কালাম করেন ১০১ রান
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে কালাম সিদ্দিকি এলিনের সেঞ্চুরিতে ডিএলএস মেথডে ৫ রানে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মঙ্গলবার,(২৮ অক্টোবর ২০২৫) বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আগে ব্যাট করে উজাইরুল্লাহ নিয়জাইর ১৪০ রানের সুবাদে ২৬৫ রান করে আফগানিস্তান। ৪৬ ওভারে বাংলাদেশ ৪ উইকেটে ২৩১ রান তুলার পর আলোর স্বল্পতায় আর খেলা হয়নি।
স্টেডিয়ামে ফ্লাডলাইট না থাকায় আর খেলা হয়নি। বাইলজ অনুযায়ী আলোক স্বল্পতায় ডিএলএস মেথডে জিতে যায় স্বাগতিকরা। ম্যাচ জিততে তখন ২৪ বলে ৩৫ রান দরকার ছিল বাংলাদেশের।
এলিন ১১৯ বলে ১১ চারে করেন ১০১ রান। এছাড়া রিজান হোসেন ৯৬ বলে অপরাজিত থাকেন ৭৫ রানে।
রান তাড়ায় নেমে শুরুতেই জাওয়াদ আবরার ও অধিনায়ক আজিজুল হাকিম তামিমকে হারায় স্বাগতিকরা। রিফাত বেগকে নিয়ে ছোট জুটিতে প্রতিরোধ গড়েন এলিন। রিফার ফিরে যাওয়ার পর রিজানকে নিয়ে দলকে জেতার কাছাকাছি নিয়ে যান তিনি। সেঞ্চুরি করে এলিন ফিরে গেলেও বাকি কাজটুকু সেরে দলকে জয়ের রাস্তাতেই রেখেছিলেন রিজান। শেষ পর্যন্ত বগুড়ার মাঠে আলো কমে যাওয়ায় পুরো ওভার খেলতে হলো না বাংলাদেশকে।
আগামী যুব বিশ্বকাপের প্রস্তুতি মাথায় রেখে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই সিরিজের প্রথম দুই ম্যাচ বগুড়া ও শেষের তিনটি হবে রাজশাহীতে।একই মাঠে দুই দলের দ্বিতীয় ওয়ানডে শুক্রবার।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান ২৬৫/৯ (খালিদ ৩৪, ফায়সাল ৩৩, উজাইরুল্লাহ ১৪০*; ইকবাল ১০-১-৫৭-৫, সবুজ ১/৩০, রিজান ২/৫৪, আজিজুল ১/২৩)।
বাংলাদেশ ৪৬ ওভারে ২৩১/৪ (রিফাত ২৬, কালাম ১০১, রিজান ৭৫*; ওমারজাই ১/৩৬, ওয়াহিদউল্লাহ ২/৪৭, জাতিউল্লাহ ১/৩৪)।
ফল: ডিএলএস পদ্ধতিতে ৫ রানে জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সিরিজ: ৫ ম্যাচের সিরিজের ১-০তে এগিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
কালাম করেন ১০১ রান
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে কালাম সিদ্দিকি এলিনের সেঞ্চুরিতে ডিএলএস মেথডে ৫ রানে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মঙ্গলবার,(২৮ অক্টোবর ২০২৫) বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আগে ব্যাট করে উজাইরুল্লাহ নিয়জাইর ১৪০ রানের সুবাদে ২৬৫ রান করে আফগানিস্তান। ৪৬ ওভারে বাংলাদেশ ৪ উইকেটে ২৩১ রান তুলার পর আলোর স্বল্পতায় আর খেলা হয়নি।
স্টেডিয়ামে ফ্লাডলাইট না থাকায় আর খেলা হয়নি। বাইলজ অনুযায়ী আলোক স্বল্পতায় ডিএলএস মেথডে জিতে যায় স্বাগতিকরা। ম্যাচ জিততে তখন ২৪ বলে ৩৫ রান দরকার ছিল বাংলাদেশের।
এলিন ১১৯ বলে ১১ চারে করেন ১০১ রান। এছাড়া রিজান হোসেন ৯৬ বলে অপরাজিত থাকেন ৭৫ রানে।
রান তাড়ায় নেমে শুরুতেই জাওয়াদ আবরার ও অধিনায়ক আজিজুল হাকিম তামিমকে হারায় স্বাগতিকরা। রিফাত বেগকে নিয়ে ছোট জুটিতে প্রতিরোধ গড়েন এলিন। রিফার ফিরে যাওয়ার পর রিজানকে নিয়ে দলকে জেতার কাছাকাছি নিয়ে যান তিনি। সেঞ্চুরি করে এলিন ফিরে গেলেও বাকি কাজটুকু সেরে দলকে জয়ের রাস্তাতেই রেখেছিলেন রিজান। শেষ পর্যন্ত বগুড়ার মাঠে আলো কমে যাওয়ায় পুরো ওভার খেলতে হলো না বাংলাদেশকে।
আগামী যুব বিশ্বকাপের প্রস্তুতি মাথায় রেখে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই সিরিজের প্রথম দুই ম্যাচ বগুড়া ও শেষের তিনটি হবে রাজশাহীতে।একই মাঠে দুই দলের দ্বিতীয় ওয়ানডে শুক্রবার।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান ২৬৫/৯ (খালিদ ৩৪, ফায়সাল ৩৩, উজাইরুল্লাহ ১৪০*; ইকবাল ১০-১-৫৭-৫, সবুজ ১/৩০, রিজান ২/৫৪, আজিজুল ১/২৩)।
বাংলাদেশ ৪৬ ওভারে ২৩১/৪ (রিফাত ২৬, কালাম ১০১, রিজান ৭৫*; ওমারজাই ১/৩৬, ওয়াহিদউল্লাহ ২/৪৭, জাতিউল্লাহ ১/৩৪)।
ফল: ডিএলএস পদ্ধতিতে ৫ রানে জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সিরিজ: ৫ ম্যাচের সিরিজের ১-০তে এগিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।