নেত্রকোনার কেন্দুয়ায় ভাড়ায় খেলতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফুটবলার আরিফুল। এখনও ক্লাবে যোগ দিতে পারেননি তিনি। এদিকে বকেয়া বেতনের জন্য অনুশীলন বয়কট করেছিলেন ফুটবলাররা। তবে অনেক জোড়াজুড়ির পর অবশ্য বড় ম্যাচ খেলতে রাজি হয়েছেন তারা। এমন সংকীর্ণ অবস্থায় বাংলাদেশ ফুটবল লীগে সোমবার চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীর মুখোমুখি হতে যাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। কুমিল্লার স্টেডিয়ামে বেলা পৌঁনে তিনটায় শুরু হবে ম্যাচটি। একই দিনে একই সময়ে আরও তিনটি ম্যাচে মুখোমুখি হচ্ছে আরামবাগ ও কিংস, ফর্টিজ এফসি ও পুলিশ এবং ব্রাদার্স ইউনিয়ন ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব।
ফুটবল লীগের প্রথম দুই ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পেয়েছে মোহামেডান। তাই আবাহনীর বিপক্ষে কেবল মর্যাদার নয়, সাদা কালোদের পয়েন্টও ছিনিয়ে আনার মতো গুরুত্বপূর্ণ এক ম্যাচ এটি। অথচ এমন ম্যাচের আগে ক্লাবের খেলোয়াড়রা বকেয়া বেতনের জন্য আলটিমেটাম দিয়েছিলেন। প্রায় তিন মাসের মতো বেতন বকেয়া থাকায় তারা অনুশীলন করতে চাননি, আবাহনীর বিপক্ষে ম্যাচও খেলতে চাননি।
জানা গেছে, ক্লাবের বিদেশি ফুটবলারদেরও একই অবস্থা। কারও বকেয়া ৩ মাস, কারও দুই-আড়াই মাসের বেতন বাকি। আর স্থানীয়দের দেই-দিচ্ছি, এভাবে ম্যানেজ করেন কর্মকর্তারা। এতে শৃঙ্খলা ভেঙ্গে কেউ কেউ খেপও খেলতে চলে যাচ্ছে।
অন্যদিকে ক্লাব থেকে বেতন না পাওয়ায় ইতোমধ্যে বেশ ক’জন খেপ খেলছেন দেদারছে। গত ১৬ নভেম্বর ময়মনসিংহের নেত্রকোনায় একটি ফুটবল টুর্নামেন্টে খেপ খেলতে গিয়ে কেন্দুয়ায় গুরুতর আহত হন মোহামেডানের ফুটবলার আরিফুল ইসলাম। গত এক সপ্তাহ ধরে চিকিৎসা নিলেও এখনও সুস্থ হননি তিনি। এ বিষয়ে নকীব বলেন, ‘আরিফ এখনও অসুস্থ। তাই তাকে আমরা ক্লাবে এখনও ডাকিনি।’
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
রোববার, ২৩ নভেম্বর ২০২৫
নেত্রকোনার কেন্দুয়ায় ভাড়ায় খেলতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফুটবলার আরিফুল। এখনও ক্লাবে যোগ দিতে পারেননি তিনি। এদিকে বকেয়া বেতনের জন্য অনুশীলন বয়কট করেছিলেন ফুটবলাররা। তবে অনেক জোড়াজুড়ির পর অবশ্য বড় ম্যাচ খেলতে রাজি হয়েছেন তারা। এমন সংকীর্ণ অবস্থায় বাংলাদেশ ফুটবল লীগে সোমবার চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীর মুখোমুখি হতে যাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। কুমিল্লার স্টেডিয়ামে বেলা পৌঁনে তিনটায় শুরু হবে ম্যাচটি। একই দিনে একই সময়ে আরও তিনটি ম্যাচে মুখোমুখি হচ্ছে আরামবাগ ও কিংস, ফর্টিজ এফসি ও পুলিশ এবং ব্রাদার্স ইউনিয়ন ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব।
ফুটবল লীগের প্রথম দুই ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পেয়েছে মোহামেডান। তাই আবাহনীর বিপক্ষে কেবল মর্যাদার নয়, সাদা কালোদের পয়েন্টও ছিনিয়ে আনার মতো গুরুত্বপূর্ণ এক ম্যাচ এটি। অথচ এমন ম্যাচের আগে ক্লাবের খেলোয়াড়রা বকেয়া বেতনের জন্য আলটিমেটাম দিয়েছিলেন। প্রায় তিন মাসের মতো বেতন বকেয়া থাকায় তারা অনুশীলন করতে চাননি, আবাহনীর বিপক্ষে ম্যাচও খেলতে চাননি।
জানা গেছে, ক্লাবের বিদেশি ফুটবলারদেরও একই অবস্থা। কারও বকেয়া ৩ মাস, কারও দুই-আড়াই মাসের বেতন বাকি। আর স্থানীয়দের দেই-দিচ্ছি, এভাবে ম্যানেজ করেন কর্মকর্তারা। এতে শৃঙ্খলা ভেঙ্গে কেউ কেউ খেপও খেলতে চলে যাচ্ছে।
অন্যদিকে ক্লাব থেকে বেতন না পাওয়ায় ইতোমধ্যে বেশ ক’জন খেপ খেলছেন দেদারছে। গত ১৬ নভেম্বর ময়মনসিংহের নেত্রকোনায় একটি ফুটবল টুর্নামেন্টে খেপ খেলতে গিয়ে কেন্দুয়ায় গুরুতর আহত হন মোহামেডানের ফুটবলার আরিফুল ইসলাম। গত এক সপ্তাহ ধরে চিকিৎসা নিলেও এখনও সুস্থ হননি তিনি। এ বিষয়ে নকীব বলেন, ‘আরিফ এখনও অসুস্থ। তাই তাকে আমরা ক্লাবে এখনও ডাকিনি।’