এএফসি অনুর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে পূর্ব তিমুরকে ৫-০ গোলে বিধ্বস্ত করে নিজেদের মিশন শুরু করেছে লাল সবুজের কিশোররা। ‘এ’ গ্রুপে সোমবার তাদের প্রতিপক্ষ ব্রুনাই দারুসসালাম। চীনের চংকিংয়ের ইয়ংচুয়াং স্পোর্টস সেন্টারে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১২টায়।
‘এ’ গ্রুপে বাংলাদেশ, শ্রীলংকা ও স্বাগতিক চীন নিজেদের প্রথম ম্যাচ শেষ করেছে। প্রত্যেকেই একটি করে ম্যাচ জিতে পেয়েছে সমান তিন পয়েন্ট করে। এখনও শূণ্য হাতে ব্রুনাই দারুসসালাম, বাহরাইন ও পূর্ব তিমুর। এশিয়ান কাপের মূল পর্বে খেলতে হলে বাংলাদেশকে পারি দিতে হবে অনেক দূর। সেটা ভাল করেই জানে কোচ গোলাম রব্বানীর শিষ্যরা। ব্রুনাইয়ের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে কাল স্থানীয় সময় বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত অনুশীলন করে বাংলাদেশ দল। আগের ম্যাচে যারা খেলেছে তাদের জন্য ছিল কেবল রিকভারি সেশন। অনুশীলন শেষে ডিফেন্ডার ইকরামুল ইসলাম বলেন, ‘আমরা প্রথম ম্যাচে পূর্ব তিমুরের সঙ্গে আশানুরূপ ফল করেছি। এরপর গ্রুপের চার দলের দুটি ম্যাচ আমরা দেখেছি। আমাদের সামনে এখন যেসব ম্যাচ রয়েছে, ওই ম্যাচগুলো ভালো খেলে টুর্নামেন্ট শেষ করতে চাই। আমরা রিকভারি এবং অনুশীলন করেছি এবং এখানকার ঠা-া আবহাওয়ার সঙ্গে বেশি মানিয়ে নিয়েছি।’ বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ জিতলেও ব্রুনাই ০-৪ গোলে হেরেছে শ্রীলঙ্কার কাছে। প্রতিপক্ষের শক্তিমত্ত্বা সম্পর্কে জানতেই ওই ম্যাচে চোখ ছিল বাংলাদেশের।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
রোববার, ২৩ নভেম্বর ২০২৫
এএফসি অনুর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে পূর্ব তিমুরকে ৫-০ গোলে বিধ্বস্ত করে নিজেদের মিশন শুরু করেছে লাল সবুজের কিশোররা। ‘এ’ গ্রুপে সোমবার তাদের প্রতিপক্ষ ব্রুনাই দারুসসালাম। চীনের চংকিংয়ের ইয়ংচুয়াং স্পোর্টস সেন্টারে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১২টায়।
‘এ’ গ্রুপে বাংলাদেশ, শ্রীলংকা ও স্বাগতিক চীন নিজেদের প্রথম ম্যাচ শেষ করেছে। প্রত্যেকেই একটি করে ম্যাচ জিতে পেয়েছে সমান তিন পয়েন্ট করে। এখনও শূণ্য হাতে ব্রুনাই দারুসসালাম, বাহরাইন ও পূর্ব তিমুর। এশিয়ান কাপের মূল পর্বে খেলতে হলে বাংলাদেশকে পারি দিতে হবে অনেক দূর। সেটা ভাল করেই জানে কোচ গোলাম রব্বানীর শিষ্যরা। ব্রুনাইয়ের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে কাল স্থানীয় সময় বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত অনুশীলন করে বাংলাদেশ দল। আগের ম্যাচে যারা খেলেছে তাদের জন্য ছিল কেবল রিকভারি সেশন। অনুশীলন শেষে ডিফেন্ডার ইকরামুল ইসলাম বলেন, ‘আমরা প্রথম ম্যাচে পূর্ব তিমুরের সঙ্গে আশানুরূপ ফল করেছি। এরপর গ্রুপের চার দলের দুটি ম্যাচ আমরা দেখেছি। আমাদের সামনে এখন যেসব ম্যাচ রয়েছে, ওই ম্যাচগুলো ভালো খেলে টুর্নামেন্ট শেষ করতে চাই। আমরা রিকভারি এবং অনুশীলন করেছি এবং এখানকার ঠা-া আবহাওয়ার সঙ্গে বেশি মানিয়ে নিয়েছি।’ বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ জিতলেও ব্রুনাই ০-৪ গোলে হেরেছে শ্রীলঙ্কার কাছে। প্রতিপক্ষের শক্তিমত্ত্বা সম্পর্কে জানতেই ওই ম্যাচে চোখ ছিল বাংলাদেশের।