alt

নাজমুল শান্তই থাকছেন টেস্ট দলের নেতৃত্বে

ক্রীড়া বার্তা পরিবেশক : শনিবার, ০১ নভেম্বর ২০২৫

নাজমুল হোসেন শান্ত

চার মাস আগে বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দেয়া নাজমুল হোসেন শান্ত রাজি হয়েছেন দায়িত্ব চালিয়ে যেতে।

বিসিবি শনিবার, (০১ নভেম্বর ২০২৫) এক বিবৃতিতে জানায়, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২০২৭ চক্রে বাংলাদেশের অধিনায়ক থাকবেন ২৭ বছর বয়সী ব্যাটার শান্তই।

বাংলাদেশের আসন্ন সিরিজ

১১ নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্ট দিয়ে শুরু। মার্চ-এপ্রিলে দেশের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ, জুলাই-আগস্টে জিম্বাবুয়ে সফর, আগস্টে অস্ট্রেলিয়া সফর, অক্টোবর-নভেম্বরে দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ ও নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর। সব মিলিয়ে আগামী বছর ১০ টেস্ট খেলবে বাংলাদেশ

২০২৩ সালের ডিসেম্বরে সেই সময়ের অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত দায়িত্বে টেস্ট নেতৃত্বে অভিষেক হয় শান্ত। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই টেস্টে সেঞ্চুরি উপহার দেন তিনি, দারুণ জয়ের দেখা পায় দল।

গত বছরের ফেব্রুয়ারিতে তিন সংস্করণেই তাকে নিয়মিত অধিনায়ক ঘোষণা করা হয়। পরে বাজে ফর্মের কারণে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব হারানোর পাশাপাশি দলেও জায়গা হারান। গত জুনে শ্রীলঙ্কা সফরে তাকে ওয়ানডের নেতৃত্ব থেকেও সরিয়ে দেয়া হয় বিতর্কিত প্রক্রিয়ায়।

শ্রীলঙ্কাতেই টেস্ট সিরিজ শেষে গত ২৮ জুন টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দেয়া ঘোষণা দেন শান্ত। আনুষ্ঠানিক কারণটি তিনি না বললেও মোটামুটি প্রতিষ্ঠিতই ছিল, ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেয়ার প্রক্রিয়ার প্রতিবাদেই তার এ সিদ্ধান্ত।

এরপর লম্বা সময় বাংলাদেশের টেস্ট ম্যাচ ছিল না বলে অধিনায়কত্ব নিয়ে মাথা ঘামাতে হয়নি বিসিবিকে। এখন সামনেই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। অধিনায়ক তাই চূড়ান্ত করতেই হতো।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, এই সিদ্ধান্ত শান্তর নেতৃত্বগুণ ও বাংলাদেশের লাল বলের ক্রিকেট নিয়ে তার দৃষ্টিভঙ্গির প্রতি বিসিবির আস্থার প্রতিফলন, ‘শান্ত টেস্ট ক্রিকেটে স্থির মনোভাব, প্রতিশ্রুতি ও গভীর বোঝাপড়া দেখিয়েছে। তার নেতৃত্বে আমরা দলের মধ্যে উন্নতি ও আত্মবিশ্বাস লক্ষ্য করেছি। এই বোর্ড বিশ্বাস করে, নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখা টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে আমাদের জন্য ইতিবাচক হবে।’

নিজের অনুভূতি জানিয়ে শান্ত বলেন, ‘বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব ধরে রাখার সুযোগ পেয়ে আমি সত্যিই সম্মানিত বোধ করছি। আমার অধিনায়কত্বে যে আস্থা ও বিশ্বাস বোর্ড দেখিয়েছে, সেজন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। টেস্ট ক্রিকেটে নিজের দেশকে নেতৃত্ব দেয়া আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা যথাসাধ্যভাবে পালনের চেষ্টা করবো।’

তিনি যোগ করেন, ‘এমন একটি দলকে নেতৃত্ব দেয়া আনন্দের, যাদের মধ্যে এত প্রতিভা ও সম্ভাবনা আছে। আমি বিশ্বাস করি, সামনে আমাদের জন্য একটি দারুণ ও ইতিবাচক মৌসুম অপেক্ষা করছে। আমরা কয়েকদিন পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য মুখিয়ে আছি, যা বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্য ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সূচির সূচনা করবে।’

