়েরা। ডিএলএস মেথডে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১২৬ রানের। ৮.৪ ওভারে বিনা উইকেটে স্বাগতিকরা ৫৭ রান তোলার পর ফের নামে বৃষ্টি। এবার মাত্রা বেশি থাকায় ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। কমপক্ষে ২০ ওভার না হওয়ায় ফলও আসেনি। ম্যাচ জিততে সবকটি উইকেট হাতে নিয়ে ১১০ বলে কেবল ৬৯ রানের দরকার ছিলো ভারতের।
বাংলাদেশ বিশ্বকাপ থেকে আগেই বিদায় নেয়ায় এবং ভারত সেমিফাইনাল নিশ্চিত করে ফেলায় এই ম্যাচটি ছিলো নিয়ম রক্ষার। বৃষ্টিতে এক পয়েন্ট পাওয়ায় ৭ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট হলো ৩, তারা শেষ করলো ৭ নম্বরে।
বাংলাদেশের প্রাইজমানি
৩ কোটি ৪৩ লাখ টাকা
গ্রুপ পর্বে এক ম্যাচ জেতার সুবাদে বাংলাদেশ দল পাবে ৪১.৫৬ লাখ টাকা। এর সঙ্গে অংশগ্রহণকারী দল হিসেবে তারা পাচ্ছে ৩ কোটি ২ লাখ টাকা। অর্থাৎ অংশগ্রহণ ও এক ম্যাচ জয়ের কারণে এবারের বিশ্বকাপ থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দল মোট ৩ কোটি ৪৩ লাখ ৫৬ হাজার টাকা প্রাইজমানি পাচ্ছে।
এবারের নারী ওয়ানডে বিশ্বকাপে থাকছে ইতিহাসের সর্বোচ্চ প্রাইজমানি। টুর্নামেন্টের মোট প্রাইজমানি ১৬৮ কোটি ১৫ লাখ টাকা।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
পাকিস্তানকে হারিয়ে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু দুর্দান্ত শুরুর পরই পথ হারায় নিগার সুলতানা জ্যোতির দল। একাধিক ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও হেরেছে টাইগ্রেসরা। ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় বাংলাদেশ।
বাংলাদেশ-ভারত ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে থেকে আসর শেষ করেছে টাইগ্রেসরা।
গতকাল রোববার মুম্বাইয়ে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে ২৭ ওভারে ৯ উইকেটে ১১৯ রান করে বাংলাদেশের মেয়েরা। ডিএলএস মেথডে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১২৬ রানের। ৮.৪ ওভারে বিনা উইকেটে স্বাগতিকরা ৫৭ রান তোলার পর ফের নামে বৃষ্টি। এবার মাত্রা বেশি থাকায় ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। কমপক্ষে ২০ ওভার না হওয়ায় ফলও আসেনি। ম্যাচ জিততে সবকটি উইকেট হাতে নিয়ে ১১০ বলে কেবল ৬৯ রানের দরকার ছিলো ভারতের।
বাংলাদেশ বিশ্বকাপ থেকে আগেই বিদায় নেয়ায় এবং ভারত সেমিফাইনাল নিশ্চিত করে ফেলায় এই ম্যাচটি ছিলো নিয়ম রক্ষার। বৃষ্টিতে এক পয়েন্ট পাওয়ায় ৭ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট হলো ৩, তারা শেষ করলো ৭ নম্বরে।
বাংলাদেশের প্রাইজমানি
৩ কোটি ৪৩ লাখ টাকা
গ্রুপ পর্বে এক ম্যাচ জেতার সুবাদে বাংলাদেশ দল পাবে ৪১.৫৬ লাখ টাকা। এর সঙ্গে অংশগ্রহণকারী দল হিসেবে তারা পাচ্ছে ৩ কোটি ২ লাখ টাকা। অর্থাৎ অংশগ্রহণ ও এক ম্যাচ জয়ের কারণে এবারের বিশ্বকাপ থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দল মোট ৩ কোটি ৪৩ লাখ ৫৬ হাজার টাকা প্রাইজমানি পাচ্ছে।
এবারের নারী ওয়ানডে বিশ্বকাপে থাকছে ইতিহাসের সর্বোচ্চ প্রাইজমানি। টুর্নামেন্টের মোট প্রাইজমানি ১৬৮ কোটি ১৫ লাখ টাকা।