‘এত প্রতিভা ও সম্ভাবনা আছে যে দলের, সেই দলকে নেতৃত্ব দিতে পারা সত্যিকারের আনন্দের এবং আমি বিশ্বাস করি, রোমাঞ্চকর ও ইতিবাচক একটি মৌসুম আমাদের অপেক্ষায়। এই মাসের আয়ারল্যান্ড সিরিজের দিকে তাকিয়ে আছি আমরা, যেটি দিয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সময় শুরু হচ্ছে।’

শান্তর নেতৃত্বে ১৪ টেস্টে বাংলাদেশের জয় ৪টি, হার ৯টি, ড্র ১টি। এরমধ্যে সবচেয়ে বড় অর্জন, গত বছর পাকিস্তান সফরে তাদের হোয়াইটওয়াশ করা।

তার নেতৃত্বের সেই অধ্যায় থমকে যাওয়ার মুখে থাকলেও শেষ পর্যন্ত সেই ধারা চলবে আপাতত। যেটির পরবর্তী ধাপ আগামী ১১ নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্ট দিয়ে।

মার্চ-এপ্রিলে দেশের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ, জুলাই-আগস্টে জিম্বাবুয়ে সফর, আগস্টে অস্ট্রেলিয়া সফর, অক্টোবর-নভেম্বরে দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ ও নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর। সব মিলিয়ে আগামী বছর ১০ টেস্ট খেলবে বাংলাদেশ।

আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতি

শুরু ৮ নভেম্বর

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য আগামী ৮ নভেম্বর থেকে প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। তাইজুল ইসলাম ছাড়া টেস্ট দলের অন্য খেলোয়াড়রা চলমান জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডে খেলছেন।

আয়ারল্যান্ড সিরিজের আগে কিছুদিন সময় পাবেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে খেলা টেস্ট ক্রিকেটাররা।

এ বছর এখন পর্যন্ত চারটি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজ খেলেছিল টাইগাররা।

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করলেও শ্রীলঙ্কার কাছে ১-০ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ।

আগামী ১১ নভেম্বর থেকে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ। ১৯ নভেম্বর থেকে মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল।

আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে নামলে প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে শততম টেস্ট খেলার নজির গড়বেন মুশফিকুর রহিম। এখন পর্যন্ত দেশের হয়ে ৯৮টি টেস্ট খেলেছেন তিনি।

মুশফিকের শততম টেস্ট উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি আয়োজনের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ছবি

‘রেয়ালে এই ধরনের পুরস্কার অনেকবার জিতবো’

ছবি

জাতীয় দূরপাল্লা সাঁতারে প্রথম ফয়সাল ও সোনিয়া

শটের বৈচিত্র্য বাড়াতে পারলে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করা সম্ভব: লিটন

ছবি

জানুয়ারিতে পাকিস্তানে এসএ গেমস: নিশ্চয়তা নেই তাই তাদের ক্যাম্প স্থগিত!

ছবি

বাবরের রেকর্ডের ম্যাচ জিতে সমতা ফেরালো পাকিস্তান

ছবি

নারী বিশকাপ ফাইনালে রবিবার মুখোমুখি ভারত ও দ.আফ্রিকা

ছবি

ভারত ম্যাচে শুধুই জয়ের ভাবনা: মোরসালিন

ছবি

শেফার্ডের হ্যাটট্রিকের রাতে ওয়েস্ট ইন্ডিজের সহজ জয়

ছবি

জাতীয় মহিলা দাবায় হ্যাটট্রিক চ্যাম্পিয়ন নোশিন

ছবি

হেজেলউডের দুর্দান্ত স্পেলে বিধ্বস্ত ভারত

ছবি

মোহামেডানের ওপর ফিফার নিষেধাজ্ঞা

ছবি

ক্রিকেটার আজহারউদ্দিন তেলেঙ্গানা রাজ্যে মন্ত্রী হিসেবে শপথ নিলেন

ছবি

সঠিক তাড়না নিয়ে সঠিক কাজ করলে ঈশ্বর সহায় হন: জেমিমা

ছবি

মহিলা ক্রীড়া সংস্থায় মেয়েদের ব্যাডমিন্টন

ছবি

স্কুল হ্যান্ডবলে দুই বিভাগেই চ্যাম্পিয়ন সানিডেল

ছবি

নারী বিশ্বকাপের ফাইনালে ভারত

ছবি

অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-২০ বৃষ্টিতে পণ্ড

ছবি

ঘুরে দাঁড়ানোর লক্ষ্য লিটনের, সিরিজ জিততে চায় হোপ

ছবি

বিপিএলের জন্য আবেদন করেনি দুই আসরের চ্যাম্পিয়ন বরিশাল

ছবি

ঢাকা-রংপুর ম্যাচ ড্র, চিটাগং হারালো রাজশাহীকে

ছবি

কালামের সেঞ্চুরিতে আফগান অ-১৯ দলের বিপক্ষে বাংলাদেশ জিতেছে

ছবি

কাভা ভলিবলে অপরাজিত চ্যাম্পিয়ন তুর্কমেনিস্তান

ছবি

২০২৬ ফুটবল বিশ্বকাপে খেলবেন মেসি? লিওর ইঙ্গিতে শুরু নতুন জল্পনা

ছবি

এশিয়ান আর্চারিতে অংশ নিতে ঢাকায় তিমুর লেস্তে

ছবি

ফেডারেশনের বিরুদ্ধে অভিযোগ দাবাড়ু মননের

ছবি

দেশ থেকে নির্বাসনে, শরণার্থী হিসেবে মাঠে ফিরল আফগান মেয়েরা

ছবি

চট্টগ্রাম স্টেডিয়ামে দর্শকের ঢল

ছবি

ব্যাংককে শেষ প্রীতি ম্যাচে ৫-১ গোলে হারলো বাংলাদেশের মেয়েরা

ছবি

এনসিএল: সৈকতের ১৭৫, রকিবুলের ৯ উইকেট

ছবি

বাংলাদেশ-আফগানিস্তান অ-১৯ ওয়ানডে সিরিজ শুরু মঙ্গলবার

ছবি

নারী বিশ্বকাপে বাংলাদেশ সপ্তম

ছবি

বাফুফের বছরান্তের সভায় সাফল্যের ফিরিস্তি

ছবি

পাকিস্তান ও দ.আফ্রিকার প্রথম টি-২০ মঙ্গলবার

ছবি

এল ক্লাসিকোর নাটকীয় ম্যাচ জিতে শীর্ষস্থান আরও মজবুত করলো রেয়াল

ছবি

স্কুল হ্যান্ডবল

ছবি

ঢাকায় আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট আয়োজনে সন্তুষ্ট কাভা প্রেসিডেন্ট

tab

নাজমুল শান্তই থাকছেন টেস্ট দলের নেতৃত্বে

ক্রীড়া বার্তা পরিবেশক

নাজমুল হোসেন শান্ত

শনিবার, ০১ নভেম্বর ২০২৫

চার মাস আগে বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দেয়া নাজমুল হোসেন শান্ত রাজি হয়েছেন দায়িত্ব চালিয়ে যেতে।

বিসিবি শনিবার, (০১ নভেম্বর ২০২৫) এক বিবৃতিতে জানায়, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২০২৭ চক্রে বাংলাদেশের অধিনায়ক থাকবেন ২৭ বছর বয়সী ব্যাটার শান্তই।

বাংলাদেশের আসন্ন সিরিজ

১১ নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্ট দিয়ে শুরু। মার্চ-এপ্রিলে দেশের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ, জুলাই-আগস্টে জিম্বাবুয়ে সফর, আগস্টে অস্ট্রেলিয়া সফর, অক্টোবর-নভেম্বরে দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ ও নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর। সব মিলিয়ে আগামী বছর ১০ টেস্ট খেলবে বাংলাদেশ

২০২৩ সালের ডিসেম্বরে সেই সময়ের অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত দায়িত্বে টেস্ট নেতৃত্বে অভিষেক হয় শান্ত। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই টেস্টে সেঞ্চুরি উপহার দেন তিনি, দারুণ জয়ের দেখা পায় দল।

গত বছরের ফেব্রুয়ারিতে তিন সংস্করণেই তাকে নিয়মিত অধিনায়ক ঘোষণা করা হয়। পরে বাজে ফর্মের কারণে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব হারানোর পাশাপাশি দলেও জায়গা হারান। গত জুনে শ্রীলঙ্কা সফরে তাকে ওয়ানডের নেতৃত্ব থেকেও সরিয়ে দেয়া হয় বিতর্কিত প্রক্রিয়ায়।

শ্রীলঙ্কাতেই টেস্ট সিরিজ শেষে গত ২৮ জুন টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দেয়া ঘোষণা দেন শান্ত। আনুষ্ঠানিক কারণটি তিনি না বললেও মোটামুটি প্রতিষ্ঠিতই ছিল, ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেয়ার প্রক্রিয়ার প্রতিবাদেই তার এ সিদ্ধান্ত।

এরপর লম্বা সময় বাংলাদেশের টেস্ট ম্যাচ ছিল না বলে অধিনায়কত্ব নিয়ে মাথা ঘামাতে হয়নি বিসিবিকে। এখন সামনেই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। অধিনায়ক তাই চূড়ান্ত করতেই হতো।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, এই সিদ্ধান্ত শান্তর নেতৃত্বগুণ ও বাংলাদেশের লাল বলের ক্রিকেট নিয়ে তার দৃষ্টিভঙ্গির প্রতি বিসিবির আস্থার প্রতিফলন, ‘শান্ত টেস্ট ক্রিকেটে স্থির মনোভাব, প্রতিশ্রুতি ও গভীর বোঝাপড়া দেখিয়েছে। তার নেতৃত্বে আমরা দলের মধ্যে উন্নতি ও আত্মবিশ্বাস লক্ষ্য করেছি। এই বোর্ড বিশ্বাস করে, নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখা টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে আমাদের জন্য ইতিবাচক হবে।’

নিজের অনুভূতি জানিয়ে শান্ত বলেন, ‘বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব ধরে রাখার সুযোগ পেয়ে আমি সত্যিই সম্মানিত বোধ করছি। আমার অধিনায়কত্বে যে আস্থা ও বিশ্বাস বোর্ড দেখিয়েছে, সেজন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। টেস্ট ক্রিকেটে নিজের দেশকে নেতৃত্ব দেয়া আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা যথাসাধ্যভাবে পালনের চেষ্টা করবো।’

তিনি যোগ করেন, ‘এমন একটি দলকে নেতৃত্ব দেয়া আনন্দের, যাদের মধ্যে এত প্রতিভা ও সম্ভাবনা আছে। আমি বিশ্বাস করি, সামনে আমাদের জন্য একটি দারুণ ও ইতিবাচক মৌসুম অপেক্ষা করছে। আমরা কয়েকদিন পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য মুখিয়ে আছি, যা বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্য ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সূচির সূচনা করবে।’

‘এত প্রতিভা ও সম্ভাবনা আছে যে দলের, সেই দলকে নেতৃত্ব দিতে পারা সত্যিকারের আনন্দের এবং আমি বিশ্বাস করি, রোমাঞ্চকর ও ইতিবাচক একটি মৌসুম আমাদের অপেক্ষায়। এই মাসের আয়ারল্যান্ড সিরিজের দিকে তাকিয়ে আছি আমরা, যেটি দিয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সময় শুরু হচ্ছে।’

শান্তর নেতৃত্বে ১৪ টেস্টে বাংলাদেশের জয় ৪টি, হার ৯টি, ড্র ১টি। এরমধ্যে সবচেয়ে বড় অর্জন, গত বছর পাকিস্তান সফরে তাদের হোয়াইটওয়াশ করা।

তার নেতৃত্বের সেই অধ্যায় থমকে যাওয়ার মুখে থাকলেও শেষ পর্যন্ত সেই ধারা চলবে আপাতত। যেটির পরবর্তী ধাপ আগামী ১১ নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্ট দিয়ে।

মার্চ-এপ্রিলে দেশের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ, জুলাই-আগস্টে জিম্বাবুয়ে সফর, আগস্টে অস্ট্রেলিয়া সফর, অক্টোবর-নভেম্বরে দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ ও নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর। সব মিলিয়ে আগামী বছর ১০ টেস্ট খেলবে বাংলাদেশ।

আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতি

শুরু ৮ নভেম্বর

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য আগামী ৮ নভেম্বর থেকে প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। তাইজুল ইসলাম ছাড়া টেস্ট দলের অন্য খেলোয়াড়রা চলমান জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডে খেলছেন।

আয়ারল্যান্ড সিরিজের আগে কিছুদিন সময় পাবেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে খেলা টেস্ট ক্রিকেটাররা।

এ বছর এখন পর্যন্ত চারটি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজ খেলেছিল টাইগাররা।

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করলেও শ্রীলঙ্কার কাছে ১-০ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ।

আগামী ১১ নভেম্বর থেকে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ। ১৯ নভেম্বর থেকে মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল।

আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে নামলে প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে শততম টেস্ট খেলার নজির গড়বেন মুশফিকুর রহিম। এখন পর্যন্ত দেশের হয়ে ৯৮টি টেস্ট খেলেছেন তিনি।

মুশফিকের শততম টেস্ট উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি আয়োজনের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

back to top